reason-behind-hardiks-captaincy-snub

মাঠ ও মাঠের বাইরে গত কয়েক মাসে বেশ চড়াই-উতড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। গত অক্টোবরে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) চলাকালীন গোড়ালিতে চোট পেয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার। সেই কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে চলে যেতে হয়েছিলো তাঁকে। প্রত্যাবর্তন ঘটান আইপিএলে (IPL)। কিন্তু সেখানেও সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো তাঁকে। গুজরাত টাইটান্স (GT) ছেড়ে হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স (MI) প্রত্যাবর্তন ও নেতার সিংহাসন লাভ মনঃপুত হয় নি সমর্থকদের একাংশের। তাঁরা গোটা মরসুম জুড়ে কটাক্ষ ও কটূক্তিতে ভরিয়েছেন তাঁকে। ব্যাটিং ও বোলিং ফর্ম’ও তলানিতে ঠেকেছিলো তাঁর। এরই মধ্যে সামনে আসে স্ত্রী নাতাশার (Natasa Stankovic) সাথে বিবাহবিচ্ছেদের গুঞ্জন।

দেওয়ালে প্রায় পিঠ ঠেকে যাওয়া হার্দিক (Hardik Pandya) ঘুরে দাঁড়ান টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। বল হাতে তুলে নেন ১১ উইকেট। ব্যাট হাতেও করেন ১৪৪ রান। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত অর্ধশতক, বা ফাইনালে স্নায়ুর চাপ সামলে অনবদ্য শেষ ওভার করে লাইমলাইটে ফেরেন তিনি। সমর্থকমহলে আইপিএল চলাকালীন তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিলো তাঁকে। বিশ্বকাপের সাফল্য ফের ‘ফ্যান ফেভারিট’ তকমা ফিরিয়ে দেয় তাঁকে। যখন মনে করা হচ্ছিলো যে কঠিন সময় কাটিয়ে উঠেছেন হার্দিক, তখনই অবশ্য জোড়া ধাক্কার সম্মুখীন হতে হয় তাঁকে। স্ত্রী নাতাশার সঙ্গে ডিভোর্সের খবরে পড়ে সিলমোহর। একই সঙ্গে ভারতীয় দলের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড় থেকেও ছেঁটে ফেলা হয় তাঁকে। সকলকে চমকে দিয়েই এগিয়ে যান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

Read More:IND vs PAK, Asia Cup 2024: ডাম্বুলাতে পাকিস্তানকে নাস্তানাবুদ করলো টিম ইন্ডিয়া, ৭ উইকেটে ছিনিয়ে নিলো সহজ জয় !!

ফিটনেস সমস্যায় নেতৃত্ব হাতছাড়া হার্দিকের-

Hardik Pandya | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

২০২২-এর আইপিএলে (IPL) অধিনায়ক হিসেবে নজর কেড়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সের (GT) দায়িত্ব নিয়ে প্রথম মরসুমেই তাদের ট্রফি এনে দেন তিনি। হার্দিকের (Hardik Pandya) আগ্রাসী নেতৃত্ব নজর কেড়ে নিয়েছিলো সেই সময়। এরপরই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার রেডারে আসেন তিনি। ঐ বছরই রোহিত শর্মা’র অবর্তমানে আয়ারল্যান্ডে সিরিজে প্রথমবার ভারতের টি-২০ অধিনায়ক হিসেবে মাঠে নামেন তিনি। এরপর নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মত প্রতিপক্ষের বিরুদ্ধেও রোহিতের অবর্তমানে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাঁচটি সিরিজে অধিনায়ক হিসেবে মাঠে নেমে জিতেছেন ৪টিতে। রোহিত টি-২০ বিশ্বকাপের পর সরে দাঁড়ানোয় অনেকেই মনে করেছিলেন যে স্থায়ী দায়িত্ব পাচ্ছেন হার্দিকই।

সকলকে এক প্রকার অবাক করেই উলটোপথে হেঁটেছে টিম ইন্ডিয়া (Team India)। হার্দিক নয়, বরং টি-২০ অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদব’কে। এমনকি তারকা অলরাউন্ডারের ভাগ্যে জোটে নি সহ-অধিনায়ক পদ’ও। সেই দায়িত্ব পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। আচমকা কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন অনেকে। অবশেষে মিলেছে জবাব। সংবাদসংস্থা ‘দৈনিক জাগরণ’ সূত্রে জানা গিয়েছে যে হার্দিকের (Hardik pandya) ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে দ্বিধা রয়েছে বোর্ডের অন্দরে। এর আগেও বেশ কয়েকবার চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে কাটিয়েছেন তিনি। চোটপ্রবণ অধিনায়ক চায় নি ক্রিকেট নিয়ামক সংস্থা। একইসাথে নয়া কোচ গম্ভীরের ভোট সূর্যের পক্ষে যাওয়ায় তাঁকেই করা হয়েছে অধিনায়ক।

Also Read: আইপিএল শুরুর আগেই কপাল পুড়ছে শুভমান গিল দের, বিক্রি হচ্ছে গুজরাত টাইটান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *