২০২৪ সালে বার্বাডোজের বুকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের দ্বিতীয় ট্রফি জয় করলো। এই ট্রফি জয়ের পিছনে অন্যতম ভূমিকা অবদান রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। পুরো টুর্নামেন্ট জুড়ে রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং ও ক্যাপ্টেন্সি পাশাপাশি বিরাট কোহলির ব্যাট থেকে ফাইনালে আসা ৭৬ রানে ইনিংস ভারতীয় দলকে আবার একবার বিশ্বকাপের স্বাদ নিতে সম্মতি দিল।
শুধু তাই নয়, রোহিত (Rohit Sharma) ও বিরাট একে অপরের খারাপ সময়ে সাথে থেকেছেন একে অপরের। ভারতীয় দলের অন্যতম সেরা প্লেয়ারদের মধ্যে এই দুই কিংবদন্তি অন্যতম। দলের হয়ে একাধিক ম্যাচে জয় ছিনিয়ে এনেছেন এই জুটি। সমাজ মাধ্যমে বিরাট ও রোহিতকে নিয়ে বারবার সমালোচনা করা হয়। বিশেষ করে দুই খেলোয়াড়ের ভক্তদের মধ্যে একে অপরকে নিয়ে নানান উত্তেজনামূলক মুহুর্ত তৈরি হয়। তাছাড়া বিরাট ও রোহিতকে নিয়ে সাংবাদিকরা নানান মন্তব্য করে থাকেন।
Read More: “অবসর ভেঙে ফিরে এসো…” শাহীদ আফ্রিদির কাছে আবদার ভক্তদের, মধ্য চল্লিশেও ফিটনেসে নজর কাড়লেন পাক প্রাক্তনী !!
কঠিন সময়ে একে ওপরের পাশে ছিলেন রোহিত-বিরাট
কঠিন সময়ে একে অপরের পাশে থেকেছেন রোহিত-বিরাট। শোনা গিয়েছিল, ২০১৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলের করুন পারফরমেন্সের পর মেজাজ হারিয়েছিলেন রোহিত শর্মা। তবুও কোহলি সংবাদ মাধ্যমে সেই কথা প্রকাশ্যে আনেননি বরং তিনি বলেছিলেন, “রোহিত শর্মার একটা স্বপ্নের সময় গিয়েছে, তিনি ৫টি শতরান করেছেন যে একটি বিশ্ব রেকর্ড। এরকম প্রদর্শন করার পর এরকম পরিণতি হলে সত্যি খারাপ তো লাগবেই।”
এরপর পাকিস্তানের বিরুদ্ধে ২০২১ সালের বিশ্বকাপে রোহিতের ব্যর্থতার পর বিরাটের সামনে রোহিতের ফর্মকে নিয়ে প্রশ্ন তোলা হয় তখন তিনি সাংবাদিককে যোগ্য জবাব দিয়ে বলেন, “আপনি রোহিত শর্মাকে বসাবেন তাও আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ? অবিশ্বাস্য ! আপনি যদি বিতর্ক করতে চান তাহলে আগে থেকে বলে রাখবেন সেইভাবেই প্রস্তুতি নেব।”
ট্রফি নিয়ে মেরিন ড্রাইভে উচ্ছাসে মেতে ওঠেন রোহিত-বিরাট
২০২১ সালের পর অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি, এই পরিস্থিতে রোহিতকে (Rohit Sharma) ভারতীয় দলের অধিনায়ক করা হলে বিরাটের বেশ কিছু সময় ধরে ফর্মের অভাব দেখা যায়। প্রায় দুই বছর ধরে শতরান থেকে দূরে ছিলেন বিরাট। তাছাড়া বেশ কয়েকটি ম্যাচে কোহলিকে রান বানাতে লক্ষ করা যায়নি।
তখন রোহিতকে বিরাটের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, “বিরাট কোহলির আত্মবিশ্বাসের প্রয়োজন ? আপনি কি বলছেন ?” গতকাল মুম্বইয়ের মেরিন ড্রাইভে রোহিত ও বিরাটের হাতে আবার একবার একসাথে ট্রফি হাতে একসাথে উচ্ছাস করতেও দেখা গিয়েছিল। বিশ্বকাপ শিরোপা জয়ের পর দুই কিংবদন্তির উচ্ছাসের পর সমাজ মাধ্যমে রীতিমতন ট্রেন্ডিং ‘রোহিরাট’ জুটি।
“Virat Kohli ko confidence ki zarurat hai? Kya baat kar rahe ho yaar!”
“Will you drop Rohit Sharma from T20Is? Unbelievable!”
Backed each other until they lifted it together. 🇮🇳🏆pic.twitter.com/2TPyOW5uWw
— Rajasthan Royals (@rajasthanroyals) July 4, 2024