অনুরাগীর আবদার রাখলেন রিঙ্কু সিং, বিমানবন্দরে দিলেন বিশেষ উপহার !! 1

ভারতীয় ক্রিকেটজনতার হার্টথ্রব এই মুহূর্তে রিঙ্কু সিং (Rinku Singh)। উত্তরপ্রদেশের আলিগড়ের দরিদ্র পরিবারের সন্তান রিঙ্কুর ভারতীয় ক্রিকেটের মানচিত্রে স্থায়ী জায়গা করে নেওয়ার কাহিনী হার মানাবে বলিউডের চিত্রনাট্যকেও। একটা সময় রিঙ্কুর (Rinku Singh) বাবা গ্যাস সিলিন্ডার বিলি করতেন বাড়ি বাড়ি। অভাবের তাড়নায় ঝাড়ুদারের চাকরিও একটা সময় বেছে নেওয়ার কথা ভেবেছিলেন। শেষমেশ অবশ্য ঝাঁটা নয়, বিশ্বস্ত ব্যাটকেই সঙ্গী করেছিলেন তিনি। প্রথমে উত্তরপ্রদেশ দল, পরে আইপিএলের আঙিনায় জাত চেনান। গত মরসুমে গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে একই ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান তিনি। এরপর থেকে জীবনই বদলে গিয়েছে রিঙ্কুর।

Read More: টি-২০ বিশ্বকাপ খেলা হচ্ছে না মহম্মদ শামি’র, সাদা বলের ফর্ম্যাটে বিকল্প খুঁজে নিতে বদ্ধপরিকর বিসিসিআই !!

অস্ট্রেলিয়াকে হারালো ভারত-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

বিশ্বকাপের ঠিক পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের আসরে মুখোমুখি হয়েছিলো ভারত। কোহলি, রোহিতদের মত তারকারা খেলেন নি। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে নতুন মুখেরা মাঠে নেমেছিলেন ভারতের জার্সিতে। বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমের মাঠে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে চালকের আসনে জায়গা করে নিয়েছিলো ভারত। তৃতীয় ম্যাচেই ছিলো সিরিজ জয়ের হাতছানি। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলো গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট। জিতে লড়াইতে ফেরে ক্যাঙারু বাহিনী। ধাক্কা খেয়ে সামলে নিতে বেশী সময় খরচ করেন নি ভারতের তরুণ তুর্কিরা। রায়পুরে চতুর্থ ম্যাচেই ২০ রানে জিতে নিয়ে সিরিজ হাতের মুঠোয় করে নিয়েছিলেন রিঙ্কু সিং, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল’রা।

পঞ্চম ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেও জয়যাত্রা জারি রাখলো তরুণ ভারত। টসে জিতে প্রথমে বোলিং বেছে নেয় অজি শিবির। ভারতের দুই ওপেনার ৩৩ রানের বেশী যোগ করতে পারেন নি স্কোরবোর্ডে। প্রথম পাওয়ার প্লে’র ভেতরেই দুই উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। সূর্যকুমার, রিঙ্কু সিং-রাও রান পান নি। রুখে দাঁড়ান শ্রেয়স আইয়ার। সঙ্গী হন জিতেশ শর্মা ও অক্ষর প্যাটেল। মূলত এই তিনজনের প্রচেষ্টাতেই স্কোর পৌঁছায় ১৬০ অবধি। রান তাড়া করতে নেমে ট্র্যাভিস হেডের সৌজন্যে ঝড়ের গতিতে শুরুটা করেছিলো অস্ট্রেলিয়া। পরপর উইকেট হারানোয় গতিরোধ হয় তাদের। এরপর বেন ম্যাকডারমট তাদের লড়াইতে ফেরালেও শেষমেশ জয় থেকে ৬ রানের ব্যবধানে বাজিমাত করে ভারতই। সিরিজ জেতে ৪-১ ফলে।

দুর্দান্ত পারফর্ম্যান্স রিঙ্কু সিং-এর-

Rinku Singh | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

আইপিএলের দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে রিঙ্কু সিং (Rinku Singh) জায়গা করে নিয়েছেন ভারতের টি-২০ স্কোয়াডে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক থেকে এশিয়ান গেমস, যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বাইশ গজে। ‘ফিনিশার’ হিসেবে আগামী দশকে তিনিই রাজ করবেন ক্রিকেট দুনিয়ায়। এমনটাও বলতে শোনা গিয়েছে বহু বিশেষজ্ঞকে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পেয়েছিলেন তিনি। পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করেছেন। চারবার ব্যাট হাতে নেমেছেন মাঠে। তিনটি খেলায় অনবদ্য পারফর্ম্যান্স করেছেন তিনি।

বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে স্নায়ুর চাপ সামলে ভারতকে ম্যাচ জেতান রিঙ্কু (Rinku Singh)। শেষ বলে ছক্কা মেরেছিলেন। তবে শন অ্যাবটের বলটি ‘নো’ হওয়ায় সেই রান আর যোগ হয় নি রিঙ্কুর খাতায়। তিনি অপরাজিত থাকেন ১৪ বলে ২২ রান করে। দ্বিতীয় ম্যাচে তিরুঅনন্তপুরমে মাত্র ৯ বলে ৩৪৪.৪৪ স্ট্রাইক রেটে তিনি করেন ৩১ রান। তৃতীয় ম্যাচে ভারত হারে। ব্যাটিং-এর সুযোগ আসে নি রিঙ্কুর কাছে। চতুর্থ ম্যাচে রায়পুরে ভারতের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখে তাঁর ২৯ বলে ৪৬ রানের ইনিংস। বেঙ্গালুরুতে শেষ ম্যাচে কেবল ব্যর্থ হয়েছেন তিনি। ফিরেছেন ৬ রান করে।

ভক্তের অনুরোধ রাখলেন রিঙ্কু-

Rinku Singh | Image: Twitter
Rinku Singh | Image: Twitter

বেঙ্গালুরুতে ৪-১ ফলে সিরিজ জিতে ঘরে ফিরছিলেন ভারতীয় ক্রিকেটাররা। বিমানবন্দরে ভীড় জমিয়েছিলেন বহু ভক্ত। সেখানেই রীতিমত জয়ধ্বনি শোনা যায় রিঙ্কু সিং-এর (Rinku Singh) নামে। এক তরুণী ভক্ত তাঁর কাছে অটোগ্রাফের আবদার করেছিলেন। খানিকটা এগিয়ে গেলেও ভক্তের আবদার কানে যাওয়ায় ফের ফিরে আসেন রিঙ্কু। তরুণীর বাড়িয়ে দেওয়া টি-শার্টে অটোগ্রাফ দেন তিনি। এরপর এগিয়ে যান নিজের গন্তব্যের দিকে।

রিঙ্কু সিং-এর (Rinku Singh) এই মন ভালো করা ভিডিও নিজেদের এক্স (পূর্বতন ট্যুইটার) প্রোফাইলে শেয়ার করেছে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (KKR)। বিমানবন্দরে রিঙ্কু ও তাঁর তরুণী ভক্তের এই মন ভালো করে দেওয়া মুহূর্তটির ভিডিও শেয়ার করে ক্যাপশনে নাইট শিবির লিখেছে, “খুশি ছড়িয়ে দিয়ে সকলের মুখে হাসি ফোটাচ্ছেন রিঙ্কু।” উত্তরপ্রদেশের তরুণের উত্থানের পিছনে নাইট রাইডার্সের হাতও রয়েছে যথেষ্ট। লম্বা সময় ধরে রিঙ্কুর (Rinku Singh) উপর আস্থা রেখেছেন বেঙ্কি মাইশোর, শাহরুখ খান’রা। বলিউড বাদশাহ শাহরুখ, রিঙ্কুর সাফল্য’র পর তাঁকে ‘মেরা বাচ্চা’ বলে বুকে জড়িয়ে নিতেও দ্বিধা করেন নি।

দেখে নিন সেই ভিডিও’টি-

Also Read: “ওকে দেখলেই আমার মনের মধ্যে….”, রোহিত শর্মার প্রেমে মজেছেন তার থেকে ১০ বছরের ছোট এই বলিউড সুন্দরী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *