rinku-to-play-t20-wc-instead-of-dube

জুন মাসের ৫ তারিখ থেকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করছে ভারতীয় দল। গ্রুপ পর্বে তারা খেলবে আয়ারল্যান্ড, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিরুদ্ধে। এগারো বছর আইসিসি আয়োজিত কোনো ট্রফি জেতে নি ভারত। গত বছরই হারতে হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের ফাইনাল। ব্যর্থতা পিছনে ফেলে এবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিততে মরিয়া রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। ২০২২-এর সেমিফাইনালে ১০ উইকেটের ব্যবধানে লজ্জাজনক পরাজয়ের পর ক্ষুদ্রতম ফর্ম্যাট নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছিলো ভারতীয় বোর্ড। সুযোগ দিয়েছিলো একঝাঁক তরুণ মুখকে। গত দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়ার পর তাঁদের অনেকেই এবার খেলতে চলেছেন টি-২০ বিশ্বকাপ।

গত ৩০ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি যে ১৫ জনকে বেছে নিয়েছে তাতে থাকছে তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্য। কোহলি (Virat Kohli), রোহিত, সূর্যকুমার (Suryakumar Yadav), বুমরাহদের মত অভিজ্ঞ মুখ যেমন রয়েছেন, তেমনই সিনিয়র দলের হয়ে প্রথম আইসিসি টুর্নামেন্ট খেলতে চলেছেন যশস্বী জয়সওয়ালের মত তরুণ। চোট সারিয়ে ভারতীয় দলে ফিরছেন ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া। জায়গা পেয়েছেন শিবম দুবে’ও (Shivam Dube)। তাঁকে নিয়ে অনেক আশা থাকলেও আপাতত অফ ফর্মের কবলে থাকা দুবে বাদ’ও যেতে পারেন টুর্নামেন্ট শুরুর আগে। তাঁর জায়গায় নেওয়া হবে অন্য কাউকে।

Read More: KKR vs SRH, 1st Qualifier, Dream 11 Prediction in Bengali: নাইটদের মহড়া নিতে প্রস্তুত সানরাইজার্স, ফ্যান্টাসি ক্রিকেট সংক্রান্ত তথ্য জানুন এক ক্লিকেই !!

ছন্দ হারিয়েছেন শিবম দুবে, পড়বেন বাদ-

Shivam Dube | T20 World Cup | Image: Getty Images
Shivam Dube | Image: Getty Images

২০২৩-এর আইপিএলে অনবদ্য পারফর্ম করেছিলেন শিবম দুবে (Shivam Dube)। চেন্নাই সুপার কিংসের পঞ্চম ট্রফি জয়ের পিছনে নিঃসন্দেহে বড় অবদান ছিলো তাঁর। ১৬ ম্যাচ খেলে প্রায় ৩৮ গড়ে তিনি করেন ৪১৮ রান। স্পিনের বিরুদ্ধে মিডল অর্ডারে একাধিক বড় ইনিংস খেলেছিলেন তিনি। এরপরেই আসেন জাতীয় নির্বাচকদের রেডারে। দেশের হয়ে খেলার সুযোগ পান এশিয়ান গেমসে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজেও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ দেওয়া হয়েছিলো তাঁকে। সেখানেও জাত চেনান মুম্বইয়ের ক্রিকেটার। দুটি অর্ধশতক করেন। নেন উইকেট’ও। সিরিজের সেরা ক্রিকেটারের পুরষ্কার পান তিনি। ধারাবাহিক ভালো পারফর্ম্যান্সের জন্য টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দলে শিবমকে সুযোগ দেওয়ার জন্য সওয়াল করেন অনেকে।

২০২৪-এর আইপিএল’ও শিবম দুবে (Shivam Dube) শুরু করেছিলেন দারুণভাবেই। বেশ কয়েকটি অর্ধশতক করেন তিনি। স্ট্রাইক রেট’ও ছিলো বেশ ভালো। ৩০ এপ্রিল কুড়ি-বিশের বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করা হয়, সেখানে নির্বাচিতও হয়েছিলেন তিনি। কিন্তু এরপরেই ঘটে ছন্দপতন। টানা দুই ম্যাচে শূন্য করে সাজঘরে ফেরেন তিনি। এর পরের দুই ম্যাচে মাত্র ১৮ ও ২১ রান’ই আসে তাঁর ব্যাট থেকে। চেনা ছন্দে পাওয়া যায় নি শিবম’কে (Shivam Dube)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচেও চেন্নাই জার্সিতে ১৫ বল খেলে মাত্র ৭ রানই করতে পেরেছেন তিনি। আচমকা ফর্ম হারানোয় শিবমকে নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। ২৫ মে’র আগে টি-২০ বিশ্বকাপের দলে বদল করা সম্ভব। তাঁকে বাদ দেওয়াই দলের পক্ষে মঙ্গলের, বলছেন অনেকে।

সুযোগ পেতে পারেন ‘ফিনিশার’ রিঙ্কু-

Rinku Singh and Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images
Rinku Singh and Rohit Sharma | Image: Getty Images

শিবম দুবের হতশ্রী পারফর্ম্যান্সের পর তাঁকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দল থেকে বাদ দেওয়ার দাবী জোরালো হচ্ছে। একই সাথে জোর আওয়াজ উঠছে রিঙ্কু সিং-কে দলে জায়গা দেওয়ারও। গত বছরের আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একই ওভারে ৫ ছক্কা মেরে লাইমলাইটে এসেছিলেন রিঙ্কু (Rinku Singh)। এরপর ভারতের জার্সি গায়ে মাঠে নামতে বেশী অপেক্ষা করতে হয় নি তাঁকে। সুযোগ এসেছিলো আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ইনিংস খেলেই জিতেছিলেন ম্যাচের সেরার পুরষ্কার। এরপর এশিয়ান গেমসে ভালো খেলেছেন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা আফগানিস্তানের মত প্রতিপক্ষের বিরুদ্ধে ঝলমলে পারফর্ম্যান্স রিঙ্কুর। ভারতের হয়ে ৮৯ গড়ে ১৫ ম্যাচে তিনি করেছেন ৩৫৬ রান।

গত কয়েক মাসে রিঙ্কুর (Rinku Singh) যা পরিসংখ্যান তাতে বিশেষজ্ঞদের অধিকাংশই একমত ছিলেন যে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিশ্চিতভাবেই খেলছেন তিনি। কিন্তু আদতে দেখা যায় অন্য চিত্র। মূল স্কোয়াডে নয় বরং ট্র্যাভেলিং রিজার্ভের তালিকায় থাকেন উত্তরপ্রদেশের ক্রিকেটার। শিবমের ফর্মের গ্রাফ নীচের দিকে নামায় রিঙ্কুকে মূল স্কোয়াডে সংযুক্ত করতে চাইছেন অনেকে। ব্যাটিং অর্ডারে সাধারণত পাঁচ বা ছয়ে খেলে থাকেন রিঙ্কু। ভারতীয় টপ-অর্ডারে একঝাঁক তারকা থাকলেও ‘ফিনিশার’-এর ভূমিকায় শূন্যতা রয়েছেই। হার্দিক পান্ডিয়া পারতেন এই ভূমিকা পালন করতে, কিন্তু আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। সেই কারণেই ‘ফিনিশার’ হিসেবে রিঙ্কু’কে চাইছেন ক্রিকেটজনতা।

Also Read: T20 World Cup: রাতারাতি ভাগ্য বদল রিঙ্কু সিং-এর, এই তারকার জায়গায় খেলতে চলেছেন বিশ্বকাপ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *