২০২৩ সালে চেন্নাই সুপার কিংস (CSK) আইপিএল (IPL) জেতার পরেই অনেকে মনে করেছিলেন যে অবসর ঘোষণা করে দেবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু তারকা ক্রিকেটার সেই পথে হাঁটেন নি। সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ক্রিকেট কিংবদন্তি জানিয়েছিলেন চেষ্টা করবেন আরও একটা মরসুম খেলতে, নিজের ভক্তদের ভালোবাসা ফিরিয়ে দিতে। কথা রেখেছিলেন তিনি। হাঁটুর সফল অস্ত্রোপচারের পর দীর্ঘ রিহ্যাব সেরে ফের ফিরেছলেন মাঠে। ২০২৪-এর আইপিএলে চমৎকার কিছু ইনিংসও খেলতে দেখা গিয়েছিলো তাঁকে। এবার আর প্লে-অফ খেলা হয় নি তাঁর। নাটকীয় ভাবে লীগ পর্বের শেষ ম্যাচে ছিটকে যায় ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস। আরও একবার তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। ২০২৫-এ কি দেখা যাবে ধোনি’কে? উত্তরের খোঁজে সকলে।
চেন্নাই সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন যে তিনি ও তাঁর দল সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন ধোনি’কে (MS Dhoni) আরও এক মরসুম ধরে রাখার জন্য। কিন্তু আদৌ তারকা ক্রিকেটার তাতে সম্মতি দেবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত নন বিশেষজ্ঞরা। ২০২৪ মরসুমেই কখনও সাতে, কখনও আবার আট নম্বরে ব্যাট করতে নেমেছেন ধোনি (MS Dhoni)। জানা গিয়েছে হাঁটুর সমস্যার কারণে দীর্ঘ সময় ব্যাটিং করা কঠিন হচ্ছে তাঁর জন্য। তাই নীচের দিকে নামতে হচ্ছে ব্যাটিং অর্ডারে। ২০২৫ সালে রয়েছে মেগা অকশন, হয়ত মাত্র ৩ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রায় ৪৩ ছুঁইছুঁই ধোনি’কে ধরে রাখা আদৌ সেখানে যুক্তিযুক্ত কিনা তা নিয়ে দ্বিধায় অনেকেই। মনে করা হচ্ছে দলের স্বার্থে হয়ত নিজেই সরে যাবেন ‘মাহি।’ মেন্টর হিসেবে যোগ দিতে পারেন চেন্নাই শিবিরে।
Read More: T20 World Cup, IND vs AFG: বদলে যাচ্ছে বোলিং লাইন-আপ, আফগানিস্তানের বিপক্ষে ভারতের ‘এক্স-ফ্যাক্টর’ এই ক্রিকেটার !!
ধোনির বদলে দস্তানা হাতে ঋতুরাজ গায়কোয়াড়-
ক্রিকেটার ধোনি’কে (MS Dhoni) না পাওয়া নিঃসন্দেহে চেন্নাই সুপার কিংসের কাছে বড় ক্ষতি হতে চলেছে। কেবল ব্যাটিং নয়, বরং উইকেটের পিছন থেকেও ম্যাচ বদলে দেওয়ার দক্ষতা রয়েছে তাঁর। বিদ্যুৎ গতির স্টাম্পিং থেকে দুরন্ত ডাইভে ক্যাচ তালুবন্দী করে একাধিকবার জয় উপহার দিয়েছেন সিএসকে’কে। কি করে সেই শূন্যস্থান চেন্নাই ফ্র্যাঞ্চাইজি পূরণ করে, সকলের নজর থাকবে সেইদিকেই। ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানানোর আগে দলের পরবর্তী নেতাকে অবশ্য দায়িত্ব নিয়ে বড় মঞ্চের জন্য প্রস্তুত করার ভার নিজের কাঁধেই নিয়েছিলেন ধোনি (MS Dhoni)। ব্যাটন তুলে দিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) হাতে। ২০২৪ মরসুমে ভালোই অধিনায়কত্ব করেছেন ঋতু। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মনে করা হচ্ছে আগামী মরসুম থেকে উইকেটরক্ষক হিসেবেও ধোনির জুতোয় পা গলাবেন তিনিই।
ঘরোয়া বা আইপিএল (IPL) ম্যাচে কখনও এর আগে উইকেটকিপিং করেন নি ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। কিন্তু সম্প্রতি মহারাষ্ট্র প্রিমিয়ার লীগের ম্যাচে তাঁকে দেখা গেলো নতুন ভূমিকায়। পুণেরি বাপ্পা দলের হয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। অধিনায়কত্ব সামলানোর পাশাপাশি দাঁড়াচ্ছেন দস্তানা হাতেও। সম্প্রতি পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ছত্রপতি সাম্ভাজি কিংস (CSK) দলের বিরুদ্ধে ঋতুরাজের (Ruturaj Gaikwad) উইকেটকিপিং-এর ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সাবলীল ছন্দেই দস্তানা হাতে ডাইভ দিতে দেখা গিয়েছে তাঁকে। ধরেন একটি ক্যাচ’ও। লম্বা সময় ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনি। নিজের তূণে নতুন অস্ত্র হিসেবে উইকেটকিপিং যোগ করতে পারলে আসন্ন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফরে ভারতের নীল জার্সি গায়ে চাপানোর রাস্তাও সহজ হয়ে যেতে পারে তাঁর জন্য।
দেখে নিন ঋতুরাজের উইকেটকিপিং-
Ruturaj Gaikwad was playing in middle order in MPL now doing keeping in MPL
– Will he change his position opening to Middle Order WK batsman for getting a place in ICT? After seeing there is no spot left in opening
We will get to know soon#Ruturaj #MPLpic.twitter.com/2aV11Ef1K8— AHMED SAYS (@AhmedGT_) June 17, 2024
Also Read: T20 World Cup, IND vs AFG, Dream 11 Prediction: সুপার এইটের লড়াইতে মুখোমুখি ভারত-আফগানিস্তান, ফ্যান্টাসি ক্রিকেটের সুপারস্টারদের চিনে নিন এক ক্লিকে !!