reserve-days-for-ipl-play-off-games

IPL 2024: গতকাল শেষ হয়েছে আইপিএলের (IPL) লীগ পর্ব। ৭০টি জমজমাট ম্যাচের পর অবশেষে জানা গিয়েছে যে খেতাবী যুদ্ধে নাম লেখাচ্ছে কোন চার দল। কলকাতা (KKR), সানরাইজার্স (SRH) ও রাজস্থান (RR) টুর্নামেন্টের শুরু থেকেই পয়েন্ট তালিকার উপরের দিকেই ছিলো। তাদের প্লে-অফে জায়গা পাওয়া তাই বিশেষ চমক জাগায় নি বিশেষজ্ঞদের মনে। যথাক্রমে ২০, ১৭ ও ১৭ পয়েন্ট নিয়ে প্রথম তিনটি স্থান দখল করছে এই তিন দল। কিন্তু যেভাবে একের পর এক বাধা অতিক্রম করে শেষ সুযোগে বাজিমাত করে নক-আউট পর্বে নাম লিখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), তাকে কুর্নিশ না জানিয়ে পারছে না ক্রিকেটমহল।

একটা সময় ৮ ম্যাচে দুই পয়েন্ট ছিলো তাদের। শেষ ছয় ম্যাচে টানা জিতে প্লে-অফের টিকিট কনফার্ম করেছেন বিরাট (Virat Kohli), দু প্লেসিরা (Faf du Plessis)। প্রত্যাবর্তনের শুরুটা বেঙ্গালুরু করেছিলো সানরাইজার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে। এরপর টানা দুইবার তারা হারায় গুজরাতকে। ধর্মশালার মাঠে পাঞ্জাবকেও ধরাশায়ী করেন কোহলিরা (Virat Kohli)। চিন্নাস্বামীতে দিল্লীর বিরুদ্ধে জয় প্লে-অফের চর্চায় জায়গা করে দেয় বেঙ্গালুরুকে (RCB)। শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বী ছিলো চেন্নাই।

গতবারের চ্যাম্পিয়নরাও ছিলো শেষ চারের দৌড়ে। জয়, ১ পয়েন্ট, এমনকি হারলেও সুযোগ ছিলো তাদের সামনে। পক্ষান্তরে জয়ের সাথে সাথে ব্যবধানের কথাও মাথায় রাখতে হত রয়্যাল চ্যালেঞ্জার্সকে (RCB)। চেন্নাইয়ের সাথে সাথে অঙ্কের চ্যালেঞ্জেও উত্তীর্ণ হন কোহলি অ্যান্ড কোং। ২৭ রানে জিতে নেট-রান রেটে সুপার কিংসদের (CSK) টপকে পা রাখে শেষ চারে। এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজস্থান। অনেকে বলছেন আবহাওয়া প্রতিদ্বন্দ্বী হতে পারে তাদের। ম্যাচ ভেস্তে গেলে র‍্যাঙ্কিং-এ পিছিয়ে থাকার দরুণ ছিটকে যেতে পারে বেঙ্গালুরু। কিন্তু আদৌ সত্যি না তা। ব্যাট-বলের লড়াইতে প্রতিপক্ষকে পরাজিত করে আইপিএল (IPL) খেতাব জেতার সম্পূর্ণ সুযোগ থাকছে রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে।

Read More: মুম্বাই ছাড়ছেন রোহিত শর্মা, আসন্ন আইপিএলে লখনৌ দলকে দেবেন নেতৃত্ব !!

রিজার্ভ ডে’র ব্যবস্থা রয়েছে প্লে-অফে-

Rain Affected Several Matches in IPL 2024 | Image: Getty Images
Rain Affected Several Matches in IPL 2024 | Image: Getty Images

আইপিএলের (IPL) শেষলগ্নে এসে আবহাওয়া নিয়ে বাড়তি চিন্তা করতে হচ্ছে আয়োজক সংস্থা বিসিসিআই-কে। ইডেনে গত ১১ মে কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI) ম্যাচ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। ২০ থেকে কমিয়ে ১৬ ওভারে আনা হয় ম্যাচের দৈর্ঘ্য। এরপর মুম্বই বনাম লক্ষ্ণৌ, বেঙ্গালুরু বনাম চেন্নাই ম্যাচ’ও কিছুক্ষণ বন্ধ ছিলো বৃষ্টিতে। তবে কোনো ওভার কমাতে হয় নি। সমস্যা বেড়েছিলো আহমেদাবাদে গুজরাত টাইটান্স (GT) বনাম কলকাতা নাইট রাইডার্সের (KKR) ম্যাচ ঘিরে প্রবল বর্ষণে সেদিন শুরুই করা যায় নি খেলা। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

উপ্পলে একই দশা হয় সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম গুজরাত টাইটান্স (GT) ম্যাচেরও। এমনকি গতকালই গুয়াহাটিতে ঝড়-বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। লীগ পর্বের ম্যাচগুলি পরিত্যক্ত হিসেবে ঘোষিত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করা হয়েছে। কিন্তু প্লে-অফের খেলায় সেই সুবিধা নেই। সেই কারণেই আলাদা ব্যবস্থা রাহতে হচ্ছে বিসিসিআই-কে। এমনিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের জন্য এক ঘন্টা অর্থাৎ ৬০ মিনিট অতিরিক্ত রাখা হয়ে থাকে। কিন্তু প্লে-অফে কোনো ম্যাচ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলে তা শেষ করার জন্য রাখা হচ্ছে ১২০ মিনিট বা ২ ঘন্টা অতিরিক্ত সময়।

প্রাথিমিক লক্ষ্য থাকবে নির্ধারিত দিনেই ম্যাচ শেষ করার। তা যদি একান্তই না হয় অর্থাৎ নির্দিষ্ট দিনে ম্যাচ কোনো ভাবেই শেষ না করা যায়, তাহলে রয়েছে রিজার্ভ ডে’ও। আগে কেবল ফাইনালে রিজার্ভ ডে থাকত, তবে এবার প্লে-অফ পর্বের চারটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হচ্ছে বলে খবর। এখনও অবধি আবহাওয়ার পূর্বাভাসও আশা জাগাচ্ছে। মঙ্গলবার, বুধবার আহমেদাবাদে আকাশ মেঘলা থাকলেও ভারী বর্ষণের সতর্কতা জারি করে নি হাওয়া অফিস। শুক্র ও রবিবার চেন্নাইতেও বৃষ্টির সম্ভাবনা যথাক্রমে ২০ ও ১০ শতাংশ কেবল। গত মরসুমে বৃষ্টিতে তিন দিন ধরে চলেছিলো আইপিএল (IPL) ফাইনাল, এবার তেমনটা না হোক, প্রার্থনায় ক্রিকেটজনতা।

Also Read: IPL 2024: প্রকাশ্যে আইপিএলের প্লে-অফ সূচি, ফাইনালের পথ মসৃণ হতে চলেছে RCB-র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *