sachin-yuvraj-bhajji-to-play-owof-cup

১৯৮৯ সালের নভেম্বরে ভারতের জার্সিতে পথচলা শুরু হয়েছিলো শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। তিনি যে বাকিদের থেকে আলাদা তার প্রমাণ শচীন দিয়েছিলেন কেরিয়ারের একদম শুরুতেই। বিশ্বখ্যাত স্পিনার আব্দুল কাদিরকে ১৬ বছর বয়সী শচীন এক প্রীত ম্যাচে যেভাবে মাঠের বাইরে ফেলেছিলেন,তা অবাক করেছিলো সকলকে। এরপর থেকে প্রায় আড়াই দশক, দেশের ক্রিকেটের সঙ্গে প্রায় সমার্থক হয়ে গিয়েছিলেন শচীন (Sachin Tendulkar)। মুম্বইয়ের ক্রিকেটার হয়ে উঠেছিলেন গোটা ভারতের চোখের মণি। প্রায় ৩৫ হাজার রান ও ১০০ শতরানের মাইলস্টোন স্পর্শ করার পর ২০১৩ সালে ক্রিকেটের বাইশ গজকে বিদায় জানিয়েছিলেন তিনি। এরপর কেটে গিয়েছে এক দশকেরও বেশী সময়। কিন্তু বিন্দুমাত্র ভাটা পড়ে নি ‘মাস্টার ব্লাস্টার’-এর জনপ্রিয়তায়।

ভারতীয় দলের খেলা দেখতে বসে শচীনের (Sachin Tendulkar) কভার ড্রাইভ, আপার কাট বা স্ট্রেট ড্রাইভ ‘মিস’ করেন না্‌ এমন ক্রিকেটপ্রেমীর সংখ্যা হয়ত হাতে গোণা। আজকের টি-২০’র জমানাতেও শচীনের শৈল্পিক ব্যাটিং-এর কদম কমে নি এতটুকু। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতই ভরসা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব। সেখানে ‘ক্রিকেট ঈশ্বর’-এর অনবদ্য সব ইনিংস গুলির ভিডিও নিত্যদিন দেখেন অনেকে। ভিউ সংখ্যা মুহূর্তে ছোঁয় কয়েক লাখ। বাইশ গজে শচীনের (Sachin Tendulkar) বিক্রম যাঁরা ‘মিস’ করেন প্রতিনিয়ত, তাঁদের সামনে বড় সুযোগ আসতে চলেছে আগামীকাল, অর্থাৎ ২০২৪-এর ১৮ জানুয়ারি। অবসরের প্রায় বছর দশেক পরে আরও একবার ব্যাট হাতে মাঠে নামতে চলেছেন তিনি।

Read More: অধিনায়ক বদলেও লাভ হলো না কোনো, বাইশ গজের পারফর্ম্যান্সে নেই কোনো উন্নতি !!

একতার পক্ষ নিয়ে মাঠে শচীন, সঙ্গী যুবরাজ-

Sachin Tendulkar | Image: Getty Images
Sachin Tendulkar | Image: Getty Images

‘এক দুনিয়া, এক পরিবার’ এই স্লোগানকে সামনে রেখেই আয়োজিত হতে চলেছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান ফ্যামিলি কাপ সংক্ষেপে OWOF CUP। বিশ্বব্যপী একতার বাণী প্রচারের মাধ্যম হিসেবে ক্রিকেটকে বেছে নিয়েছেন উদ্যোক্তারা। কর্ণাটকের মুদ্দেনাহালির সত্য সাঁই গ্রামে একটি প্রীত ম্যাচে ১৮ জানুয়ারি মুখোমুখি হতে চলেছেন ৭ দেশের একঝাঁক তারকা ক্রিকেটার। মোট ২৪ প্রাক্তন ক্রিকেটারকে ‘ওয়ান ওয়ার্ল্ড’ ও ‘ওয়ান ফ্যামিলি’ নামে দুটি দলে ভাগ করা হয়েছে। প্রতি দলে ক্রিকেটার সংখ্যা ১২। ‘ওয়ান ওয়ার্ল্ড’ দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে শচীন তেন্ডুলকর’কে (Sachin Tendulkar)। তাঁর প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে ‘ওয়ান ফ্যামিলি’ একাদশ’কে সঙ্গে নিয়ে মাঠে নামবেন শচীনেরই প্রাক্তন সতীর্থ যুবরাজ সিং (Yuvaj Singh)।

এই ম্যাচের জন্য দিনকয়েক আগে থেকেই অনুশীলনে নেমেছিলেন শচীন (Sachin Tendulkar)। সেই ভিডিও শেয়ার’ও করেছিলেন ইন্সটাগ্রামে। শচীনের দলে থাকছেন ভারতের নমন ওঝা (Naman Ojha), ইরফান পাঠান (Irfan Pathan), আর পি সিং (RP Singh), হরভজন সিং (Harbhajan Singh),  সুব্রহ্মনিয়াম বদ্রীনাথ, অশোক দিন্দা’রা (Ashok Dinda)। থাকছেন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা, অজন্তা মেন্ডিস (Ajantha Mendis)। ইংল্যান্ডের মন্টি পানেসার, দক্ষিণ আফ্রিকার অ্যালভিরো পিটারসেন ও নিউজিল্যান্ডের প্রাক্তনী ড্যানি মরিসনকেও (Danny Morrison) দেখা যাবে ‘মাস্টার ব্লাস্টার’-এর ‘ওয়ান ওয়ার্ল্ড’ দলের জার্সি গায়ে।

উল্টোদিকে যুবরাজের (Yuvraj Singh) ‘ওয়ান ফ্যামিলি’ দলের জার্সিতে দেখা যাবে ভারতের পার্থিব প্যাটেল (Parthiv Patel), মহম্মদ কাইফ (Mohammad Kaif), ইউসুফ পাঠান (Yusuf Pathan), ভেঙ্কটেশ প্রসাদ’কে। শ্রীলঙ্কার চামিন্ডা ব্যাস, রমেশ কালুভিথারানা’ও থাকছেন যুবরাজের দলে। রয়েছেন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরণ (Mutiah Muralidaran)। বিশ্বের সর্বোচ্চ রানের মালিক ও উইকেটের মালিকের দ্বৈরথ নিয়ে আগ্রহ চরমে। এছাড়াও বাংলাদেশের অলোক কাপালি, অস্ট্রেলিয়ার জেসন ক্রেজাকেও (Jason Krejza) দেখা যাবে এই ম্যাচে। মাঠে না যেতে পারলেও এই ‘স্পেশ্যাল’ ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে হবে না ক্রিকেট জনতাকে। সকাল ১০ টা থেকে  খেলা সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টসে।

এক নজরে দুই দল-

‘ওয়ান ওয়ার্ল্ড’-

শচীন তেন্ডুলকর (অধিনায়ক), নমন ওঝা (উইকেটরক্ষক), আলভিরো পিটারসেন, সুব্রহ্মনিয়াম বদ্রীনাথ, ইরফান পাঠান, অশোক দিন্দা, অজন্তা মেন্ডিস, মন্টি পানেসার, আর পি সিং, ড্যানি মরিসন।

‘ওয়ান ফ্যামিলি’-

যুবরাজ সিং (অধিনায়ক), রমেশ কালুভিথারানা (উইকেটরক্ষক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), রিচার্ড ম্যাডি, মহম্মদ কাইফ, অলোক কাপালি, ইউসুফ পাঠান, মুথাইয়া মুরলীধরণ, মাখায়া এনটিনি, চামিণ্ডা ব্যাস, ভেঙ্কটেশ প্রসাদ, জেসন ক্রেজা।

Also Read: IND vs AFG: আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচই টিম ইন্ডিয়ার জন্য অগ্নিপরীক্ষা, ফেল করলেই বিশ্বকাপে নো এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *