rohit-set-to-play-ranji-under-rahane

অস্ট্রেলিয়া সফরে মুখ থুবড়ে পড়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। দ্বিতীয় সন্তান অহানের জন্মের কারণে তিনি পার্‌থ-এ প্রথম টেস্টটিতে খেলেন নি। মাঠে ফিরেছিলেন অ্যাডিলেডে। এরপর ব্রিসবেন ও মেলবোর্নেও টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কত্ব সামলান তিনি। ব্যাট হাতে পাঁচ ইনিংসের মধ্যে একটিতেও ২০’র গণ্ডী পেরোতে পারেন নি। ৬.২০ গড়ে করেন মাত্র ৩১। বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) ইতিহাসে ভারতের কোনো বিশেষজ্ঞ ব্যাটারের পরিসংখ্যান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এহেন হতশ্রী নয়। প্রবল চাপের মুখে পড়ে সিডনিতে শেষ টেস্ট থেকেই নিজের ইচ্ছাতেই সরে দাঁড়ান রোহিত (Rohit Sharma) । নেতৃত্ব ছেড়ে দেন জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। তাতেও অবশ্য সমালোচনা এড়াতে পারেন নি তিনি। দেশে ফিরে ব্যর্থতার জবাবদিহি দিতে হয়েছে বিসিসিআই-কে।

Read More: টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্থ? রোহিতের উত্তরসূরির খোঁজ শুরু বিসিসিআই-এর !!

রঞ্জি খেলতেই হবে রোহিত শর্মা’কে-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০২৪ সালে ১৪টি টেস্ট ম্যাচে ২৪.৭৬ গড়ে মাত্র ৬১৯ রান করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়কের এহেন হতশ্রী পরিসংখ্যান বরদাস্ত করতে রাজী নয় দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। গত বছর থেকেই বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটকে। জাতীয় দলের তারকাদেরও সময় পেলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, জানিয়ে দিয়েছে বোর্ড। ঋষভ পন্থ, শুভমান গিল, কুলদীপ যাদব, কে এল রাহুলরা (KL Rahul) সেইমত দলীপ ট্রফি (Duleep Trophy) খেলেছেন। শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) অংশ নিয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফি বা বিজয় হাজারে ট্রফিতে। বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ বা রোহিত শর্মাদের (Rohit Sharma) মত মহাতারকাদের জন্য নিয়ম কিছুটা শিথিল রেখেছিলো বিসিসিআই। কিন্তু সাম্প্রতিক ব্যর্থতার পর তাঁদের জন্যও বাধ্যতামূলক করা হচ্ছে ঘরোয়া ক্রিকেট।

২০১৫ সালে শেষবার রঞ্জি ট্রফি খেলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাট হাতে ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্যে প্রায় এক দশক পর ফের তাঁকে দেখা যেতে পারে মুম্বইয়ের সাদা জার্সিতে। আগামী ২৩ জানুয়ারি থেকে রয়েছে রঞ্জি ট্রফির (Ranji Trophy) পরবর্তী পর্ব। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে জম্মু ও কাশ্মীরের মুখোমুখি হওয়ার কথা ৪২ বারের চ্যাম্পিয়নদের। সেখানে রোহিতের (Rohit Sharma) খেলার সম্ভাবনা স্বীকার করে নিয়েছেন মুম্বই ক্রিকেট সংস্থার কর্তারা। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “আজ রঞ্জি ট্রফির দলের সাথেই অনুশীলনে যোগ দেবেন রোহিত শর্মা। সম্পূর্ণ স্কোয়াড’ই থাকবে সেখানে। (অজিঙ্কা) রাহানে, শ্রেয়স (আইয়ার), শার্দুল (ঠাকুর)’ও থাকবেন।”  

রাহানের নেতৃত্বে খেলবেন রোহিত-

Ajinkya Rahane | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

লাল বলের ফর্ম্যাটে মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinka Rahane)। তাঁর নেতৃত্বেই গত মরসুমে রঞ্জি ট্রফি জিতেছে তারা। দীর্ঘ ২৭ বছর পর ঝুলিতে এসেছে ইরানী কাপ’ও। ঘরোয়া ক্রিকেটে একটানা ভালো পারফর্ম্যান্স সত্ত্বেও ২০২৩-এর অগস্টের পর থেকে টিম ইন্ডিয়া ব্রাত্যই করে রেখেছে রাহানে’কে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর আসে নি ডাক। ঘরে-বাইরে লাগাতার ব্যর্থতার পরেও মিডল অর্ডারে তাঁকে ফেরানোর কথা ভাবে নি টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে তাঁকে চান নি খোদ ‘অধিনায়ক’ রোহিত’ও (Rohit Sharma)। প্রশ্ন উঠলে চেষ্টা করেছেন এড়িয়ে যেতে। কিন্তু সময়ের ফেরে যখন তাঁর নিজের কেরিয়ারই দাঁড়িয়ে খাদের কিনারে, তখন রাহানের অধিনায়কত্বে মাঠে নেমেই ছন্দ খোঁজার চেষ্টায় হিটম্যান। গোটা বিষয়টিকে ‘পোয়েটিক জাস্টিস’ বলে মনে করছেন ক্রিকেটজনতার একটা বড় অংশ।

Also Read: ফর্মে ফিরতে বড় সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রঞ্জি ট্রফিতে মাতাবেন মঞ্চ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *