RCB'এর মাথা ব্যাথার কারণ হলেন ভেঙ্কটেশ আইয়ার, জলে গেল ৭ কোটি টাকা !! 1

সম্প্রতি আইপিএলের (IPL 2025) মিনি নিলামে একাধিক তরুণ ক্রিকেটারদের প্রতি আগ্রহ প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তাদের ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্মেন্স এই সুযোগ তৈরি করে দিয়েছে। বর্তমানে বিজয় হাজারে ট্রফিতেও (Vijay Hazare Trophy 2025-26) প্রতিভাবান ক্রিকেটাররা বিশেষ নজর কাড়ছেন। তবে ভেঙ্কটেশ আইয়ার এখনও নিজের ছন্দ খুঁজে পাচ্ছেন না। এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে হতাশ করেছিলেন। দল ছেড়ে দেওয়ায় মিনি নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB) গেছেন এই তারকা ব্যাটসম্যান। কিন্তু এখনও ফর্মে ফিরতে পারছেন না। চলতি বিজয় হাজারে ট্রফিতেও তার হতাশাজনক ছবি ধরা পড়েছে।

Read More: CSK’তে এন্ট্রি নিয়ে গুরুদায়িত্ব পেলেন সঞ্জু স্যামসন, ধোনি ছাড়লেন নিজের চেয়ার !!

ধারাবাহিকভাবে ব্যর্থ ভেঙ্কটেশ-

RCB'এর মাথা ব্যাথার কারণ হলেন ভেঙ্কটেশ আইয়ার, জলে গেল ৭ কোটি টাকা !! 2
Venkatesh Iyer | Image: Getty Images

গত বছর বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশ ভেঙ্কটেশ আইয়ারের নেতৃত্বে মাঠে নেমেছিল। এই বছর টুর্নামেন্টেও তার অধিনায়কত্বে মাঠে নেমেছে মধ্যপ্রদেশ। ধারাবাহিকভাবে তিন ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছে দলটি। কিন্তু ভেঙ্কটেশ ব্যাট হাতে কামব্যাক করতে পারছেন না। প্রথম ম্যাচে রাজস্থানকে ৯৯ রানে পরাজিত করে মধ্যপ্রদেশ। এই ম্যাচে অধিনায়ক ৪২ বলে মাত্র ৩৪ রান‌ সংগ্রহ করেন।

দ্বিতীয় ম্যাচে তামিলনাড়ুর বিপক্ষে রান তাড়া করতে নেমে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩২ রান। এর ফলে দল রীতিমতো চাপের মুখে পড়ে গিয়েছিল। তৃতীয় ম্যাচেও ভেঙ্কটেশ রীতিমতো হতাশ করেন। কেরালার বিপক্ষে ১৬ বলে মাত্র ৮ রান করে আউট হন। দল ৪৭ রানে জয় পেলেও অধিনায়কের রান না পাওয়া দলকে স্বাভাবিকভাবেই চিন্তার মধ্যে রেখেছে।

চিন্তায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-

Venkatesh Iyer, ipl 2025
Venkatesh Iyer | Image: Getty Images

শেষ আইপিএলের মেগা নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) কলকাতা নাইট রাইডার্স ২৩.৭৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল।‌ কিন্তু এই দলের হয়ে জ্বলে উঠতে পারেননি এই তারকা। এই বছর ১১ ম্যাচে মাত্র ১৪২ রান সংগ্রহ করেছিলেন। তার ব্যাট থেকে এসেছিল মাত্র ১ টি অর্ধশতরান। ফলে আগামী মরসুমের আগে ভেঙ্কটেশ আইয়ারকে নাইট কর্মকর্তারা ছেড়ে দেন।

মিনি নিলামে তাকে দলে ফিরিয়ে আনার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাইনি কেকেআর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ৭ কোটি টাকার বিনিময়ে এই তারকা ব্যাটসম্যানকে তুলে নিয়ে রীতিমতো চমক দিয়েছে। তবে ভেঙ্কটেশ আইয়ার ফর্মে না ফেরায় চিন্তায় রয়েছেন কর্মকর্তারা। আরবিসি মিডল অর্ডারে তাকে সামনে রেখেই দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছে‌। ফলে তার ব্যাটিং ব্যর্থতা এই বছর চ্যাম্পিয়নদের বর্তমানে মাথা ব্যাথার অন্যতম কারণ।

Read Also: ডিভোর্সের পর ডিভোর্স, ২০২৫ সালে ঘর ভেঙেছে এই তারকা ক্রিকেটারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *