rishabh-pant-not-given-captaincy

প্রায় ২১ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২২-এর বাংলাদেশ সিরিজের পর ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিলো তাঁর। অস্ত্রোপচারের পর লম্বা সময় কেটেছে রিহ্যাবে। শেষমেশ চলতি বছরের মার্চ মাসের একদম শেষদিকে ঋষভকে (Rishabh Pant) মাঠে ফেরার ব্যাপারে সবুজ সংকেত দেন চিকিৎসকেরা। আইপিএলে প্রত্যাবর্তন ঘটান তিনি। এরপর টি-২০ বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরেও সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। শেষমেশ টেস্টে প্রত্যাবর্তন ঘটান সেই বাংলাদেশের বিরুদ্ধেই। ২০১৮ থেকে ২০২২-এর মধ্যে লাল বলের খেলায় ভারতের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন পন্থ। দীর্ঘদিনের বিরতি যে তাঁর ছন্দ কেড়ে নিতে পারে নি তার প্রমাণ তিনি দিয়েছেন ইতিমধ্যেই।

Read More: IND vs AUS: ক্যাঙারুর দেশে ভারতের ক্যাপ্টেন কোহলি, সিরিজ শুরুর আগে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে !!

রানের মধ্যেই রয়েছেন ঋষভ পন্থ-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

টেস্টের আঙিনায় ঋষভের (Rishabh Pant) প্রত্যাবর্তনটি হয়েছে রাজসিক। চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে ১০৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতেও সরফরাজ খানকে সাথে নিয়ে মরিয়া লড়াই চালাতে দেখা যায় ঋষভ’কে (Rishabh Pant)। শেষরক্ষা হয়ত হয় নি, কিন্তু প্রানান্তকর চাপের মাঝেও তাঁর ৯৯ রানের ইনিংস কুর্নিশ আদায় করে নিয়েছে ক্রিকেটজনতার। কিউইদের বিপক্ষে পুণেতে বিশেষ সাফল্য পান নি। প্রথম ইনিংসে ১৮ ও দ্বিতীয় ইনিংসে খাতা খোলার আগেই ফিরতে হয়ে সাজঘরে। কিন্তু মুম্বইতে আরও একবার ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে লড়তে দেখা গিয়েছে তাঁকে। ঘূর্ণি পিচে যেখানে রোহিত-কোহলিরা (Virat Kohli) নাস্তানাবুদ হয়েছেন, সেখানে পন্থ দুই ইনিংসে করেছেন ৬০ ও ৬৪।

রোহিতকে ছাড়াই মাঠে নামছে ভারত-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেনজির ব্যর্থতার সম্মুখীন টিম ইন্ডিয়া (Team India)। ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে তারা। ১২ বছর পর হোমগ্রাউন্ডে হাতছাড়া টেস্ট সিরিজ। এই বিপর্যয়ের পর্যালোচনার জন্য বিশেষ সময় পাচ্ছে না তারা। দিনকয়েকের মধ্যেই মাঠে নামতে হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পূর্ণ সময়ের অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) অনুপস্থিত সিরিজ শুরুর আগে খানিক চাপে রেখেছে টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় সন্তানের পিতা হতে চলেছেন রোহিত। সেই কারণেই পারথ্‌-এ প্রথম টেস্ট ম্যাচটিতে নেই তিনি। হয়ত অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টটিতেও দেখা যাবে না তাঁকে। হিটম্যানের অনুপস্থিতিতে নতুন কাউকে অধিনায়ক বাছতে হত টিম ইন্ডিয়াকে। এই বিকল্প নেতা হওয়ার দৌড়েই ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

পন্থ নয়, গম্ভীরের পছন্দ বুমরাহ-

Jasprit Bumrah and Rohit Sharma | Image: Getty Images
Jasprit Bumrah and Rohit Sharma | Image: Getty Images

এর আগে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টি-২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু এখনি টেস্টে তাঁর হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলো না বিসিসিআই। বরং সংবাদমাধ্যমকে কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন যে রোহিত যদি সত্যিই প্রথম একটি বা দুটি টেস্ট ম্যাচ খেলতে না পারেন, সেক্ষেত্রে দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। এর আগে আন্তর্জাতিক আঙিনায় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে বুমরাহ’রও। ওভালে ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যদিও সেই ম্যাচটি হেরেছিলো ভারত। এছাড়া ২০২৩-এ আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টি-২০ সিরিজেও দেশের ‘ক্যাপ্টেন’ হিসেবে টস করতে মাঠে নেমেছিলেন তারকা পেসার।

Also Read: দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাচ্ছেন না রোহিত, প্রথম দুই টেস্ট থেকে নিলেন বিশ্রাম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *