“গৌতম আসায় দল…” ম্যাচ জিতেই আত্মহারা রিংকু সিং, লাইভ ক্যামেরায় KKR মেন্টরকে করলেন অপমান !! 1

Gautam Gambhir: ২০১২ ও ২০১৪ সালের পর দীর্ঘ ১০ বছর পর ট্রফির ফারা কাটলো কলকাতা নাইট রাইডার্সের (KKR)। লীগ তালিকায় ৯ ম্যাচে জয় পেয়েছিল কলকাতা ও দুই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যেতেই ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছিল। এরপর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হয়েছিল কলকাতাকে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে সরাসরি ফাইনালের জন্য চেন্নাইয়ের টিকিট কনফার্ম করে ফেলেছিল নাইট রাইডার্স। পাশাপশি, মেগা ফাইনালে তৃতীয় বারের জন্য চলতি সিজিনে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স।

SRH’কে হারিয়ে তৃতীয় ট্রফি জয় করলো KKR

Ipl 2024, kkr
Kolkata Knight Riders | Image: Getty Images

মেগা ফাইনালে কলকাতার বোলিং আক্রমণের সামনে ব্যাটিং ধস নামে সানরাইজার্স দলের। স্টার্কের (Mitchell Starc) প্রথম ওভারেই উইকেট হারান ইনফর্ম অভিষেক শর্মা (Abhishek Sharma), দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরতে হয় সতীর্থ ট্রেভিস হেডকে (Travis Head)। বৈভব অরোরার বলে গোল্ডেন ডাক হয়ে ফিরতে হয় মারকুটে হেডকে। দলের হয়ে সর্বাধিক ২৪ রানের ইনিংসটি এসেছিল অধিনায়ক প্যাট কামিন্স’এর ব্যাট থেকে। প্রথমে ব্যাটিং করে কেবলমাত্র ১১৩ রান বানাতে সক্ষম হয়েছিল হায়দ্রাবাদ দল। এই রান তাড়া করতে এসে ১০.৩ ওভারের মধ্যেই গুরবাজ (Rahmanullah Gurbaz) ও ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) বিধ্বংসী ইনিংসে জয় সুনিশ্চিত করে কলকাতা দল।

Read More: IPL শেষে ঘোষিত একাদশ, বাদের তালিকায় রোহিত-যশস্বী, সু্যোগ পেলেন বিরাট কোহলি !!

কলকাতার এই পারফরমেন্সের পিছনে সিংহভাগ অবদানটা রয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। ফাইনাল জয়ের পর গম্ভীরকে নিয়ে নানান মন্তব্য করতে শুরু করে দেন কলকাতা দলের প্লেয়াররা। তবে ম্যাচ জেতার পর ‘ধরা কে সরা জ্ঞান’ করলেন না স্টার প্লেয়ার রিংকু সিং (Rinku Singh)। ম্যাচ শেষে ইন্টারভিউ দিতে হর্ষ বোগলের কাছে হাজির হন একাধিক নাইট তারকারা, সেখানে হাজির ছিলেন হর্ষিত রানা (Harshit Rana), বৈভব অরোরা, নীতিশ রানা (Nitish Rana), রিংকু সিংরা (Rinku Singh)।

গম্ভীরকে অপমান করলেন রিংকু

Gautam Gambhir and Rinku Singh
Gautam Gambhir and Rinku Singh | Image: Twitter

নীতিশ গৌতম গম্ভীরের প্রশংসা করে বলেন, “যখন জানতে পেরেছিলাম গৌতম ভাই কেকেআরের মেন্টর হচ্ছেন তখন আমি বেশ খুশি হয়েছিলাম। আমি তাকে হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা জানাই এবং অনেক কিছুই লিখি। তবে তিনি আমাকে শুধু ধন্যবাদ জানান ও বলেন আমি সেদিন খুশি হবো যেদিন আমরা চ্যাম্পিয়নশিপ ট্রফিটি জিতবো।

নীতিশ যখন গম্ভীরের প্রশংসা করছিলেন তখন রিংকু বেশ খোশমেজাজে ছিলেন, রিংকুর কাছে হার্ষ বোগলে মাইক্রোফোন দিতেই রিংকু গম্ভীরকে নাম ধরেই ‘জিজি’ বলে ডেকে ফেলেন, পরে নিজের ভুল বুঝতে পেরে ‘জিজি স্যার’ বলে ডেকে ভুল সংশোধন করেন। তার এই ক্লিপটি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে।

Read Also: Gautam Gambhir: কলকাতাকে ট্রফি জিতিয়ে সরছেন গৌতম গম্ভীর, কাঁধে তুলে বিদায় জানালেন ক্রিকেটাররা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *