গতকাল মুম্বইতে দেখা গিয়েছে জনসমুদ্র, কাতারে কাতারে লোক ভারতীয় প্লেয়ারদের সমর্থন করতে হাজির হয় মুম্বইয়ের মেরিন ড্রাইভে। খোলা ছাদওয়ালা টিম বাসে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সমর্থনে মেরিন ড্রাইভ জুরে ভক্তদের দেখে আপ্লুত হন রোহিত-বিরাট’রা। ১৫ বছর ধরে দুজনের লম্বা ক্যারিয়ারে রোহিত (Rohit Sharma) এবং বিরাট (Virat Kohli) কখনও একসঙ্গে বিশ্বকাপের স্বাদ গ্রহণ করতে পারেনি। সচিন-দ্রাবিড়’দের পর ভারতীয় দলের দুই প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে আত্মপ্রকাশ ঘটে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli)।
রোহিত তার প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করেন ২০০৭ সালে, যদিও সেই সময় টিম ইন্ডিয়ার সিনিয়র দলের ধারেকাছে ছিলেন না বিরাট। অন্যদিকে, বিরাট তার প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করেন ২০১১ সালে, তখন সেই দলে ছিলেন না রোহিত। তবে দুই কিংবদন্তি ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া একসাথে আইসিসির বাঁকি শিরোপা জয় করতে পারেননি। তারপর থেকে দু’জনে একসঙ্গে একাধিক বিশ্বকাপ খেলেছেন।
Read More: “অবসর ভেঙে ফিরে এসো…” শাহীদ আফ্রিদির কাছে আবদার ভক্তদের, মধ্য চল্লিশেও ফিটনেসে নজর কাড়লেন পাক প্রাক্তনী !!
বিশ্বকাপ নিয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন রোহিত-কোহলি
২০২৩ সালের বিশ্বকাপে ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় দল ফাইনালে অবতীর্ণ হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ট্রফি জয়ের স্বপ্ন ভেঙ্গে যায়। তবে, ২০২৪ সালের মঞ্চে ভারতীয় দলের ভাগ্য সুপ্রসন্ন হয়, বার্বাডোজের বুকে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করলো। আর এভাবেই রোহিত ও বিরাটের ক্যাবিনেট যৌথভাবে একটি শিরোপা জয় সম্ভব হলো।
বিশ্বকাপ জয়ের পর আবেগপ্রবণ হয়ে ওঠেন বিরাট কোহলি এবং অদ্ভুত শর্মা দুজনেই ড্রেসিংরুমে যাওয়ার পথে বিরাট কোহলি ও রোহিত শর্মার (Rohit Sharma) আলিঙ্গনের ভিডিও সমাজমাধ্যমে রীতি মতন ভাইরাল হয়েছিল। কোহলি রোহিতকে নিয়ে মন্তব্য করে জানান, “১৫ বছরে রোহিতকে এতটা আবেগরুদ্ধ হতে কখনও দেখিনি। কেনসিংটন ওভালে যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন রোহিতও কাঁদছিল, অন্যদিকে আমার চোখ দিয়েও জল পড়ছিল। ওই দিনটা কখনও ভুলব না।’’
বিশ্বকাপ নিয়ে মেরিন ড্রাইভে পরিক্রমন করার সময় আবার একবার একসাথে ট্রফি সহ ফ্রেমবন্দি হলেন রোহিত-বিরাট। ছবি তুলতে রোহিতকে স্বাগত জানান বিরাট। মেরিন ড্রাইভে ভিকট্রি প্যারেডে বাসের সামনে থেকে উপস্থিত থাকা বাঁকি ক্রিকেটারদের সরিয়ে রোহিতকে সামনে আসতে বলেন বিরাট। আর দু’জনে মিলে হাতে বিশ্বকাপ ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। সেই মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল।
VIDEO OF THE DAY. 🇮🇳
– Rohit Sharma and Virat Kohli lifting the trophy together, Virat asked Rohit to come forward. 🥹❤️pic.twitter.com/IxcsfhjLo4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024