"আমার সাথে ওর কথা হয়...", রোহিত শর্মাকে দলে নেওয়া নিয়ে বড় খোলাশা প্রীতি জিন্টার, করলেন বেফাঁস মন্তব্য !! 1

প্রথমার্ধের আইপিএল (IPL 2024) প্রায় শেষের পথে, চলতি সিজিনে অসাধারণ প্রদর্শন দেখিয়ে টেবিল তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস, ৭ ম্যাচের মধ্যেই ৬টি ম্যাচ জিতে নিয়েছে দলটি। দলটি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের আগামী ম্যাচটি খেলতে চলেছে। চলতি মরশুমে দুই দল এর আগে একবার মুখোমুখি হয়েছে, যদিও সেই ম্যাচে মুম্বইয়ের ঘরের মাঠে রাজস্থান রয়্যালস অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল। এবার পালা দুই দলের লেগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার। আপাতত দুই দল অসাধারণ ছন্দে রয়েছে, কলকাতাকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান বজায় রেখেছে তো মুম্বই ইন্ডিয়ান্স রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাব কিংসকে পরাস্ত করেছে।

আরও পড়ুন | IPL 2024: মুহূর্তে হারের হতাশা ভুললেন শুভমান, গ্যালারির সুন্দরী মন কাড়লো গুজরাত অধিনায়কের, দেখুন ভিডিও !!

রোহিতকে দলে নিতে চেয়েছিলেন প্রীতি

Rohit Sharma and Preity Zinta, IPL 2024
Rohit Sharma and Preity Zinta | Image: Getty Images

আর এই নাটকীয় ম্যাচের পর প্রাক্তন MI ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে বড় বয়ান দিলেন প্রীতি জিন্টা। মূলত বেশ কিছুদিন আগে, সমাজ মাধ্যমে প্রীতি জিন্টার একটি বয়ান ঘুরে ফিরে বেড়াচ্ছিল। প্রসঙ্গত, পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেন্সি নিয়ে প্রতিবছর প্রশ্ন ওঠে এবং চলতি এবারের আইপিএলেও তাদের পারফরমেন্স একই জিনিসের প্রমান দেয়।

দুই ম্যাচ সিজিনে জিতলেও তা সম্পূর্ণ দলের দুই তরুণ ব্যাটসম্যান আশুতোষ শর্মা (Ashutosh Sharma) ও শশাঙ্ক সিংয়ের (Shashank Singh) জন্যই সম্ভব হয়েছে। পাঞ্জাবের এই পারফরমেন্সে উদাশ হয়ে প্রীতি জানিয়েছিলেন রোহিত শর্মাকে পাঞ্জাব দলে নিতে চান এবং রোহিতের মতন একজন দায়িত্ববান প্লেয়ার যিনি সবসময় জয়ের জন্য মুখিয়ে থাকেন এমন প্লেয়ার থাকলে দলের ট্রফি জয় নিশ্চিত।

প্রকাশিত হওয়া খবরকে ‘ভুয়ো’ বলে ব্যাখ্যা করলেন প্রীতি

Preity Zinta, IPL 2024
Preity Zinta | Image: Getty Images

তবে প্রীতির এই বয়ান সম্পূর্ণ ভুয়ো, সমাজ মাধ্যমে রোহিতকে নিয়ে তার এই বয়ান সম্পর্কে মন্তব্য করে পাঞ্জাব কিংসের মালকিন লিখেছেন, ” #ফেকনিউজ! এই সমস্ত নিবন্ধ সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। আমি রোহিত শর্মাকে অত্যন্ত সম্মান করি এবং তার একজন বড় ভক্ত, কিন্তু আমি কখনোই কোনো সাক্ষাৎকারে তাকে নিয়ে এমন ধরনের বয়ান দেয়নি।

পাশাপশি, শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) উচ্চ প্রশংসা করে প্রীতি লেখেন, “শিখর ধাওয়ানের প্রতিও আমার অনেক শ্রদ্ধা রয়েছে এবং তিনি বর্তমানে চোট পাওয়ার জন্য এই নিবন্ধগুলি খুব বাজে এক মাত্রা নিয়েছে। এই ধরণের নিবন্ধগুলি কোনও যাচাই ছাড়াই প্রকাশ করা হয়। আমি সমস্ত মিডিয়াকে বিনীতভাবে অনুরোধ করছি এই ধরণের পোস্ট প্রচার করা থেকে বিরত থাকুন।”

আরও পড়ুন | IPL 2024: জয়ের ধারা বজায় রাখতে দুর্দান্ত পরিবর্তন SRH দলে, বাদ যাচ্ছেন ক্লাসেন-হেড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *