IND vs ENG: ঘরের মাঠে নতুন বছরের শুরুটা জয় দিয়েই করেছে ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের তিনটি খেলাতেই জয় পেয়েছে তারা। জুনে রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। তার আগে আফগানদের হোয়াইটওয়াশ করা নিঃসন্দেহে আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়েছে দলের। প্রায় ১৪ মাস পর আন্তর্জাতিক টি-২০’র মঞ্চে ফিরে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তৃতীয় ম্যাচে তাঁর ব্যাটে শতরান হাসি ফুটিয়েছে টিম ম্যানেজমেন্টের মুখে। আফগান সিরিজের সাফল্যকে পিছনে ফেলে আপাতত ‘মেন ইন ব্লু’ ফোকাস করছে ইংল্যান্ডের উপর। আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ। পাঁচ টেস্টের দ্বৈরথ ঘিরে তুঙ্গে উত্তেজনা।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ একাধিক কারণে গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার (Team India) জন্য। লাল বলের ফর্ম্যাটে ঝোড়ো ক্রিকেট খেলে গত কয়েকমাসে তাক লাগিয়ে দিয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসের (Ben Stokes) দলের সেই ‘বাজবল’ ভারত সামাল দিতে পারে কিনা, তা দেখে নেওয়া যাবে এই সিরিজে। একই সঙ্গে টানা তৃতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখার রাস্তা সাফ করতে হলেও ইংল্যান্ডের বিপক্ষে জয় চাই টিম ইন্ডিয়ার। আপাতত পয়েন্ট তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের পিছনে ফেলতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্য দরকার রোহিত শর্মার দলের। হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে রয়েছে প্রথম দুই টেস্ট। শেষ তিনটি রয়েছে যথাক্রমে রাজকোট, রাঁচী ও ধর্মশালায়। মাঠে নামার আগে বোলিং নিয়ে চিন্তা থাকছে ভারতের। মহম্মদ শামি (Mohammed Shami) আদৌ খেলবেন কিনা, তা নিয়ে থাকছে সংশয়।
Read More: কে এই সানা জাভেদ, যাঁর জন্য টেনিস সুন্দরী সানিয়ার হাত ছাড়লেন শোয়েব? জানুন পাক অভিনেত্রীর সম্পূর্ণ পরিচয় !!
গোটা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন শামি-
গত বছরের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) চমৎকার পারফর্ম্যান্স করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচ খেলতে পারেন নি তিনি। মেলে নি সুযোগ। পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই তুলে নেন পাঁচ উইকেট। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। ১০.৭০ গড়ে মোট ২৪ উইকেট শিকার করেন তিনি। হন বিশ্বকাপের সেরা বোলার। ভারত শেষমেশ বিশ্বকাপ জেতে নি, তবে তাঁর অনবদ্য পারফর্ম্যান্সের জন্য কেন্দ্রীয় সরকার অর্জুন পুরষ্কারে সম্মানিত করে শামি’কে (Mohammed Shami)। বিশ্বকাপের পর ক্রিকেটজনতার কুর্নিশ লাভ করলেও বাইশ গজের দুনিয়া থেকে ছিটকে গিয়েছেন বাংলার পেসার। গোড়ালির পুরনো চোট ভোগাচ্ছে তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে পারেন নি। দক্ষিণ আফ্রিকা সফর বা আফগানিস্তান সিরিজেও শামি’কে ছাড়াই মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (Team India)।
ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের প্রথম দুটি টেস্টের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দেওয়া হয়েছে। বোলিং বিভাগে দেখা যায় নি শামি’র (Mohammed Shami) নাম। পেসারদের মধ্যে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ছাড়া রয়েছেন মুকেশ কুমার, আবেশ খান’রা। মনে করা হয়েছিলো হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে না খেললেও রাঁচী, রাজকোট ও ধর্মশালায় বল হাতে দেখা যাবে শামি’কে। বিশেষ করে ধর্মশালায় কার্যকরী হতে পারত শামির বোলিং। কিন্তু তা সম্ভবত আর হচ্ছে না। সূত্র মারফত জানা গিয়েছে যে শামি’র গোড়ালির চোট সারতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। এখুনি মাঠে ফেরা হচ্ছে না তাঁর। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রাথমিক টেস্ট দলে নাম থাকলেও পরে ছিটকে যান তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও সম্ভবত সম্পূর্ণ টেস্ট সিরিজেই বাইরে বসতে হবে তাঁকে।
IPL খেলা নিয়েও থাকছে সংশয়-
শামি’র (Mohammed Shami) চোটে ভারতীয় দলের পাশাপাশি দুশ্চিন্তায় আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স’ও (GT)। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে আগামী ২২ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএলের সপ্তদশ মরসুম। শামির চোটের যা অবস্থা তাতে তিনি তার আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। গত মরসুমে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে ‘পার্পল ক্যাপ’ জিতছিলেন শামি (Mohammed Shami)। ইতিমধ্যেই ট্রফিজয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে খুইয়েছে গুজরাত টাইটান্স। এরপর দলের সেরা বোলিং অস্ত্র গোটা মরসুম খেলতে না পারলে ভোগান্তি বাড়তে পারে তাদের।