rcb-sues-uber-ad-featuring-travis-head

আইপিএল (IPL) খেলতে এই মুহূর্তে ভারতে রয়েছেন অস্ট্রেলীয় তারকা ট্র্যাভিস হেড (Travis Head)। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বেশ কয়েকটি দুর্দান্ত ইনিংসও খেলেছেন বাম হাতি ওপেনার। অর্ধশতক করেছেন রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ঝোড়ো ৪৭ করেছেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষেও। ক্রিকেটের পাশাপাশি আইপিএলের মরসুমে বিজ্ঞাপনের বাজারেও ঝড় তুলেছেন হেড (Travis Head)। অ্যাপ ক্যাপ সংস্থা উবেরের বাইক ট্যাক্সি সার্ভিসের বিজ্ঞাপনে প্রধান মুখ করা হয়েছে তাঁকে। ইতিমধ্যে বেশ কয়েকটি আলাদা আলাদা বিজ্ঞাপনী ভিডিওতে দেখা গিয়েছে তাঁকে। ক্রিকেট মাঠে যেমন ডাকাবুকো ব্যাটিং করেন তিনি, বিজ্ঞাপনেও তাঁর চরিত্রটিকে তেমনই ভয়ডরহীন হিসেবেই তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি বিজ্ঞাপনেই মজার ছলে খোঁচা দেওয়া হয়েছ হেডের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্সের প্রতিপক্ষ দলগুলিকে।

Read More: IPL 2025: “জারিজুরি খতম…” মুম্বইয়ের বিরুদ্ধে নড়বড়ে সানরাইজার্স ব্যাটিং, সোশ্যাল মিডিয়ায় ট্রলিং-এর মুখে ‘অরেঞ্জ আর্মি’ !!

হাইকোর্টে মামলা করেছে আরসিবি-

Travis Head | Image: Getty Images
Travis Head | Image: Getty Images

দিনকয়েক আগে ‘ব্যাডিজ ইন বেঙ্গালুরু’ নামে একটি বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ করেছিলো উবের সংস্থা। সেখানে দেখানো হয়েছে যে গোপনে বেঙ্গালুরুর মাঠে ঢুকে স্প্রে পেন্টের সাহায্যে তাদের দলের নাম বদলে ‘রয়্যালি চ্যালেঞ্জড বেঙ্গালুরু’ করে দিয়ে আসছেন ট্র্যাভিস হেড (Travis Head)। এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি। গোটা বিষয়টিকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে দিল্লী হাইকোর্টে উবের ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করেছে তারা। এই মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) স্পন্সর হিসেবে রয়েছে উবের মোটো। তাদের নথিভুক্ত করা ট্রেডমার্কের অপব্যবহার করে এহেন বিজ্ঞাপন নির্মাণের এক্তিয়ার ঐ অ্যাপ ক্যাপ সংস্থার নেই বলেই আদালতে জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র আইনজীবি। পালটা দিয়েছে উবের’ও। মামলাটিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছে তারা।

বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির (RCB) পক্ষ থেকে ঐ বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তীকালীন ইনজাংশন দাবী করা হয়েছিলো। সেক্ষেত্রে ঐ বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি হতে পারত। বিতর্কিত অংশ বাদ’ও দিতে হত পারত উবের’কে। কিন্তু দুই পক্ষের সওয়াল-জবাব শুনলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও দেয় নি দিল্লী হাইকোর্ট। সময় চেয়ে নিয়েছে মহামান্য আদালত। অ্যাপ ক্যাপ সংস্থা উবেরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি বাণিজ্যিক বাক্‌ স্বাধীনতার আওতায় পড়ে। ট্র্যাভিস হেড’কে (Travis Head) নিয়ে ঐ বিজ্ঞাপন বানিয়ে কোনো রকম অন্যায় বা আরসিবি’র ট্রেডমার্কের অপব্যবহার করে নি তারা। ফলে ঐ বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করা বা বিতর্কিত অংশ ছেঁটে ফেলার কোনো প্রয়োজন নেই। শেষমেশ কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, ক্রিকেট তারকা ট্র্যাভিস হেড’কে কোনো সমস্যায় পড়তে হয় কিনা সেদিকে তাকিয়ে ক্রিকেটমহল।

দেখুন বিজ্ঞাপন’টি-

বেঙ্গালুরুর হয়ে খেলেছেন হেড-

Travis Head Playing For RCB | Image: Twitter
Travis Head Playing For RCB | Image: Twitter

গত বছর থেকে সানরাইজার্সের হয়ে খেলছেন ট্র্যাভিস হেড (Travis Head)। কিন্তু আইপিএলের আঙিয়ায় তাঁর পথচলাটা শুরু হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই। ২০১৬ সালে প্রথমবার সুযোগ পেয়েছিলেন তিনি। ৩ ম্যাচে ২৭ গড়ে করেন ৫৪ রান। সেই বছর ফাইনালও খেলেছিলো আরসিবি। পরের বছর অর্থাৎ ২০১৭তে ৭টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন বাম হাতি তারকা। তখন অবশ্য ওপেনার নয়, মাঠে নামতেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। ৩০.২০ গড়ে ১৫৪ রান করেন। একটি ঝলমলে ৭৫* রানের ইনিংসও খেলেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিলো ১৪০-এর কাছাকাছি। এরপর আর তাঁকে ধরে রাখে নি ফ্র্যাঞ্চাইজি। ২০১৭-এর পর আইপিএল থেকে লম্বা বিরতি নিয়েছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার। ফেরেন ২০২৪ সালে। গত মরসুমে ‘অরেঞ্জ আর্মি’র হয়ে ১৯১.৫৫ স্ট্রাইক রেটে ৫৬৭ করেছিলেন ১৫। সেই সুবাদেই এবার ‘রিটেনড’ হয়েছেন তিনি।

Also Read: ছাঁটাই কোচ গম্ভীরের ডান হাত, ইংল্যান্ড সফরের আগে বড়সড় রদবদল ভারতীয় দলের অন্দরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *