রোহিত শর্মার প্রেমে পাগল এই দলের মালকিন, সমাজ মাধ্যমে দিলেন ভালোবাসার বার্তা !! 1

বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় মুখ হলেন রোহিত শর্মা (Rohit Sharma), ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করতে প্রস্তুত। যদিও চলতি আইপিএল নিয়ে বেশ চর্চায় রয়েছেন তিনি, দীর্ঘ ১৪ বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে আসছেন রোহিত এবং ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলের ক্যাপ্টেন হিসাবে নিয়োজিত হয়েছিলেন রোহিত। আর তার ক্যাপ্টেনসিতেই ৮ বছরে ৫ বার শিরোপা জেতে মুম্বই ইন্ডিয়ান্স। তবুও চলতি সিজিনে রোহিতকে ক্যাপ্টেনের পদ থেকে হটিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ক্যাপ্টেন বানানো হয়েছে।

মুম্বইয়ের আগে ডেকান চার্জার্সের হয়ে ক্যারিয়ার শুরু করেন রোহিত

Rohit Sharma
Rohit Sharma | Image: Getty Images

যদিও, আইপিএলে রোহিত শর্মার (Rohit Sharma) যাত্রা মুম্বই দলের হয়ে শুরু হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার আগে রোহিত ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন ৩ সিজিন। ২০০৯ সালে, তিনি দলের সহ-অধিনায়কও ছিলেন এবং অ্যাডাম গিলক্রিস্টের অধিনায়কত্বে ২০০৯ বর্ষে প্রথম ট্রফির স্বাদ পায় দলটি। কয়েকদিন আগেই, গিলক্রিস্ট এবং রোহিতকে একটি পডকাস্টে কথোপকথন করতে দেখা গিয়েছিল। রোহিত এই পডকাস্টে যে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্সের মতো একটি থিম গান তৈরি করতে সক্ষম হয়নি বলে মন্তব্য করেন ঠিক তখনই ডেকেন চার্জার্সের মালকিন গায়ত্রী রেড্ডি ভাটিয়া ইনস্টাস্টরিতে রোহিতের এই মন্তব্য পোস্ট করে ছিলেন।

গায়ত্রী রেড্ডি সঙ্গে চলে রোহিতের প্রেমের জল্পনা

২১ শে সেপ্টেম্বর ১৯৮৬ সালে জন্মগ্রহণকারী গায়ত্রী ডেকান ক্রনিকলের মালিক টি ভেঙ্কটরাম রেড্ডির মেয়ে। আইপিএল ২০০৮-এ, গায়ত্রী তার বাবাকে ডেকান চার্জার্স দল তৈরি করতে সাহায্য করেছিলেন। তখন থেকেই তার সৌন্দর্য নিয়ে আলোচনা শুরু হয়, ঠিক তখনই যুব রোহিতের (Rohit Sharma) সঙ্গে বেশ ঘনিষ্ট হতে দেখা গিয়েছিল তাকে। তবে তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসেনি। দ্বিতীয় সিজিনের চ্যাম্পিয়ন ডেকেন চারজার্স ২০১২ সালে আইপিএল গভর্নিং কাউন্সিল নিয়ম লঙ্ঘনের জন্য ফ্র্যাঞ্চাইজিটিকে স্থগিত করেছিল। পরে, সান টিভির অধীনে হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ দল নিয়ে তাদের অভিযান শুরু করেছে।

আরও পড়ুন | Rohit Sharma: আমার সাথে ওর কথা হয়…”, রোহিত শর্মাকে দলে নেওয়া নিয়ে বড় খোলাশা প্রীতি জিন্টার, করলেন বেফাঁস মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *