SA vs IND: সামনের কয়েক মাসে ঠাসা ক্রীড়াসূচী রয়েছে ভারতের পুরুষ ক্রিকেট দলের সামনে। বর্তমানে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma) রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। জেসন হোল্ডার, আলঝারি জোসেফদের বিরুদ্ধে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই মাঠে নামবেন তাঁরা। ইতিমধ্যে ডোমিনিকায় প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারত। আরও একটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচ টি-২০ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। এরপরে ভারত উড়ে যাবে আয়ারল্যান্ডে। সেখানে তিনটি টি-২০ রয়েছে তাদের। তারপর অগস্ট মাসের ৩১ তারিখ থেকে রয়েছে এশিয়া কাপ। মহাদেশীয় সেরা হওয়ার দ্বৈরথ চলবে ১৭ সেপ্টেম্বর অবধি।
এশিয়া কাপ (Asia Cup 2023) শেষ হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ খেলবে ভারত। এই বছর মার্চ মাসে অজিদের বিপক্ষে একদিনের সিরিজে ২-১ হেরেছিলো ‘মেন ইন ব্লু।’ সেই পরাজয়ের বদলা নেওয়ার সুযোগ থাকছে দলের সামনে। পাশাপাশি স্টিভ স্মিথ (Steve Smith), প্যাট কামিন্সদের (Patt Cummins) বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিও সেরে ফেলতে পারবেন শুভমান গিল, মহম্মদ শামিরা।
৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ অভিযান। দেশের মাটিতে বিশ্বজয়ের লক্ষ্য থাকবে ভারতীয় ক্রিকেটারদের। ১৯ নভেম্বর ফাইনালের পরেও বিশ্রাম পাচ্ছেন না তারকারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে টি-২০ সিরিজ। এরপর ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে দল। সেখানেও ক্রিকেটের তিন ফর্ম্যাটেই প্রোটিয়াদের (SA vs IND) মহড়া নেবে ভারত। সদ্যই সূচী প্রকাশ করেছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই দলে কারা জায়গা পেতে পারেন তা নিয়ে চলছে জল্পনা।
Read More: Asian Games 2022: “আমার একটাই স্বপ্ন…” ভারতকে নেতৃত্ব দেওয়া নিয়ে মুখ খুললেন ঋতুরাজ গায়কোয়াড় !!
SA vs IND-সিরিজের ক্রীড়াসূচী-

টি-২০ দিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচনা ঘটাবে ভারতীয় দল। ডারবানের মাঠে ১০ ডিসেম্বর মুখোমুখি দুই দল। এরপরের দুটি টি-২০ যথাক্রমে পোর্ট এলিজাবেথ /Gqeberha ও জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ ডিসেম্বর। এরপর ভারত একদিনের সিরিজে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। তিনটি ম্যাচের মধ্যে প্রথমটি ১৭ ডিসেম্বর আয়োজন করবে জোহানেসবার্গ। বিশেষ গোলাপি পোশাকে সেদিন মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা দল। এরপরের দুটি একদিনের ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে পোর্ট এলিজাবেথ /কেবের্হা এবং পার্ল। ম্যাচ দুটি হবে যথাক্রমে ১৯ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর।
সীমিত ওভারের দুই সিরিজ শেষে টেস্ট ক্রিকেটের বৃত্তে প্রবেশ করবে ভারতীয় দল। সেঞ্চুরিওনের সুপারস্পোর্ট পার্কে ‘বক্সিং ডে টেস্ট’ খেলবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা (SA vs IND)। ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর অবধি চলবে এই ম্যাচ। এরপর কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে ৩ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী অবধি চলবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। এর আগে ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত। অস্ট্রেলিয়ায় গিয়ে অজিদের দুর্গেরও পতন ঘটিয়েছে ‘মেন ইন ব্লু।’ কিন্তু দক্ষিণ আফ্রিকায় সিংহের ডেরায় গিয়ে সিরিজ জিতে ফিরতে পারে নি টিম ইন্ডিয়া। এবার সেই অধরা মাধুরীকেই পাখির চোখ করবে দল।
ODI দলে থাকতে পারে চমক-

বিশ্বকাপের পরে ভারতের একদিনের দলে বেশ কিছু পরিবর্তন চোখে পড়তে পারে। বয়স এবং ফিটনেসের কারণে সাদা বলের খেলা থেকে অবসর নিতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma)। ফলে কাগিসো রাবাডা, তেম্বা বাভুমাদের বিরুদ্ধে নেতার ভূমিকা পালন করবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। হাঁটুর লিগামেন্টের চোট সারিয়ে ততদিনে আশা করা হচ্ছে সুস্থ হয়ে উঠবেন ঋষভ পন্থ। তিনি পেতে পারেন সহ-অধিনায়কের দায়িত্ব। এছাড়াও বিশ্বকাপের আগেই আশা করা হচ্ছে চোট সারয়ে ভারতীয় জার্সিতে ফিরবেন কে এল রাহুল (KL Rahul) এবং জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে দুজনেই হতে পারেন ভারতের ‘ট্রাম্প কার্ড।’
রোহিত (Rohit Sharma) না থাকলেও দলে থাকতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপের পর তিনি ফের তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে পারেন। ফলে টি-২০ দলেও কোহলিকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। কে এল রাহুলের প্রত্যাবর্তনের ফলে বাদ যেতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। বোলিং বিভাগে বুমরাহ’র (Jasprit Bumrah) সাথে পেস ব্যাটারির দায়িত্ব সামলাবেন মহম্মদ শামি (Mohammad Shami) এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এবং স্পিনে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), কুলদীপ যাদবের (Kuldeep Yadav) পাশাপাশি দেখা যাবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ সদস্যের ODI দল-

শুভমান গিল, ঈশান কিষণ (উইকেটরক্ষক), বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ (সহ-অধিনায়ক/ উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।