Rohit Sharma: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারার পর বেশ চাপে ভারতীয় ক্রিকেট দল (Team India)। লাল বলের ক্রিকেট থেকে এখন তাদের ফোকাস সরেছে সাদা বলের খেলায়। সামনে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ। তারপর ফেব্রুয়ারিতে অপেক্ষা করে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। অফ ফর্মকে পিছনে ফেলে আইসিসি প্রতিযোগিতায় ভালো করাই এখন লক্ষ্য দলের। নয়া কোচ গম্ভীর (Gautam Gambhir) এখনও পর্যন্ত টি-২০ ছাড়া বাকি দুই ফর্ম্যাটেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন। কোচের জন্যও আসন্ন ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি বড় পরীক্ষা। আতসকাঁচের তলায় রয়েছেন রোহিত শর্মা’ও (Rohit Sharma)। সমালোচনার মুখে পড়া অধিনায়ক দলের স্বার্থে সরে দাঁড়াবেন কিনা তা নিয়ে চলছে চর্চা।
Read More: বিসিসিআই-এর অন্দরে অচলাবস্থা, পিছিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা !!
রোহিতের খেলা নিয়ে সংশয়-
রোহিত শর্মা’র (Rohit Sharma) ফর্ম’ই সবচেয়ে বড় চিন্তার বিষয় টিম ইন্ডিয়ার (Team India) জন্য। ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রানের মুখ দেখেন নি তিনি। অস্ট্রেলিয়ার মাটিতেও পড়েছেন মুখ থুবড়ে। তিনটি টেস্ট ম্যাচের পাঁচ ইনিংসে ব্যাগি গ্রিন বাহিনীর বিরুদ্ধে তিনি করেছেন মাত্র ৩১ রান। ব্যাটিং গড় কেবল ৬.২০। বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) ইতিহাসে কোনো ভারতীয় স্পেশ্যালিস্ট ব্যাটারের এহেন হতশ্রী পরিসংখ্যান কখনও ছিলো না। ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) দ্বৈরথে যে কোনো অধিনায়কের ক্ষেত্রে সর্বনিম্ন ব্যাটিং গড়ের রেকর্ড’ও জুটেছে রোহিতের (Rohit Sharma) ভাগ্যেই। বাধ্য হয়ে শেষ টেস্টটি থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। তাতেও অবশ্য দলীয় ব্যর্থতা এড়ানো যায় নি।
রোহিতের (Rohit Sharma) অফ ফর্মের সরাসরি প্রতিফলন যেন পড়েছে তাঁর মগজাস্ত্রেও। নেতা হিসেবেও তাঁর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। মেলবোর্নে আচমকা ওপেন করতে নেমে পড়া, শুভমানকে বাদ দেওয়ার আদৌ কোনো প্রয়োজন ছিলো কিনা তা নিয়ে সন্দিহান ক্রিকেটজনতা। বক্সিং ডে টেস্টে জোড়া স্পিনার খেলিয়েও বিতর্ক বাড়িয়েছেন অধিনায়ক। এভাবে চলতে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) ভারতীয় দলের বিশেষ আশা দেখতে পারছেন না কেউই। তাই দলের কথা ভেবে মেগা টুর্নামেন্ট থেকেও বাইরেও থাকুন রোহিত, উঠছে দাবী। ঘরোয়া ক্রিকেটে ভালো ছন্দে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। বিকল্প ওপেনার হিসেবে তাঁকে ফেরানোর প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। শুভমান গিলের সঙ্গী হওয়ার দৌড়ে রয়েছেন তরুণ যশস্বী জয়সওয়াল’ও (Yashasvi Jaiswal)।
নেতৃত্বে থাকছেন বুমরাহ-
আগামী ম্যাচগুলিতে যদি রোহিত (Rohit Sharma) মাঠে না নামেন তাহলে নেতৃত্বে কে থাকতে পারেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। শ্রীলঙ্কা সফরে শুভমান গিল’কে (Shubman Gill) করা হয়েছিলো টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মত বড় আসরে তাঁর মত তরুণ তুর্কির হাতে দলের ব্যাটন হয়ত তুলে দিচ্ছেন না বিসিসিআই কর্মকর্তারা। পূর্বে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বা কে এল রাহুল’ও (KL Rahul) আপাতত নেই নেতা হওয়ার দৌড়ে। সূত্রের খবর রোহিতের অনুপস্থিতিতে দলের দায়িত্ব দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহ’র কাঁধে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট ম্যাচ খেলেন নি রোহিত (Rohit Sharma)। সেখানেও তাঁর শূন্যস্থান পূরণ করেছিলেন বুমরাহ’ই। এবার সাদা বলের ক্রিকেটেও তারকা পেসারের উপরেই আস্থা রাখছে বোর্ড।