IPL 2024: MI থেকে বিতাড়িত হওয়ার পর রোহিত শর্মাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরাট কোহলি, খেলবেন RCB'র জার্সিতে !! 1

IPL 2024: এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো হার্দিক পান্ডিয়ার মুম্বই দলে কামব্যাক। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, এবারে মুম্বইয়ের জার্সিতে আবার দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। আইপিএল ২০২৩’এর সমাপ্তির পর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিকের কথা হয়েছে এবং হার্দিক ও মুম্বই ফ্রাঞ্চাইজি বিশ্বকাপ ২০২৩’এর দুইমাস আগেই এক সিদ্ধান্ত মেনে নিয়েছে। তবে হার্দিকের আগমনিতে ভেস্তে যেতে পারে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই দলের সঙ্গে ১৩ বছরের সম্পর্ক। মূলত, কিছুদিন আগে এটাও শোনা গিয়েছিল যে, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও জোফরা আর্চারকে (Jofra Archer) ট্রেড করে হার্দিককে দলে নিতে চাইছে মুম্বই পল্টন।

Read More: IPL 2024: ভারতীয় দলের কোচ হিসেবে নয় বরং আইপিএলে এই দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড় !!

রোহিতকে ছাড়তে চলেছে MI পল্টন

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

এসময় রোহিতের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। দুজনের মধ্যে বর্তমানে সম্পর্ক বেশ ভালো, পাশাপশি ১১ বছর ধরে একসাথে দুজন ক্রিকেট খেলছেন। ২০১১ আইপিএলে রোহিতকে দলে চেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, তবে তারা শেষমেশ দলে সৌরভ তিওয়ারিকে সামিল করেন। ভক্তদের রোহিত ও বিরাটকে আইপিএলে (IPL 2024) একসাথে খেলতে দেখা যায়নি। তবে এবার গুজব ছড়িয়েছে যে রোহিত শর্মা (Rohit Sharma) যদি নিলাম পুলে পাওয়া যায় তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) তাকে দলে নিয়ে নেবে। রোহিত শর্মা এবং কোহলির গতিশীল জুটি আইপিএলে একসাথে খেলার সাক্ষী হওয়ার সম্ভাবনা প্রাক-নিলামের জল্পনাকে উত্তেজনার একটি অতিরিক্ত স্তর যোগ করে।

বিরাট ও রোহিত একসাথে খেলবে আইপিএল

Rohit Sharma and Virat Kohli, ipl 2024
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) সাথে রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনা চলছে, যে দলকে তিনি পাঁচবার জয় এনে দিয়েছেন। প্রতিবেদনগুলি রোহিত শর্মাকে মুক্তি দেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। প্রতিবেদন গুলিতে, বয়সকে একটি নির্ধারক কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের স্কোয়াড পুনর্গঠনের চিন্তাভাবনা করে ভবিষ্যতের জন্য কৌশল নিচ্ছে। যে কারণে স্কোয়াডে সামিল করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। রোহিত শর্মার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রাক-নিলামের আগে একটি থ্রিল তৈরি করেছে। একই আইপিএল দলে বিরাট কোহলির সাথে সম্ভাব্য পুনর্মিলন ভক্তদের জন্য একটি উত্তেজনাপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে।

Read More: IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের জন্য সুখবর, ২ বছর পর আবার MI শিবিরে ফিরছেন হার্দিক পান্ডিয়া, হতে চলেছেন নয়া ক্যাপ্টেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *