sachin-statue-unveiled-at-wankhede

আগামীকাল বিশ্বকাপের ম্যাচে ভারত মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার। সাজ সাজ রব মুম্বইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে খেলা শুরুর একদিন আগে বিশ্বকাপ থেকে খানিক মুখ ফেরালো মুম্বই। ওয়াংখেড়ে কোহলি-বুমরাহদের পিছনের সারিতে রেখে বরণ করে নিলো ভূমিপুত্র শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। এই ওয়াংখেড়ের মাঠেই বেড়ে ওঠা শচীনের। রঞ্জি অভিষেকে শতরান হোক বা ২০১১-র বিশ্বকাপ জয় অথবা অন্তিম টেস্ট ইনিংসে ১১৮ বলে ৭৪, সব কিছুর সাক্ষী ওয়াংখেড়ের লাল মাটির পিচ। এখানের প্রতি ঘাসের সঙ্গে আত্মিক যোগ রয়েছে ক্রিকেটের ঈশ্বরের। সেই নিবিড় বন্ধন আজ আরও একটু সুদৃঢ় হলো। গ্যালারিতে বসলো ‘মাস্টার ব্লাস্টারের’ বিশালাকায় মূর্তি।

শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) এই মূর্তিটি নির্মাণ করেছেন প্রখ্যাত ভাস্কর এবং চিত্রকর প্রমোদ কাম্বলে (Pramod Kamble)। এর উচ্চতা ২২ ফুট। মূর্তিটিতে শচীনকে দেখা যাচ্ছে তাঁর বিখ্যাত লফটেড স্ট্রেট ড্রাইভ মারতে। শেন ওয়ার্নের (Shane Warne) বিরুদ্ধে মারা ‘মাস্টার ব্লাস্টারের’ শট’টি অমরত্ব লাভ করেছে ওয়াংখেড়ের গ্যালারিতে। শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) স্ট্যান্ডের পাশেই বসানো হয়েছে মূর্তিটি। প্রথমে ঠিক ছিলো গত এপ্রিলে শচীনের ৫০তম জন্মদিনে মূর্তিটি প্রকাশ্যে আনা হবে। তবে নির্মানকার্য সম্পূর্ণ না হওয়ায় উন্মোচনের দিন পিছিয়ে গিয়েছিলো তখন। অবশেষে বিশ্বকাপ (ICC World Cup 2023) চলাকালীন প্রকাশ্যে আনা হলো ব্রোঞ্জের মুর্তিটি। উন্মোচন ঘিরে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো মুম্বই ক্রিকেট সংস্থার তরফে। উপস্থিত ছিলেন খোদ শচীন তেন্ডুলকর।

Read More: World Cup 2023: দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাণ্ডব চলছেই, ডি কক-ডুসেনের জোড়া শতরানে নিউজিল্যান্ডের টার্গেট ৩৫৮ !!

মূর্তি উন্মোচন ঘিরে চাঁদের হাট ওয়াংখেড়ে-

Sachin Tendulkar | Image: Twitter
Sachin Tendulkar at the unveiling event of his statue | Image: Twitter

শচীনের (Sachin Tendulkar) মূর্তি উন্মোচন ঘিরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ ছিলো তারকা সমারোহ। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, সহকারী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ছিলেন এনসিপি নেতা এবং প্রাক্তন বিসিসিআই এবং আইসিসি প্রধান শরদ পাওয়ার। এছাড়াও বিসিসিআই-এর তরফ থেকে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সচিব জয় শাহ (Jay Shah), কোষাধ্যক্ষ অজিত সেলার, সহ-সভাপতি রাজীব শুক্ল। মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অমল কালে এবং সচিব অজিঙ্কা নায়েক’ও ছিলেন অনুষ্ঠানে। স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারা’কে সঙ্গে নিয়ে মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন স্বয়ং শচীন তেন্ডুলকর। প্রায় দশ বছর আগে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি, কিন্তু শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) নামের আবেগ যে এখনও ভীষণ ভাবে বিদ্যমান তা বোঝা গেলো আজ। গ্যালারি থেকে উঠলো ‘শচীন…শচীন…’ স্লোগান।

বারো বছর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধেই বিশ্বকাপের ফাইনাল জিতে নিজের ক্রিকেটীয় কেরিয়ারের একটা বর্ণময় অধ্যায়ে দাঁড়ি টেনেছিলেন শচীন তেন্ডুলকর। এক যুগ পর সেই ওয়াংখেড়েতে ভারত-শ্রীলঙ্কা বিশ্বকাপ (ICC World Cup 2023) দ্বৈরথের আগে শচীনের মূর্তি উন্মোচন বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রিকেটমহল। প্রসঙ্গত এটাই প্রথম নয়, এর আগেও মূর্তি গড়া হয়েছে ‘মাস্টার ব্লাস্টারে’র। আজ থেকে ১৪ বছর আগে, শচীনের (Sachin Tendulkar) ৩৬তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর মোমের মূর্তি গড়েছিলো লন্ডনের বিখ্যাত মাদাম ত্যুসো মিউজিয়াম। প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে মাদাম ত্যুসোয় স্থান পেয়েছিলেন তিনি।

দেখে নিন শচীনের মূর্তি উন্মোচন-

Also Read: World Cup 2023: “এই দলকে কি আটকানো সম্ভব?”, কিউয়িদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ৩৫৭ রানের ইনিংস দেখে উল্লাস নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *