rinku-to-play-t20-wc-dube-to-be-axed

T20 World Cup: এগারো বছর আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় সেরার শিরোপা জেতে নি ভারতীয় দল (Team India)। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর শূন্যই থেকেছে ক্যাবিনেট। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup), চ্যাম্পিয়ন্স ট্রফি, ওডিআই বিশ্বকাপ হোক বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-প্রত্যেক টুর্নামেন্টেই কখনও সেমিফাইনাল আবার কখনও ফাইনালে গিয়ে হাতছাড়া হয়েছে খেতাব। গত বছরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ (ODI World Cup) হাতছাড়া হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে। ব্যর্থতার এই ধারাবাহিক চিত্র বদল আনতে এবার মরিয়া রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা। আগামী জুন মাসের ২ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে চলেছে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ। ‘মেন ইন ব্লু’র পাখির চোখ এখন কুড়ি-বিশের বিশ্বযুদ্ধই।

২০২২-এর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটের ব্যবধানে হতশ্রী পরাজয়ের পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে বিশেষ নজর দিয়েছে বিসিসিআই। নতুন প্রজন্মের তারকাদের আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছেন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা। গত ৩০ এপ্রিল যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন অজিত আগরকার’রা, সেখানে কোহলি, রোহিত, সূর্যকুমার, জসপ্রীত বুমরাহদের মত সিনিয়রদের পাশাপাশি রয়েছেন যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং-দের মত তরুণ মুখ’ও। প্রথমবার আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছেন শিবম দুবে’ও (Shivam Dube)। কিন্তু দীর্ঘকায় অলরাউন্ডারের ফর্ম হারানো চিন্তায় ফেলেছে সমর্থকদের। অনেকেই মনে করছেন শেষ মুহূর্তে তাঁর বদলে জায়গা পাবেন রিঙ্কু সিং।

Read More: IPL 2024: ধোনির জন্যই প্লে-অফে RCB, ম্যাচ শেষে ফাঁস করলেন দীনেশ কার্তিক !!

বাদ পড়তে চলেছেন শিবম দুবে-

Shivam Dube | T20 World Cup | Image: Getty Images
Shivam Dube | Image: Getty Images

২০২৩-এর আইপিএলে (IPL) দুর্দান্ত পারফর্ম্যান্স করে নজর কেড়েছিলেন শিবম দুবে (Shivam Dube)। ১৬ ম্যাচে তিনি করেন ৪১৮ রান। গড় ছিলো ৩৮। স্ট্রাইক রেট’ও ছিলো ১৫৯-এর কাছাকাছি। এরপর ভারতীয় দলের হয়ে প্রত্যাবর্তন ঘটে তাঁর। এশিয়ান গেমসে সোনাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। নতুন বছরের গোড়ায় আফগানিস্তানের বিরুদ্ধেও মাঠে নামার সুযোগ পান তিনি। তিন ম্যাচের সিরিজে দুটি অর্ধশতক করেন। বল হাতেও নেন উইকেট। পান সিরিজ সেরার পুরষ্কার। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বিকল্প হিসেবে শিবমের নাম উঠে আসে আলোচনায়। সাম্প্রতিক ফর্ম বিচার করে অনেকেই বলছিলেন যে প্রাধান্য পাওয়া উচিৎ শিবমেরই।

২০২৪-এর আইপিএলেও শুরুটা দাপটের সঙ্গেই করেছিলেন শিবম (Shivam Dube)। একের পর এক ম্যাচে ঝোড়ো ইনিংস খেলতে দেখা গিয়েছিলো তাঁকে। স্পিনের বিপক্ষে তাঁর সাবলীল ভঙ্গিতে বড় শট খেলার সক্ষমতা নজর কাড়ে নির্বাচকদেরও। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দলে জায়গা দেওয়া হয় শিবমকে। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতের হয়ে প্রথম একাদশে তাঁর জায়গা পাকা বলেও ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দলে জায়গা নিশ্চিত হওয়ার পরেই মুখ থুবড়ে পড়ে শিবমের ফর্ম। শেষ ৫ ম্যাচে তিনি করেছেন ০, ০, ১৮, ২১ ও ৭। চেনা ছন্দে দেখা যায় নি তাঁকে। টি-২০’র মেগা টুর্নামেন্টে ফর্ম হারানো শিবমকে বাদ দেওয়ার দাবী উঠতে শুরু করেছে ইতিমধ্যে।

টি-২০ বিশ্বকাপে খেলবেন রিঙ্কু সিং-

Rinku Singh | T20 World Cup | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

সাম্প্রতিক অতীতে টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অন্যতম আবিষ্কার রিঙ্কু সিং (Rinku Singh)। গত বছরের আইপিএলে (IPL) চোখধাঁধানো পারফর্ম্যান্স করে বিশেষজ্ঞদের আলোচনায় জায়গা করে নিয়েছিলেন তিনি। ১৪ ম্যাচে প্রায় ৬০ গড়ে করেছিলেন ৪৭৪ রান। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে ম্যাচের ২০তম ওভারে একটানা পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়ে হয়ে উঠেছিলেন ক্রিকেটজনতার নয়নের মণি। জাতীয় দলের ডাক পেতে দেরী হয় নি তারপর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মেলে সুযোগ। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিং করতে পারেন নি। দ্বিতীয় ম্যাচেই ঝড় তুলে জিতে নেন ম্যাচের সেরার পুরষ্কার। এরপর এশিয়ান গেমস, অস্ট্রেলিয়া,দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করেন তিনি।

পরিসংখ্যান বলছে ভারতের হয়ে ১৫টি টি-২০ ম্যাচ খেলে ৮৯ গড়ে ৩৫৬ রান করেছেন রিঙ্কু (Rinku Singh)। ‘ফিনিশার’ হিসেবে পাঁচ বা ছয়ে নেমে ঝোড়ো ইনিংস খেলেছেন একাধিকবার। রয়েছে দুটি অর্ধশতক’ও। গত জানুয়ারি অবধিও ক্রিকেটদুনিয়া নিশ্চিত ছিলো যে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের হয়ে ‘ফিনিশার’ হতে চলেছেন রিঙ্কু’ই। কিন্তু চোট সারিয়ে হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন, ২০২৪-এর আইপিএলে লোয়ার অর্ডারে ব্যাটিং করে বিশেষ সাফল্য না পাওয়া অন্তরায় হয়ে দাঁড়ায় রিঙ্কুর পথে। ১৫ সদস্যের মূল স্কোয়াডে জায়গা হয় নি তাঁর। রাখা হয়েছে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে। ২৫ মে অবধি দলে রদবদলের সুযোগ রয়েছে ভারতের। শিবম দুবের অফ ফর্ম ‘শাপে বর’ হতে রিঙ্কুর জন্য। শেষ মুহূর্তে তাঁর বদলে সুযোগ পেতে পারেন মূল স্কোয়াডে।

ভারতের T20 বিশ্বকাপ স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

ট্র্যাভেলিং রিজার্ভ- রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান, শুভমান গিল।

Also Read: IPL 2024: দল অসাধ্যসাধন করতেই আবেগে ভাসলেন বিরাট, ‘কিং’ কোহলির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *