বিগত ৭-৮ মাস ধরেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ও আম্বানি পরিবারের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। হিটম্যান রোহিত শর্মা বেশ লম্বা সময় ধরে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্ব পালন করে এসেছিলেন। তবে ২০২৪ সালের আইপিএলের আগেই রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে হটিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলের নতুন অধিনায়ক করা হয়েছিল। প্রথমবারের জন্য ভারতীয় দলের কোন অধিনায়ক আইপিএলের মঞ্চে ফ্রাঞ্চাইজি দলের অধিনায়ক হিসেবে দেখা যায়নি। রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স কে ৫ বার খেতাব জিতিয়েছিলেন। অধিনায়ক হিসেবে ২০১৩ সাল থেকে ২০২০ সালের ভেতরেই মোট পাঁচটি খেতেব জয় করেছিলেন তিনি।
রোহিতকে যোগ্য সম্মান দেয়নি মুম্বই ফ্রাঞ্চাইজি
এমন কি তার সময়কালে একটি চ্যাম্পিয়ন লিগ ট্রফি ও জিতেছিল এমআই পল্টন। বলাই বাহুল্য, টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা অধিনায়ক হলেন তিনি। তবুও রোহিতের উপরে আস্থা রাখতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক এবং টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, মুম্বাই দলের অধিনায়কত্ব হাতছাড়া হলেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং তার নেতৃত্বে দীর্ঘ ১৩ বছর পর ভারতীয় দলের কাছে বিশ্বকাপ শিরোপা উঠলো। ২০২৩ সালের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল অসাধারণ, তবুও মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দলকে তাদের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন হাতছাড়া করতে হয়েছিল।
Read More: Rohit Sharma: মহানুভবতার নজির রোহিতের, সাপোর্ট স্টাফদের জন্য বিশ্বজয়ের ‘বোনাস’ ত্যাগে প্রস্তুত ভারত অধিনায়ক !!
কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ও একটি ম্যাচেও পরাজিত না হয়েই ভারতীয় দল বিশ্বকাপ খেতাব জয় করল। প্রথম কোন অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপের মঞ্চে একটি ম্যাচে না হেরেও বিশ্বকাপ জয় করলেন ক্যাপ্টেন রোহিত। বিশ্বকাপ জয়ের পর আম্বানির বাড়িতে স্বপরিবারে হাজির হয়েছিলেন হিটম্যান। তবে, চলতি সময়ে মুকেশ ও নিতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের হলদি অনুষ্ঠান চলছিল। তবে এই অনুষ্ঠানে একাধিক বলিউড, টলিউড ও ক্রীড়াজগতের লোকেরা উপস্থিত থাকলেও দেখা গেল না হিটম্যানকে।
উইম্বলডন দেখতে হাজির হন রোহিত
টিম ইন্ডিয়ার বিশ্ব কাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে গত ১২ই জুলাই উইম্বলডনে দেখা গিয়েছিল। একদিকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের ছবি সমাজ মাধ্যমে ঘুরঘুর করলেও ক্যাপ্টেন রোহিত উইম্বলডনে টেনিসের পুরুষদের একক সেমিফাইনালে কার্লোস আলকারাজ এবং ড্যানিল মেদভেদেভের লড়াই দেখতে উপস্থিত হন। উইম্বলডনের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে রোহিত শর্মার ছবি শেয়ার করা হয়েছে, যাতে লেখা, ‘ওয়েলকাম টু উইম্বলডনে রোহিত শর্মা।‘ রোহিতের ছবি সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যম জুড়ে আম্বানির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় শুরু হলো চর্চা।
Welcome to #Wimbledon, Rohit Sharma 👋🏏 pic.twitter.com/9JtzTMvXzp
— Wimbledon (@Wimbledon) July 12, 2024