টি-২০ বিশ্বকাপের আগেই ফ্লপ হবেন রিঙ্কু সিং, এই ৩ কারণ দিচ্ছে প্রমাণ !! 1

বর্তমানে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের হার্টথ্রব রিঙ্কু সিং (Rinku Singh)। আলিগড়ের তরুণের গলি থেকে রাজপথে জায়গা করে নেওয়ার গল্প মন কেড়েছে সমর্থকদের। বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করে বেড়াতেন রিঙ্কুর বাবা। অর্থাভাবে একটা সময় ঝাড়ুদারের কাজ’ও নেওয়ার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু শেষমেশ ঝাড়ুর হাতল নয়, বরং পছন্দের ব্যাট’ই হাতে তুলে নেন তিনি। নিজেকে নিঙড়ে দেন অনুশীলনে। প্রথমে সুযোগ মেলে উত্তরপ্রদেশ রাজ্য দলে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম্যান্সের পর সুযোগ আসে আইপিএলে (IPL)। তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০২২ মরসুমে লক্ষ্ণৌর বিরুদ্ধে নজর কেড়েছিলেন। ২০২৩ মরসুমে গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা রিঙ্কুকে এনে দেয় তারকার মর্যাদা।

আইপিএলের ষোড়শ মরসুমে ১৪ ম্যাচ খেলে প্রায় ৬০ গড়ে ৪৭৪ রান করেন রিঙ্কু সিং (Rinku Singh)। আন্দ্রে রাসেল, নীতিশ রানাদের মত তারকাদের পিছনে ফেলে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। ব্যাট হাতে ফ্র্যাঞ্চাইজি লীগের মঞ্চ মাতানোর পর ভারতীয় দলে রিঙ্কু’র সুযোগ পাওয়া ছিলো কেবল সময়ের অপেক্ষা। প্রতীক্ষা দীর্ঘ হয় নি তাঁর। ২০২৩-এই ভারতের নীল জার্সি গায়ে ওঠে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। এরপর এশিয়ান গেমস, অস্ট্রেলিয়া সিরিজ, দক্ষিণ আফ্রিকা সিরিজ হোক বা চলতি আফগানিস্তান সিরিজ-লাগাতার সাফল্য পেয়ে এসেছেন রিঙ্কু (Rinku Singh)। আসন্ন টি-২০ বিশ্বকাপেও ‘ফিনিশার’ হিসেবে তাঁকেই ভাবছেন বিশেষজ্ঞরা। তবে একই সাথে থাকছে আশঙ্কা’ও। আশা জাগিয়েও হারিয়ে না যান রিঙ্কু, চিন্তায় অনেকেই।

Read More: চোট পেয়ে এবার টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক, মাঠের বাইরে বসেই কাটবে সময় !!

সঠিক পজিশনে খেলছেন না রিঙ্কু-

Rinku Singh | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের হয়ে পাঁচ নম্বরে খেলেই সাফল্য পেয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। শুরুতে ক্রিজে থিতু হতে কিছুক্ষণ সময় লাগে তাঁর। আইপিএলে তাঁর ব্যাটিং যারা কাছ থেকে দেখেছেন, তাঁরা অধিকাংশই একমত হয়েছেন এই ব্যাপারে। ভারতের হয়েও যখন তিনি পাঁচ নম্বরে খেলেছেন, সাফল্য পেয়েছেন। উদাহরণস্বরূপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেবের্হার ম্যাচটির কথা বলা যেতে পারে। ভারত হারলেও পাঁচ নম্বরে নেমে রিঙ্কুর (Rinku Singh) ৩৯ বলে ৬৮* রানের ইনিংস নজর কেড়েছিলো। অস্ট্রেলিয়া সিরিজেও পাঁচ নম্বরে নেমে বেশ কিছু ম্যাচে বড় রান করেছিলেন তিনি। কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রত্যাবর্তনের পর পছন্দের পাঁচ নম্বরে নয়,বরং ছয় নম্বরে নামতে হচ্ছে রিঙ্কুকে। ক্রিজে থিতু হওয়ার যথেষ্ট সময় পাচ্ছেন না তিনি। যা পরবর্তীতে তাঁর সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

পুরনো অভিজ্ঞতা রাখছে আশঙ্কায়-

Rinku Singh | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

উল্কার গতিতে উত্থানের গল্প ভারতীয় ক্রিকেটে নতুন নয়। আবার সময়ের বহু আগেই সেই তারকাদের হারিয়ে যাওয়ার নজিরও রয়েছে প্রচুর। মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, জয়ন্ত যাদব হোক বা পৃথ্বী শ-সাম্প্রতি অতীতেই রয়েছে এমন বেশ কিছু উদাহরণ। টেস্টে একটা সময় ভারতীয় দলের ওপেনিং ভরসা হয়ে উঠেছিলেন মায়াঙ্ক। কিন্তু কেরিয়ার দীর্ঘ হয় নি মায়াঙ্কের। ত্রিশতরান করার পর আর ভারতীয় দলের সাজঘরে জায়গা পান নি করুণ নায়ার। অভিষেক টেস্টে শতরান করেছিলেন পৃথ্বী শ। কিন্তু প্রাক্তন অনুর্দ্ধ-১৯ দলের অধিনায়ক’ও ফর্ম হারিয়ে আপাতত মুছে গিয়েছেন টিম ইন্ডিয়ার পরিকল্পনা থেকে। পুরনো এই সকল অভিজ্ঞতাই রিঙ্কুকে (Rinku Singh) নিয়ে আশঙ্কায় রেখেছে সমর্থকদের। আলিগড়ের তরুণ’কে নিয়ে মাতামাতি তাঁর কেরিয়ারের বিকাশের পথে বাধা না হয়ে দাঁড়ায়, চিন্তায় অনেকে।

বাড়তি চাপ ফেলতে পারে সমস্যায়-

Rinku SIngh | Image: Getty Images
Rinku SIngh | Image: Getty Images

ভারতীয় দলের খেলোয়াড়দের উপর প্রত্যাশার চাপ যে থাকবে তা সহজেই অনুমেয়। কিন্তু রিঙ্কুর (RInku Singh) উপর সেই চাপ যেন বাকিদের থেকে অনেকটাই বেশী। আইপিএলে এক ওভারে পাঁচ ছক্কা মারা হোক বা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ইনিংসের সুবাদেই ম্যাচের সেরা’র পুরষ্কার পাওয়া, রিঙ্কুর পারফর্ম্যান্স’ই তাঁকে তুলে নিয়ে গিয়েছে আলাদা উচ্চতায়। কঠিনতম পরিস্থিতিতেও রিঙ্কু ক্রিজে থাকা মানে ‘মিরাকল’-এর আশায় থাকেন ভারতীয় সমর্থকেরা। ক্রিকেটজনতার প্রত্যাশার মাপকাঠিতে উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ নিয়ে দিনের পর দিন মাঠে নামলে মানসিক চাপের মুখে পড়তে হতে রিঙ্কুকে (Rinku Singh)। যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাঁর ক্রিকেটীয় দক্ষতার উপর।

Also Read: “ক্যাপ্টেন হিসাবে বিরাট…”, ক্যাপ্টেনসির প্রসঙ্গে মুখ খুললেন শিখর ধাওয়ান, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *