২০২৮ সালে অলিম্পিক খেলবেন রোহিত-বিরাট দুজনেই, রাহুল দ্রাবিড় করলেন কনফার্ম !!

Olympics 2028: দীর্ঘ ১৩ বছর পর বিশ্বকাপের খেতাব জয় করলো টিম ইন্ডিয়া (Team India)। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের মেগা ফাইনালের মঞ্চে ৬ রানে পরাস্ত করে এই কীর্তিমান অর্জন করতে সক্ষম হলো। ভারতীয় দলের এই দুর্দান্ত সাফল্যের পর দলের অন্যতম বড় লক্ষ হতে চলেছে অলিম্পিক ২০২৮ (Olympics 2028)। আমেরিকা যুক্তরাষ্ট্রে আসন্ন সামার অলিম্পিকের আসর বসতে চলেছে। আর এই অলিম্পিক নিয়ে বেশ আশাবাদী ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

অলিম্পিক খেলবেন রোহিত-বিরাট দুজনেই

Rahul dravid, rohit sharma and Virat kohli, olympics 2028
Rahul Dravid, Rohit Sharma and Virat Kohli | Image: Twitter

বিশ্বকাপ ট্রফি জয়ের পর ভারতীয় দল যখন ভারতের মাটিতে পা দিলো তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে পুরো টিম ইন্ডিয়া। ভারতীয় দলের সঙ্গে যখন নরেন্দ্র মোদির সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, “মোদিজি, আমরা ক্রিকেটাররা, অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পাই না। কিন্তু, এখন ক্রিকেট অলিম্পিকের অংশ হতে চলেছে। এটা ক্রিকেটার, দেশ ও ক্রিকেট বোর্ডের জন্য বড় হতে চলেছে। আমাদের টুর্নামেন্টে (অলিম্পিক) ভালো করতে হবে। এবং অন্যান্য ক্রীড়াবিদদের সাথে থাকতে হবে। আমি মনে করি অলিম্পিকের অংশ হওয়া ক্রিকেটের জন্য একটি গর্বের মুহূর্ত।

Read More: ভাগ্য খুললো না রিংকু সিংয়ের, জিম্বাবুয়ের বিরুদ্ধে দলে এন্ট্রি নিচ্ছেন ওপর এক KKR তারকা !!

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিরাট ও রোহিত জুটি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোচ দ্রাবিড় এখনও মনে করছেন তাদের জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আসলে, অলিম্পিক (Olympics 2028) টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে আর এই ফরম্যাটকে আলবিদা জানিয়েছেন ভারতীয় দলের দুই কিংবদন্তি ব্যাটসম্যান। এই পরিস্থিতিতে দ্রাবিড় কিছুটা মজার ছলে নরেন্দ্র মোদিকে জানান, “আমি আত্মবিশ্বাসী যে বিসিসিআই এবং সেই সময়ে খেলোয়াড় এবং কোচ প্রস্তুত থাকবেন। আমি আত্মবিশ্বাসী যে এই দল থেকে অনেক খেলোয়াড় দলের অংশ হবে। এই দল থেকে রোহিত এবং বিরাট’দের মতন তরুণ খেলোয়াড়রা উপস্থিত থাকবেন। অলিম্পিকে সোনা জেতা খুবই গর্বের বিষয়।” তবে কোচের কথা শুনে হাত জুড়ে দেন কোহলি, স্পষ্টত তিনি বোঝাতে চাইলেন যে তাকে অলিম্পিকের মঞ্চে দেখতে পাওয়া যাবে না।

Read Also: “মাথায় নিশ্চয় গন্ডগোল রয়েছে…” সংবাদ মাধ্যমে বেফাঁস মন্তব্য করে ট্রোলের শিকার নাজমুল হাসান পাপন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *