জল্পনার অবসান, রাজনীতিতে এন্ট্রি নিচ্ছেন মন্ত্রীর পছন্দের পাত্র !! 1

Politics: ২০২৩ সাল জুড়েই ক্রিকেটের মরশুম, একই মরশুমে বেশ কয়েকটি বড় বড় টুর্নামেন্ট দেখা গিয়েছে। এবারের দুই আইসিসি ইভেন্ট’এর বিজেতা হয়েছে অস্ট্রেলিয়া দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) ও বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) ফাইনালে ভারতকে পরাজিত করে দুটি পরস্পর আইসিসি (ICC) ট্রফি জয় করেছে অস্ট্রেলিয়া। ক্রিকেটের বড় মঞ্চে ব্যার্থ হওয়ার পর প্লেয়ারদের দেখা গিয়েছে রাজনীতির মঞ্চে যোগ দিতে। শুধু ক্রিকেট জীবনেই সীমাবদ্ধ নয়, ক্রিকেট ছাড়ার পর রাজনীতির খাতায় নাম লেখাতে দেখা গিয়েছে একেরপর এক সুপারস্টার দের। জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে এন্ট্রি নিচ্ছেন মন্ত্রীর পছন্দের পাত্র।

রাজনীতিতে এন্ট্রি নিলেন মন্ত্রীর পছন্দের পাত্র

প্রসঙ্গত এবার রাজনীতির (Politics) খাতায় নাম লেখালেন বাংলাদেশের সেরা প্লেয়ার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশের ১২তম সংসদীয় নির্বাচনে লড়াই করতে দেখা যাবে শাকিবকে। আওয়ামি লিগের হয়ে তাঁর মনোনয়ন দাখিল করা কার্যত নিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের পাত্র তিনি। নিজের জেলা, মাগুরা ১ আসন থেকে লড়াই করবেন শাকিব। প্রধানমন্ত্রীর পছন্দের পাত্র হলেন শাকিব, শুধু তিনিই নন প্রাক্তন বাংলাদেশি ক্যাপ্টেন মাশরাফি মর্তুজা ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পর রাজনীতি গ্রহণ করেন তিনিও।

প্রধানমন্ত্রীর দলে লড়ছেন শাকিব

Shakib and sheikh hasina, politics
Shakib Al Hasan and Sheikh Hasina | Image: Twitter

শাকিবকে যে নির্বাচনে নামানো হবে, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার পরেই পরিষ্কার হয়ে গিয়েছিল। কিছুদিন আগে
শাকিবের মাগুরার বাড়ির সামনে পুলিশী প্রহরা বসানো হয়েছিল। যদিও তখনও কেউ শাকিবের রাজনীতিতে (Politics) প্রবেশের কথা জানেনি, সকলে মনে করেছিল বাংলাদেশি উত্তেজিত জনগণদের থেকে রক্ষা পেতেই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। ঠিক সেটাই পরিষ্কার হল রবিবারই। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে হাসিনার আওয়ামি লীগ, যেখানেই সাকিবের নাম স্পষ্ট হয়র যায়। অন্যদিকে, শাকিবকে নিয়ে বলতে গেলে, এবারের বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আঙুলে চোট পেয়ে বিশ্বকাপের শেষ ম্যাচটি পারেননি খেলতে, যদিও এই বিশ্বকাপে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি শাকিব। এই বিশ্বকাপে ৭ ম্যাচে ১৮৬ রান ও ৯ উইকেট নিতে সক্ষম হয়েছিলেন শাকিব।

Read More: IPL 2024: গদিচ্যুত রোহিত শর্মা, মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হতে চলেছেন নীতা আম্বানির পছন্দের এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *