shami-siraj-key-for-india-in-world-cup

World Cup 2023: এগিয়ে আসছে বিশ্বকাপ। এবার ভারতের মাটিতেই বসতে চলেছে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা। ২০১১ সালে ভারতে শেষ যেবার বিশ্বকাপ জিতেছিলো, তখন মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ট্রফি এসেছিলো টিম ইন্ডিয়ার ঝুলিতে। এরপর ২০১৫ এবং ২০১৯ সালে খালি হাতে ফিরতে হয়েছে ‘মেন ইন ব্লু’কে। বারো বছরের অপেক্ষা শেষে তৃতীয় বিশ্বকাপ (ICC World Cup 2023) জিততে এবার মরিয়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রস্তুতিতে তাই কোনো রকম ফাঁক রাখতে রাজী নন বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ’রা।

বিশ্বকাপের (ICC World Cup 2023) আগে ভারত যে ঠিক পথেই এগোচ্ছে তার খানিক ইঙ্গিত মিলেছে এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে। পাকিস্তান, শ্রীলঙ্কার মত দলকে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড অষ্টম খেতাব ঘরে তুলেছে ‘মেন ইন ব্লু।’ ব্যাট হাতে গর্জে উঠতে দেখা গিয়েছে বিরাট কোহলি, শুভমান গিল (Shubman Gill), রোহিত শর্মাদের (Rohit Sharma)। ভারতের মিডল অর্ডার সমস্যার সমাধান করেছেন কে এল রাহুল, ঈশান কিষণরাও। ব্যাটিং-এর পাশাপাশি বল হাতেও ২০২৩ বিশ্বকাপের আগে প্রস্তুত টিম ইন্ডিয়া। বাইশ গজে গতির তুফান তুলে ভারতকে খেতাব জেতাতে পারেন দুই মহম্মদ-শামি (Mohammad Shami) এবং সিরাজ (Mohammed Siraj)।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

স্বপ্নের ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ-

Mohammed Siraj | ICC World Cup 2023 | Image: Getty Images
Mohammed Siraj | Image: Getty Images

গত কয়েক মাসে সাদা বলের ক্রিকেটে অবিশ্বাস্য উত্থান হয়েছে মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। গতি, স্যুইং এবং নিয়ন্ত্রণ-তিনের দুর্দান্ত সংমিশ্রন রয়েছে তাঁর বোলিং-এ। ২০২৩ সালে একদিনের ক্রিকেটে পাওয়ার প্লে’তে উইকেট তোলার নিরিখে সবচেয়ে সফল ভারতীয় দল। তার কৃতিত্ব অনেকটাই সিরাজের। এর আগে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সিরিজে একটানা দুর্দান্ত বোলিং করে আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষে পৌঁছেছিলেন সিরাজ (Mohammed Siraj)। এরপর আইপিএলেও ভালো বোলিং করেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলেন নি তিনি। তবে বিশ্বকাপের ঠিক আগে ফের সেরা ছন্দে ফিরেছেন সিরাজ। তার খানিক নিদর্শন তিনি রাখলেন গত রবিবার এশিয়া কাপের ফাইনালে। সিরাজের স্বপ্নের স্পেলেই দিশাহারা হয়ে আত্মসমর্পণ করতে হলো ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে।

এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে বাড়তি তাগিদ নিয়ে যেন মাঠে নেমেছিলেন সিরাজ (Mohammed Siraj)। ইনিংসের গোড়া থেকেই তাঁর বলের গতিবিধির নাগাল পাচ্ছিলেন না শ্রীলঙ্কা ব্যাটাররা। প্রথম ওভার মেডেন দেন। বাইশ গজে ‘মিয়াঁ ম্যাজিক’ শুরু তাঁর দ্বিতীয় ওভার থেকে। প্রথম বলে সিরাজ ফিরিয়ে দেন পাথুম নিশাঙ্কাকে (Pathum Nissanka)। রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন তিনি। তৃতীয় ও চতুর্থ বলে ফের আঘাত হানেন। শূন্য রানে সাজঘরে ফিরতে হয়ে সাদিরা সমরাবিক্রমা (Sadeera Samarawickrama) এবং চরিথ আশালঙ্কাকে। ওভারের শেষ বলে ধনঞ্জয় ডি সিলভাকে ফিরিয়ে এক ওভারে ৪ উইকেট নিয়ে এক বিরল কৃতিত্বের অধিকারী হন তিনি। এরপর দাসুন শানাকা এবং কুশল মেন্ডিসকে ফেরান তিনি। এশিয়া কাপ ফাইনালের পর ফের আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষে উঠে এসেছেন সিরাজ। বিশ্বকাপে (ICC World Cup 2023) তাঁকে নিয়েই স্বপ্ন দেখছে ভারত।

বল হাতে আগুনে ফর্মে শামিও-

Mohammad Shami | ICC World Cup 2023 | Image: getty Images
Mohammad Shami | Image: getty Images

সিরাজ-বুমরাহের সাথে তৃতীয় পেসার হিসেবে গত কয়েকটি ম্যাচে শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) সুযোগ দিতে দেখা গিয়েছিলো ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে। মহম্মদ শামির (Mohammad Shami) জায়গা হয়েছিলো রিজার্ভ বেঞ্চে। কেবলমাত্র বিকল্প হিসেবে সুযোগ মিলছিলো মাঠে নামার। স্বল্প সুযোগেই বাংলার পেসার বুঝিয়ে দিয়েছেন বিশ্বকাপের (ICC World Cup 2023) একাদশে তাঁকে জায়গা না দিলে ভুল করবে ভারতীয় দল। এশিয়া কাপে (Asia Cup 2023) দুই ম্যাচ খেলে পেয়েছিলেন ৩টি উইকেট। এর মধ্যে নেপালের বিপক্ষে ছিলো ১টি এবং বাকি দুটি এসেছিলো বাংলাদেশের বিরুদ্ধে। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে সিরাজ (Mohammed Siraj) না খেলায় জায়গা পেয়েছিলেন শামি। পাঁচ উইকেট তুলে নিয়ে অজিদের নাভিশ্বাস তুলে দেন তিনি।

নিজের প্রথম ওভারেই মিচেল মার্শকে (Mitchell Marsh) আউট করেন বাংলার পেসার। শামির আউটস্যুইং মিচেল মার্শের আউটসাইড এজ স্পর্শ করে জমা পড়ে শুভমান গিলের হাতে। আরও একটি দুর্দান্ত ডেলিভারিতে স্টিভ স্মিথকে (Steve Smith) বোল্ড করেন তিনি। মোহালির প্রচণ্ড গরম উপেক্ষা করে লাইন-লেন্থে নিয়ন্ত্রণ রেখে অনবদ্য পারফর্ম্যান্স দেন ডান হাতি পেসার। এরপর ডেথ ওভারে ফিরে এসে একে একে মার্কাস স্টয়নিস, ম্যাথু শর্ট এবং শন অ্যাবটকেও আউট করেন তিনি। মাত্র ৫১ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। ওয়ান ডে কেরিয়ারের দ্বিতীয় ফাইফার ঝুলিতে পুরে নিয়ে বিশ্বকাপের লক্ষ্যে এক পা এগিয়ে গিয়েছেন মহম্মদ শামিও (Mohammad Shami)। তাঁর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে শক্তি বাড়াবে টিম ইন্ডিয়ার।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *