rinku-to-miss-out-t20-wc-for-hardik

প্রহর গোণা শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup)। আইপিএল মিটলেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে সম্মুখসমরে নামতে চলেছে ২০টি দল। এগারো বছর আইসিসি ট্রফি জেতে নি টিম ইন্ডিয়া (Team India)। স্বাভাবিক কারণেই ট্রফি খরা কাটাতে মরিয়া হয়ে রয়েছেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। ইতিমধ্যেই গ্রুপ বিন্যাস ও টুর্নামেন্ট নির্ঘন্ট সামনে এনেছে আয়োজক সংস্থা। গ্রুপ-এ’তে ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাকিস্তান, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। ৫ জুন আইরিশদের বিপক্ষে অভিযান শুরু ‘মেন ইন ব্লু’র। ৯ তারিখ প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এরপর ১২ ও ১৫ তারিখ যথাক্রমে তারা মুখোমুখি হবে আমেরিকা ও কানাডা’র।

২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ১০ উইকেটের ব্যবধানে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিলো ভারতকে। তারপর ট্রফির লক্ষ্যে নিজেদের টি-২০ দলকে ঢেলে সাজিয়েছে বিসিসিআই। একঝাঁক তরুণকে গত দেড় বছরে সুযোগ দেওয়া হয়েছে ঘষে-মেজে নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করে তুলতে। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’দের সাথে তেমন বেশ কয়েকজন তরুণকেই দেখা যাবে খেতাবের জন্য মরণপণ লড়াই করতে। ব্যাট হাতে লোয়ার অর্ডারে নজর কেড়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সম্ভাব্যদের তালিকায় স্থান করে নিয়েছিলেন উত্তরপ্রদেশের তরুণ রিঙ্কু সিং। কিন্তু সংবাদমাধ্যম সূত্রে খবর, হার্দিক পান্ডিয়াকে জায়গা দিতে গিয়ে হয়ত বাদ দেওয়া হতে পারে তাঁকে।

Read More: টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না রিয়ান পরাগের, কোহলির সুপারিশে অফ ফর্মে থাকা এই বোলার পেলেন সুযোগ !!

ভারতীয় দলে জায়গা নিশ্চিত হার্দিকের-

টি-২০ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার কারণেই বাদ পড়ছেন রিঙ্কু সিং, মিললো চমকপ্রদ তথ্য !! 1

সম্প্রতি ক্রিকেটদুনিয়ার চর্চায় রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। এরপর থেকেই ছিলেন মাঠের বাইরে। প্রত্যাবর্তন ঘটিয়েছেন আইপিএলে (IPL)। তাঁর দলবদল নিয়ে সরগরম ক্রিকেটমহল। গুজরাত টাইটান্স ছেড়ে তিনি ফিরেছেন মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। হাতে পেয়েছেন নেতৃত্বের ব্যাটন। নতুন দায়িত্বের সাথে এখনও মানিয়ে নিতে সক্ষম হন নি হার্দিক। এখনও অবধি তাঁর নেতৃত্বে ছয় ম্যাচ খেলে চারটিতে হেরেছে মুম্বই। জয় মাত্র দুটিতে। লীগ তালিকায় আপাতত নয় নম্বরে রয়েছে তারা, প্লে-অফের আশা নিভছে ক্রমশ।

হার্দিকের (Hardik Pandya) ব্যক্তিগত ফর্মও বিশেষ ভালো নয়। ব্যাটিং হোক বা বোলিং-দুই বিভাগেই হতাশ করেছেন তিনি। এখনও অবধি ছয় ম্যাচে মাত্র ২৬.২০ গড়ে তাঁর সংগ্রহ কেবল ১৩১ রান। এখনও অবধি ৪টি ম্যাচে বোলিং করেছেন তিনি। ১১ ইকোনমি রেটে নিয়েছেন ৩ উইকেট। চেন্নাইয়ের (CSK) বিরুদ্ধে শেষ ওভারে তাঁর বোলিং হতাশ করেছে সমর্থকদের। একটা সময় শোনা যাচ্ছিলো হার্দিককে বাদ দিয়েই দল গঠনের কথা ভাবছে বোর্ড। তবে আপাতত সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে তাঁর পূর্বের পারফর্ম্যান্স মাথায় রেখে হার্দিককে দলে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন নির্বাচকরা।

জোর টক্কর রিঙ্কু ও শিবম দুবের মধ্যে-

Shivam Dube | T20 World Cup | Image: Getty Images
Shivam Dube | Image: Getty Images

আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় স্কোয়াডে হার্দিক পান্ডিয়ার জায়গা নিশ্চিত হয়ে যাওয়ার পরেই জোর টক্করের সম্ভাবনা রিঙ্কু সিং ও শিবম দুবের মধ্যে। স্থান সঙ্কুলান করতে না পেরে হয়ত দুজনের মধ্যে একজনকে বাদও দিতে হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড’কে। গত আইপিএলে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন রিঙ্কু (Rinku Singh)। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে শেষ ওভারে হাঁকিয়েছিলেন টানা পাঁচটি ছক্কা। এরপর জাতীয় দলে সুযোগ পেতে বেশী দেরী হয় নি। নীল জার্সিতেও জাত চিনিয়েছেন তিনি। ১১ ম্যাচে ২টি অর্ধশতক-সহ ৮৯ গড়ে তাঁর সংগ্রহ ৩৫৬ রান। রান পেয়েছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ফিনিশার হিসেবে তাঁকে অনেকেই নিশ্চিত ভাবছিলেন টি-২০ বিশ্বকাপে।

সাম্প্রতিক পারফর্ম্যান্সের নিরিখে অবশ্য রিঙ্কুর (Rinku Singh) সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন শিবম দুবে (Shivam Dube)। চলতি আইপিএলে এখনও অবধি একটিও বড় ইনিংস খেলেন নি রিঙ্কু। পক্ষান্তরে শিবম চেন্নাই সুপার কিংস জার্সিতে রয়েছেন অসাধারণ ফর্মে। ৬ ম্যাচে ৬০.৫০ গড়ে ২৪২ রান করে ফেলেছেন তিনি। করেছেন দুটি অর্ধশতক’ও। স্ট্রাইক রেট ১৬০-এর উপরে। তারকাখচিত চেন্নাই দলে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনিই। তাছাড়া ভারতের হয়েও জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে অসাধারণ খেলেছিলেন শিবম (Shivam Dube)। ব্যাটিং-এর পাশাপাশি পেস বোলিং-এর বিকল্প’ও হতে পারেন তিনি। তাঁকে সেই কারণেই অবজ্ঞা করা সম্ভব নয় নির্বাচকদের ক্ষেত্রে। মুখোমুখি দ্বৈরথে হয়ত পিছিয়ে পড়তে হবে রিঙ্কুকেই। অধরাই থাকবে তাঁর টি-২০ বিশ্বকাপ স্বপ্ন।

Also Read: আসন্ন T20 বিশ্বকাপে শুভমান গিল নয় বরং রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *