রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে ২০২৪-এর আইপিএলে বিস্তর ওঠানামার সম্মুখীন হতে হয়েছিলো ফাফ দু প্লেসি’কে (Faf du Plessis)। বিরাট কোহলির (Virat Kohli) সাথে তাঁর বিখ্যাত ওপেনিং জুটি বিশেষ সুবিধা করতে পারে নি। অরেঞ্জ ক্যাপ-এর তালিকায় কোহলি শীর্ষে থাকলেও আশানুরূপ রান করতে পারেন নি দু প্লেসি (Faf du Plessis)। ১৫ ম্যাচে ২৯.২০ গড়ে ৪৩৮ রান’ই করতে সক্ষম হয়েছিলেন তিনি। আগামী মরসুমে রয়েছে মেগা অকশন। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে কেবল ৩ থেকে ৪ জন ক্রিকেটারকেই রিটেন করার সুযোগ দিতে পারে বিসিসিআই। আরসিবি (RCB) আদৌ দু প্লেসি’কে ধরে রাখবে কিনা তা নিয়ে এই মরসুমের পারফর্ম্যান্সের পর প্রশ্ন উঠছিলো। ৪০ ছুঁইছুঁই ক্রিকেটার কি আদৌ ২০২৫-এ দল পাবেন? নিশ্চিত ছিলেন না অনেক বিশেষজ্ঞ।
Read More: গম্ভীরেই আস্থা বোর্ডের, দায়িত্ব নেওয়ার আগে দল গোছানোর স্বাধীনতা পাচ্ছেন নয়া কোচ !!
মার্কিন মুলুকে আজ মেজর লীগ ক্রিকেট (MLC) খেলতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) সমর্থকদের যেন আশ্বস্তই করলেন দু প্লেসি (Faf du Plessis)। বোঝালেন বয়স বাড়লেন ধুন্ধুমার ব্যাটিং ভোলেন নি তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) জার্সি গায়ে চাপালেও মেজর লীগ ক্রিকেটে তিনি খেলছেন চেন্নাই সুপার কিংসের (CSK) মালিকানাধীন টেক্সাস সুপার কিংসের হয়ে। সাথে সামলাচ্ছেন অধিনায়কত্বও। আজ মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে ওয়াশিংটন ফ্রিডমের (WF) বিরুদ্ধে ম্যাচ ছিলো টক্সাস দলের। প্রথমে ব্যাটিং করে তারা। ওপেন করতে নেমে ঝড় তোলেন দু প্লেসি (Faf du Plessis)। টি-২০ বিশ্বকাপে সাড়া জাগানো সোউরভ নেত্রাভালকার ছিলেন ওয়াশিংটন ফ্র্যাঞ্চাইজিতে। ছিলেন মার্কো ইয়ানসেন, আকেল হোসেন, লকি ফার্গুসনের মত ক্রিকেটদুনিয়ার পরিচিত নাম। কিন্তু আজ দু প্লেসি ঝড়ে বিধ্বস্ত হতে হলো সবাইকেই।
দুর্ধর্ষ ইনিংস প্রোটিয়া ক্রিকেটার সাজান ১২টি চার ও ৩ টি বিশাল ছক্কার সাহায্যে। নেত্রাভালকারের বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দেওয়ার আগে সম্পূর্ণ করেন কেরিয়ারের ষষ্ঠ টি-২০ শতরান। মাত্র ৫৮ বলে ১০০ করেন তিনি। দু প্লেসির (Faf du Plessis) পাশাপাশি টেক্সাসের হয়ে কার্যকরী ইনিংস খেলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (৩৯) ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস’ও (২৯)। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয়েছিলো তারা। তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং করতে দেখা গিয়েছিলো ওয়াশিংটন ফ্রিডমকেও। মাত্র ৪ ওভারে ৬২ রান তুলে ফেলে তারা। টি-২০ বিশ্বর্যাঙ্কিং-এ শীর্ষে থাকা ট্র্যাভিস হেড করেন ১২ বলে ৩২*, স্টিভেন স্মিথের সংগ্রহ ১৩ বলে ২৬। কিন্তু ৪ ওভারের পর আবহাওয়ার জন্য আর খেলা এগোয় নি। শেষমেশ পরিত্যক্ত ঘোষিত হয় তা। পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
Faf Du Plessis TAKE A BOW! 🙇 What a stunning inning from the captain himself! 😮 #MLC | #CognizantMajorLeagueCricket | #T20 pic.twitter.com/cgWVxLzx7J
— Major League Cricket (@MLCricket) July 8, 2024
Also Read:বিরাট কোহলির বিরুদ্ধে দায়ের হলো FIR, নিয়ম ভেঙে বড় শাস্তির মুখে ক্রিকেট মহাতারকা !!