sa-vs-ind-t20-all-new-players-for-ind

SA vs IND: বিশ্বকাপ ফাইনালের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ঘুরে দাঁড়িয়েছিলো টিম ইন্ডিয়া। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তরুণ তুর্কিদের উপরেই আস্থা রেখেছিলো বিসিসিআই (BCCI)। নিরাশ করেন নি তাঁরা। অনবদ্য ক্রিকেট খেলে ৪-১ ফলে জিতে নিয়েছিলেন সিরিজ। অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছিলো বোর্ড। সেখানেও সিনিয়রদের নয় বরং জুনিয়রদের উপরেই ভরসা রাখতে দেখা গিয়েছিলো অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোটের কারণে বাইরে। প্রোটিয়াদের ডেরায় অধিনায়ক হিসেবে সুযোগ দেওয়া হয়েছে সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)।

তিন ম্যাচের টি-২০ সিরিজের শুরুটা হওয়ার কথা ছিলো গতকাল অর্থাৎ রবিবার। কিন্তু ডারবানের কিংসমিড স্টেডিয়ামে বৃষ্টির কারণে এক বল’ও খেলা এগোয় নি। ভারতীয় সময় রাত দশটা নাগাদ ম্যাচ অফিসিয়ালদের তরফে জানিয়ে দেওয়া হয় যে ভেস্তে যাচ্ছে খেলা। সিরিজের প্রথম খেলা পরিত্যক্ত হওয়ায় চাপ বেড়েছে রিঙ্কু সিং (Rinku Singh), জিতেশ শর্মাদের (Jitesh Sharma) উপর। সিরিজ জিততে হলে এখন বাকি দুই ম্যাচে জয় নিশ্চিত করতেই হবে তাঁদের। এমতাবস্থায় দ্বিতীয় ম্যাচের জন্য দল সাজাতে হচ্ছে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কোচ হিসেবে তাঁর দ্বিতীয় ইনিংসের শুরুটা মধুর হলো না কালকের ম্যাচ ভেস্তে যাওয়ায়। কেবের্হায় আগামীকাল রয়েছে দ্বিতীয় ম্যাচ। যে একাদশ তিনি সাজাচ্ছেন, তাতে থাকছে এগারো নতুন মুখ।

Read More: SA vs IND: “টেস্ট সিরিজ জিততে হলে কোহলিকে…” ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শুরুর আগেই বড় মন্তব্য জ্যাক ক্যালিসের !!

দ্বিতীয় টি-২০’র একাদশ এলো প্রকাশ্যে-

Indian Cricket Team | SA vs IND | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে নজর কাড়বেন একঝাঁক তরুণ ক্রিকেটার। সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। তার আগে এই সিরিজ অনেকটাই গ্র্যান্ড অডিশনের মত। ক্রিকেটারদের মধ্যে বাড়তি তাগিদ থাকবে সেই কারণে। কেবের্হার সেন্ট জর্জেস পার্কে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে পারেন যশস্বী জয়ওয়াল (Yashavi Jaiswal) ও শুভমান গিলের (Shubman Gill) জুটি। অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন শুভমান। তিনি ফিরছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তাঁর প্রত্যাবর্তনে দল থেকে বাদ পড়তে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনে খেলতে পারেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে কার্যকরী অর্ধশতক করেছিলেন তিনি। রানের সন্ধানে থাকবেন তিনিও।

চার নম্বরে খেলতে পারেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে তিনি কেমন পারফর্ম করেন, নজর থাকবে সেই দিকে। পাঁচ নম্বরে খেলতে পারেন রিঙ্কু সিং (Rinku Singh)। জাতীয় দলের হয়ে স্বল্প দিনের কেরিয়ারে আগুনে ব্যাটিং করেছেন তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধেও জাত চেনাতে চাইবেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে থাকতে পারেন জিতেশ শর্মা। সম্ভবত বাইরেই থাকতে হচ্ছে ঈশান কিষণকে। সাতে থাকছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravidnra Jadeja)। সহ-অধিনায়ক’ও তিনি। বিশ্বের এক নম্বর টি-২০ বোলার রবি বিষ্ণোইকেও (Ravi Bishnoi) একাদশে রাখছে ভারত। দলের পেস ব্যাটারির ধার বাড়াতে থাকছেন মুকেশ কুমার, মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

SA vs IND ম্যাচে অভিষেক এগারো জনের-

Suryakumar Yadav and Ravi Bishnoi | SA vs IND | Image: Getty Images
Suryakumar Yadav and Ravi Bishnoi | Image: Getty Images

আগামীকালের ম্যাচে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকতে চলেছে কেবের্হার সেন্ট জর্জেস পার্ক। ভারতীয় দলের এগারো সদস্যের মধ্যে এগারো জনই প্রথমবার নামতে চলেছেন দক্ষিণ আফ্রিকার মাঠে। রিঙ্কু সিং (Rinku Singh), জিতেশ শর্মা, মুকেশ কুমারদের (Mukesh Kumar) টি-২০ কেরিয়ারের বয়স মাত্র কিছুদিন। মুকেশ চলতি বছরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম মাঠে নেমেছিলেন। তিলক বর্মা’ও (Tilak Varma) তাই। রিঙ্কুর অভিষেক হয়েছে আয়ারল্যান্ড সিরিজে। জিতেশ শর্মা প্রথম ভারতের জার্সি গায়ে চাপিয়েছিলেন এশিয়ান গেমস (Asian Games 2022) চলাকালীন। কেউই এর আগে দক্ষিণ আফ্রিকার মাঠে ভারতের হয়ে খেলেন নি।

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সূর্যকুমার যাদব’রা (Suryakumar Yadav) বেশ কয়েকবছর ভারতের হয়ে খেলছেন। তাঁরাও কখনও টি-২০ খেলেন নি প্রোটিয়াদের ঘরের মাঠে। কুড়ি-বিশের স্কোয়াডে সবচেয়ে সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তিনি ২০০৯ সাল থেকে ভারতের হয়ে টি-২০ খেলছেন। সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্রের মত দেশে খেললেও এখনও দক্ষিণ আফ্রিকার মটিতে টি-২০ খেলা হয় নি তাঁর’ও। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় দশক কাটিয়ে ফেলার পর নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন তিনিও।

দ্বিতীয় টি-২০তে ভারতের সম্ভাব্য একাদশ-

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

Also Read: কোনো সিনেমার থেকে কম নয় বিরাট-অনুষ্কার প্রেমকাহানি, হার মানাবে তাবড় তাবড় ‘লভ বার্ডস’ দের গল্পকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *