আতসকাঁচের তলায় বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে রান পান নি তাঁরা। বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) ঘরের মাঠে বিশেষ সুবিধা করে উঠতে পারেন নি টেস্ট সিরিজে। অস্ট্রেলিয়া সফরেও দু’জনকেই পড়তে হয়েছে মুখ থুবড়ে। কোহলিকে (Virat Kohli) ভুগিয়েছে অফ স্টাম্পের বাইরের লাইন। বারবার খোঁচা দিয়ে স্লিপ বা উইকেটরক্ষকের হাতে ধরা পড়েছেন তিনি। রোহিতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর মন্থর ফুটওয়ার্ক। সময়ে বলের লাইনে পৌঁছতেই পারছেন না তিনি। তাই কখনও ভুল শট খেলে বসছেন আবার কখনও শট চয়ন সঠিক হলেও, সঠিক সময়ে ব্যাট ও বলের সংযোগ ঘটাতে পারছেন না তিনি। হারিয়ে আসছেন উইকেট। দুই সিনিয়র তারকার ব্যাটে রান খরা চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের।
Read More: নেতৃত্বে জসপ্রীত বুমরাহ, ঠাঁই হলো না রোহিত-বিরাটের, সিডনি টেস্টের চার দিন আগেই প্রকাশ্যে একাদশ !!
ইংল্যান্ড সিরিজে নেই রোহিত-বিরাট-
অস্ট্রেলিয়া সিরিজের (IND vs AUS) হতাশাজনক পারফর্ম্যান্সের পর রোহিত-কোহলিকে (Virat Kohli) লাল বলের ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর নিদান দিচ্ছেন ক্রিকেটমহলের একটা বড় অংশ। যদিও এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো আভাস এখনও মেলে নি দুই মহাতারকার কাছ থেকে। গত জুনে টি-২০ বিশ্বকাপের পর ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন তাঁরা। বাকি দুই ফর্ম্যাটে আরও কিছু বছর খেলাই লক্ষ্য তাঁদের। আপাতত দু’জনের ফোকাসেই চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। ২০১৩ সালে ইংল্যান্ডের মাঠে তাঁরা জিতেছিলেন এই টুর্নামেন্ট। ২০১৭-র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হেরে হাতছাড়া হয় দ্বিতীয় বার খেতাব। ২০২৫-এ সেই অধরা স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যের মাঠে নামতে মরিয়া দু’জনেই।
কোহলির (Virat Kohli) বয়স বর্তমানে ৩৬ বছর। রোহিত (Rohit Sharma) পেরিয়েছেন ৩৮। দুই মহাতারকাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) সম্পূর্ণ ফিট অবস্থায় পেতে চায় ভারতীয় দল। সেই কারণেই অস্ট্রেলিয়া সিরিজের পর লম্বা বিরতিতে পাঠানো হবে তাঁদের। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে সম্ভবত দেখা যাবে না রোহিত শর্মা, বিরাট কোহলি’দের (Virat Kohli)। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আয়োজনের দায়িত্বে পাকিস্তান। টিম ইন্ডিয়াকে অবশ্য পড়শি দেশে পা দিতে হচ্ছে না। বিসিসিআই-এর আবেদনের ভিত্তিতে ভারতের ম্যাচ গুলি দুবাইতে স্থানান্তরিত করেছে আইসিসি। সেখানে ২০ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) গ্রুপ-এ’র ম্যাচে মাঠে ফিরবেন কোহলি-রোহিত।
IND vs ENG সিরিজের সূচি-
ম্যাচ নং | তারিখ | ভেন্যু | সময় (IST) |
প্রথম ম্যাচ | ০৬/০২/২০২৫ | বিদর্ভ | দুপুর ১টা ৩০ |
দ্বিতীয় ম্যাচ | ০৯/০২/২০২৫ | কটক | দুপুর ১টা ৩০ |
তৃতীয় ম্যাচ | ১২/০২/২০২৫ | আহমেদাবাদ | দুপুর ১টা ৩০ |
বিশ্রাম পাচ্ছেন জসপ্রীত বুমরাহ’ও-
অস্ট্রেলিয়া সিরিজে ভারতের হয়ে ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ব্যাটিং বিভাগ হতাশ করেছে। ছন্দে নেই সিরাজ, আকাশ দীপদের মত পেসাররাও। কিন্তু কোনো প্রতিকূলতাকেই আমল দিতে যেন রাজী নয় বুমরাহ। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এখনও অবধি ৪টি টেস্টে তিনি নিয়েছেন ৩০ উইকেট। বোলিং গড় ১২.৮৩। তিন বার ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। বুমরাহ’র (Jasprit Bumrah) এই পরিসংখ্যানকে অবিশ্বাস্য বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) তাঁকে তরতাজা রাখাই এখন চ্যালেঞ্জ বিসিসিআই-এর সামনে। সেই উদ্দেশ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও ওডিআই-দুই সিরিজেই বিশ্রাম দেওয়া হবে তাঁকে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেই বোলিং রান-আপে ফিরবেন তিনি।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় (IST) |
ভারত বনাম বাংলাদেশ | ২০/০২/২০২৫ | দুবাই | দুপুর ২টো |
ভারত বনাম পাকিস্তান | ২৩/০২/২০২৫ | দুবাই | দুপুর ২টো |
ভারত বনাম নিউজিল্যান্ড | ০২/০৩/২০২৫ | দুবাই | দুপুর ২টো |