gambhir-jay-shah-back-rohit-as-captain

গত বছর দুইবার আইসিসি খেতাব জয়ের দোরগোড়া থেকে খালি হাতে ফিরেছিলো রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ-দুই টুর্নামেন্টেই ফাইনালে ভারতকে পরাজিত করেছিলো অস্ট্রেলিয়া। এগারো বছর বড় মঞ্চে ক্রমাগত ব্যর্থতার ছবিটা পরিবর্তন করার সুযোগ ‘মেন ইন ব্লু’ পেতে চলেছে আগামী জুন মাসে। শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। গ্রুপ-এ’তে আয়ারল্যান্ড, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মুখোমুখি হতে হবে ভারতকে। ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মা’কে। সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আইপিএল-কে কেন্দ্র করে দুই মহাতারকার সম্পর্কের জটিলতা টি-২০’র মেগা টুর্নামেন্টের আগে কেড়েছে সংবাদমাধ্যমের হেডলাইন।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পরিবর্তন নিয়ে জলঘোলা শুরু হয়েছিলো গত বছরের ডিসেম্বরে। এখন আইপিএল প্রায় শেষের পথে হলেও রোহিত শর্মা (Rohit Sharma) ও হার্দিক পান্ডিয়ার সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনা অব্যাহত। চলতি মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের পারফর্ম্যান্সের গ্রাফ নিম্নগামী। ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছে তারা। পদস্থলনের পিছনে রোহিত ও হার্দিকের সম্পর্কের শৈত্য অনেকাংশে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের দুজন’কে সামনে রেখে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI) শিবির, সংবাদমাধ্যম সূত্রে সামনে এসেছে এহেন খবর’ও। আইপিএলের প্রভাব কি পড়বে জাতীয় দলের ড্রেসিং রুমেও? ইতিমধ্যেই আশঙ্কিত অনেকে।

Read More: IPL থেকে ব্যান হলেন ঋষভ পন্থ, RCB’র বিরুদ্ধে মাঠে নামার আগেই অন্ধকারে ডুবলো দিল্লী ক্যাপিটালস !!

রোহিত ও হার্দিকের মধ্যে সমস্যা নেই, বলছেন ক্লার্ক-

Rohit Sharma and Hardik Pandya | Image: Getty Images
Rohit Sharma and Hardik Pandya | Image: Getty Images

ভারতীয় সমর্থকদের চিন্তা করতে বারণ করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক (Michael Clarke)। সংবাদমাধ্যম দুজনের মধ্যে বিভেদকে যতটা ফুলিয়েফাঁপিয়ে প্রচার করছে, বাস্তব চিত্রটা ততটা গুরুতর নয় বলেই মত ক্লার্কের। অ্যারাউন্ড দ্য উইকেট পডকাস্টে তিনি জানান, “রোহিত শর্মাকে যতদূর চিনি, ও নিজেই হার্দিককে জড়িয়ে ধরবে। এটা ওর চরিত্রকে প্রকাশ করে। ও ভারতের অধিনায়ক, বিশ্বাস করুন…ও বিশ্বকাপ জিততে চায়।” হার্দিকের টি-২০ বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার পিছনেও রোহিতের (Rohit Sharma) হাত দেখছেন তিনি। ভারতীয় দলগঠনে অধিনায়ক যে প্রভূত ক্ষমতার অধিকারী তাও ঐ পডকাস্ট অনুষ্ঠানে স্পষ্ট করে দিয়েছেন ক্লার্ক।

২০১৫ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক জানান, “যে ১৫ জনকে ভারত বেছে নিয়েছে, তাদের নির্বাচনের ক্ষেত্রে অনেকখানি ভূমিকা ছিলো রোহিতের। অস্ট্রেলিয়ার মত দলের স্কোয়াডের সাথে এটার (ভারতীয় স্কোয়াড) তফাৎ অনেকখানি। ওরা স্পিনে জোর দিয়েছে। যদি রোহিত শর্মা না চাইত, তাহলে হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের অংশই হত না। ভারতীয় অধিনায়ক ঠিক এতটাই ক্ষমতার অধিকারী।” চলতি আইপিএলে (IPL) এখনও অবধি ১৯.৮ গড়ে ১৯৮ রান করেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি ১১ ইকোনমি ও ৩৪ গড়ে নিয়েছেন ৮টি উইকেট। স্কোয়াডে থাকলেও আদৌ প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন কিনা তা পরিষ্কার নয় এখনও। শিবম দুবের বিকল্প মজুত রয়েছে অধিনায়ক রোহিতের (Rohit Sharma) হাতে।

ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

ট্র্যাভেলিং রিজার্ভ- রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান, শুভমান গিল।

Also Read: আরসিবিকে প্লে-অফে পৌঁছাতে মোক্ষম চাল চাললো BCCI, দিল্লির বিরুদ্ধে ফাঁদলো এই ষড়যন্ত্র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *