rinku-rivaba-seen-during-t20-wc-final

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আঙিনায় ইতিহাস লিখলো টিম ইন্ডিয়া (Team India)। সতেরো বছরের অপেক্ষা শেষে এলো ট্রফি। বার্বাডোজের কেনসিংটন ওভালে খেতাবী দ্বৈরথে মুখোমুখি হয়েছিলো ভারত ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া। প্রাথমিক বিপর্যয় সামলে তারা স্কোরবোর্ডে তোলে ১৭৬ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় প্রোটিয়ারাও। এরপর হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) ও ক্যুইন্টন ডি ককের সৌজন্যে একটা সময় ম্যাচের রাশ হাতে তুলে নিয়েছিলো তারা। তবে সঠিক সময় স্নায়ুর চাপ ধরে রেখে উইকেট তুলে নেওয়ায় জয় ছিনিয়ে নেয় ভারত। ৭ রানের ব্যবধানে আসে ট্রফি। ম্যাচের পর আবেগাপ্লুত তারকাদের ঘিরে তৈরি হলো একের পর এক দৃশ্যকল্প। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভীড়ে আলাদা করে নজর কেড়ে নিলেন রিঙ্কু সিং (Rinku Singh) ও রিভাবা জাদেজা (Rivaba Jadeja)।

Read More: অধিনায়ক রোহিত শর্মা, টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে ছয় ভারতীয়, নজর কাড়লেন আফগানরা !!

খেলার সুযোগ পেলেন না রিঙ্কু-

Rinku Singh | T20 World Cup | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল (IPL) জয়ের পরেই রিঙ্কু সিং (Rinku Singh) জানিয়ে দিয়েছিলেন যে “আমেরিকা যাচ্ছি, টি-২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরবো।” কথা রাখলেন তিনি। সত্যিই সেরার শিরোপা পেলো ‘মেন ইন ব্লু।’ দলের সাথে জয় উদ্‌যাপন করলেও আক্ষেপ নিশ্চয়ই থাকবে উত্তরপ্রদেশের তরুণের। টিম ইন্ডিয়া সাজঘরে গত এক মাস কাটালেও বিশ্বকাপজয়ীর পদক ঝোলে নি তাঁর গলায়। আদতে প্রধান স্কোয়াডের অংশ ছিলেন না তিনি। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিলো আমেরিকা ও ওয়েস্ট ইণ্ডিজে। মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ম্যাচগুলি শেষ হওয়ার পর ট্র্যাভেলিং রিজার্ভদের মধ্যে থেকে আবেশ খান ও শুভমান গিল’কে ফেরৎ পাঠানো হলেও রিঙ্কু (Rinku Singh) ও খলিল আহমেদ (Khaleel Ahmed) থেকে গিয়েছিলেন দলের সাথে। একটি ম্যাচেও খেলার সুযোগ পান নি। তবে গ্যালারি থেকে উপভোগ করেছেন ভারতের জয়।

রিভাবার সাথে দেখা গেলো রিঙ্কু’কে-

Ravindra Jadeja and Rivaba Jadeja with MS Dhoni | Image: Twitter
Ravindra Jadeja and Rivaba Jadeja with MS Dhoni | Image: Twitter

আইপিএল জয়ের পর কলকাতা নাইট রাইডার্স সতীর্থ নীতিশ রানা’র (Nitish Rana) স্ত্রী সাচি মারওয়া’র সাথে আনন্দে মেতেছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। সেলিব্রেশনের মুহূর্ত ভিডিও করতে দেখা গিয়েছিলো তাঁকে। আর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের দিনেও তাঁকে দেখা গেলো সতীর্থ রবীন্দ্র জাদেজার স্ত্রী’র সাথে। মাঠে যখন জাদেজা, রোহিত, বিরাটরা দক্ষিণ আফ্রিকার মহড়া নিচ্ছেন তখন কেনসিংটন ওভালের গ্যালারিতে পা খেলা দেখছিলেন রিঙ্কু সিং ও রিভাবা জাদেজা (Rivabad Jadeja)। সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার্স ছিলো রিঙ্কুর পরনে। রিভাবা পরেছিলেন কালো রঙের একটি শাড়ি। দুজনের মাঝে ক্রিকেটার খলিল আহমেদ থাকলেও বারবার নিজেদের মধ্যে আলাপচারিতা চালাতে দেখা যায় তাঁদের। মাঝে বসা খলিল অবশ্য কথোপকথনে যোগ না দিয়ে এক দৃষ্টিতে ফোকাস করেছিলেন রুদ্ধশ্বাস ম্যাচের দিকেই।

দেখে নিন ভিডিও-

টি-২০ থেকে অবসর নিলেন জাদেজা-

Ravindra Jadeja | T20 World Cup 2024 | Image: Getty Images
Ravindra Jadeja | Image: Getty Images

২০০৯ সালে টি-২০ ক্রিকেটে দেশের জার্সিতে পথচলা শুরু করেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দেড় দশকের কেরিয়ারে দাঁড়ি টানলেন শনিবার ওয়েস্ট ইন্ডিজের মাঠে কুড়ি-বিশের বিশ্বখেতাব (T20 World Cup) জিতে। দলের জয়ে বিশেষ অবদান রাখতে পারেন নি তিনি। ব্যাট হাতে সর্বোচ্চ মাত্র ১৭। মোট রান করেছেন ৩৫। অন্যদিকে বল হাতেও চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। কেবল ১ উইকেট নিয়েছেন ৮ ম্যাচ খেলে। সময় যে ফুরিয়ে আসছে তা হয়ত বুঝেছিলেন নিজেই। তাই রোহিত, বিরাটদের মত ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনিও। ইন্সটাগ্রাম পোস্টে গতকাল লেখেন, “হৃদয়ভরা কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-২০’কে বিদায় জানাচ্ছি। একটি গর্বিত অশ্বের মত আমি যখনই দেশের হয়ে মাঠে নেমেছি তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অন্যান্য ফর্ম্যাটগুলিতে তেমনটাই করে যাবো ভবিষ্যতে।”

Also Read: T20 World Cup: ট্রফি জিতেও রক্ষা নেই, ভারতীয় খেলোয়াড়দের নামে FIR দায়ের UP পুলিশের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *