শাহরুখ খানের মধ্যে যুবক পোলার্ড এর ছায়া দেখছেন প্রাক্তন ভারতীয় ওপেনার 1

শাহরুখ খান নাম এর ভেতরে একটা আলাদাই আভিজাত্য আছে তা সে বলিউড সিনেমার কোনো নামকরা হিরো হোক বা বিশ্বের সব থেকে জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএল এর কোনো উঠতি তরুণ খেলোয়াড়। আমরা এখানে যে শাহরুখ খান এর নাম করছি তিনি এই বছর আইপিএল এর একজন তরুণ এবং দামি প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় , আইপিএল প্রতিবছর বেশ কিছু নতুন উঠতি তরুণ খেলোয়াড় এর স্বপ্ন পূরণ করে এবং তারা ক্রমাগত বিশ্ব ক্রিকেটে নামকরে চলেছে তাদের মধ্যে অন্যতম শাহরুখ খান।

শাহরুখ খানের মধ্যে যুবক পোলার্ড এর ছায়া দেখছেন প্রাক্তন ভারতীয় ওপেনার 2

শাহরুখ খান তামিলনাড়ু দলের হয়ে ক্রিকেট খেলেন এবছর আইপিএল এ পাঞ্জাব কিংস তাকে তার বেস প্রাইস ৫০লাখ টাকাতে নিলামে কিনে নেয় , তামিলনাড়ু দলের হয়ে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতাতে তিনি বেশ সফল এবং সারা ফেলে দেওয়া বিদংসী ডানহাতি ব্যাটসম্যান তাই পাঞ্জাব কিংস তাকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করতে কোনো ভুল করেনি।

এই বছর করোনা মহামারী হবার জন্য সেসন এর মাঝপথেই বিশ্বে জনপ্রিয় ক্রিকেট লীগ বন্ধ করে দিতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু সেই সবের মাঝেও সারা ফেলেদেন পাঞ্জাব কিংস এর এই তরুণ ডানহাতি বিধংসী মিডল অর্ডার ব্যাটসম্যান শাহরুখ খান। শাহরুখ খান এর এই বিধংসী মেজাজে মজেছেন আর একজন প্রাক্তন ভারতীয় ওপেনার ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগ যিনি একসময় সারা বিশ্বে তার বিধংসী মেজাজ এর ব্যাটিং দেখিয়ে সারা বিশ্বকে যেমন মুঘ্ধ করেছিলেন ঠিক তেমনি অনেক তাবড় তাবড় বোলারদের রাতের ঘুম কেড়েনিয়েছিলেন।

শাহরুখ খানের মধ্যে যুবক পোলার্ড এর ছায়া দেখছেন প্রাক্তন ভারতীয় ওপেনার 3

চলতি বছর আইপিএল এ শাহরুখ খান যেভাবে বিধংসী মেজাজে ব্যাট করেছিলেন তাতে করে তিনিও একজন তরুণ ভারতীয় খেলোযাড় হিসাবে শতরান করতে পারতেন , সেহওয়াগ বলেছেন এই বছর যদি আইপিএল বন্ধ বা বাতিল না হয়ে যেত তাহলে তিনি নিশ্চিত ছিলেন যে শাহরুখ খান বাকি আরো ভারতীয় তরুণদের দোল নাম লিখতেন যারা এই বছর আইপিএল এর মঞ্চে শতরান করেচেন। শাহরুখ খানের ব্যাট আইপিএল এ সেইরকম ভাবে ঝলসে উঠেনি কিন্তু তাতেও সেহওয়াগ মনে করেন যদি শাহরুখ খান একটু ওপরের দিকে ব্যাট করতে নামতো অথবা পাঞ্জাব কিংস তাকে মিডল অর্ডারে না পাঠিয়ে ওপরের দিকে ব্যাট করতে পাঠাতো তাহলে শাহরুখ খান নিশ্চয় তার দলকে শতরান প্রদান করতো।

সেহওয়াগ এতেও থেমে থাকেননি তিনি আরো বলেছেন শাহরুখ খান কে দেখে তার আর একজন পাওয়ার হিটার ব্যাটসম্যান এর কথা মনে পড়ছে যিনি হলেন ওয়েস্ট ইন্ডিজ এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে আইপিএল খেলা বিধংসী ডানহাতি ব্যাটসম্যান কিয়েরন পোলার্ড , পোলার্ড যেমন মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে মিডল অর্ডার ব্যাট করে রানের গতি বাড়াতে দলকে সাহায্য করে শাহরুখ খান ঠিক তেমন কাজটাই পাঞ্জাব কিংস এর হয়ে এই বছর আইপিএল এ সেই দায়িত্বটাই পালন করছিলেন।

শাহরুখ খানের মধ্যে যুবক পোলার্ড এর ছায়া দেখছেন প্রাক্তন ভারতীয় ওপেনার 4

শাহরুখ খান তার নিজস্য ক্রিকেট কোরিয়ারে যেকোনো অব্দি কোনো শতরান করেননি , তিনি ঘরোয়া ক্রিকেট লীগ তামিলনাড়ু হয়ে খেলার সময়তেও একই জায়গা তে ব্যাট করতেন। সেহওয়াগ মনে করেন যদি শাহরুখ খান কে আরো সুযোগ দেওয়া যায় এবং তাকে যদি ওপরের সারি ব্যাট করতে পাঠানো হয় তাহলে সে নিশ্চয় তার শতরানের গন্ডি ঠিক পার করবে। আমরা একজন ভারতবাসী এবং ভারতীয় ক্রিকেট ফ্যান হিসাবে এটাই আসা করবো শাহরুখ খান যেন নিশ্চয় শতরান করেন এবং বিশ্ব ক্রিকেটে নিজের নাম উজ্জ্বল করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *