rcb-ipl-play-off-chances-still-alive, ipl 2024
RCB | Image: Getty Images

IPL 2024: আইপিএলের (IPL) শুরুটা মোটেই ভালো করতে পারে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। প্রথম ম্যাচে হারতে হয়েছিলো চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতলেও এরপর টানা ছয়টি ম্যাচ হেরে বসেছিলেন বিরাট কোহলি (Virat Kohli), ফাফ দু প্লেসি’রা। টুর্নামেন্ট থেকে তাদের এক প্রকার বাতিলের খাতাতেই ফেলে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সবাইকে চমকে দিয়ে আইপিএলের (IPL) দ্বিতীয় অর্ধে দুর্দান্ত কামব্যাক করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স। হারিয়েছে সানরাইজার্সকে, দুইবার জিতেছে গুজরাতের (GT) বিপক্ষে, পরাজিত করেছে পাঞ্জাবকেও। এরপর গতকাল দিল্লীকে (DC) হারিয়ে প্লে-অফের দৌড়েও দারুণভাবে সামিল হয়েছে তারা।

চিন্নাস্বামীতে গতকাল মরণবাঁচন ম্যাচ ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) কাছে। জিতলে বেঁচে থাকবে আশা, হারলে ভাঙবে স্বপ্ন, এহেন পরিস্থিতিতে খেলতে নেমেছিলো তারা। টসে হেরে প্রথম ব্যাটিং করে বেঙ্গালুরু (RCB)। রজত পতিদারের অর্ধশতক, বিরাট কোহলি, ক্যামেরন গ্রিনদের কার্যকরী ইনিংসের সৌজন্যে ২০ ওভারে দিল্লীর বিরুদ্ধে ১৮৭ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স। রান তাড়া করতে নামা দিল্লীকে প্রথম ধাক্কা দেন স্বপ্নীল সিং। তুলে নেন ডেভিড ওয়ার্নারকে। এরপর ধীরে ধীরে ম্যাচে জাঁকিয়ে বসেন বোলাররা। ফিল্ডিং-এ নজর কাড়ে বেঙ্গালুরু। দিল্লীর স্ট্যান্ড-ইন অধিনায়ক অক্ষর প্যাটেলের অর্ধশতক ব্যর্থ করে তারা জয় ছিনিয়ে নেয় ৪৭ রানে। বাঁচিয়ে রাখে শেষ চারের স্বপ্ন।

Read More: “ট্রফি জয় নিশ্চিত…” দিল্লির বিরুদ্ধে একটানা ৫ ম্যাচ জিতে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং RCB !!

যে সমীকরণে শেষ চারে যাবে বেঙ্গালুরু-

Royal Challengers Bengaluru | IPL 2024 | Image: Getty Images
Royal Challengers Bengaluru | IPL 2024 | Image: Getty Images

আইপিএলের (IPL) পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ১২ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। একমাত্র দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস (RR)। তাদের সামনে গতকাল সুযোগ ছিলো প্লে-অফের ছাড়পত্র আদায় করে নেওয়ার, কিন্তু চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে হার খানিক ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাদের। তিন নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। রাজস্থানকে হারানোর পর ১৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা এখন ১৪। চার নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১২ ম্যাচ খেলে তারাও রয়েছে ১৪ পয়েন্টে। নেট রান রেটে পিছিয়ে থাকায় সুবিধা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি’রা। এরপর রয়েছে বেঙ্গালুরু। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ১২।

টানা পাঁচ ম্যাচ জেতা বেঙ্গালুরু (RCB) এই মুহূর্তে প্রথম চারের বাইরে থাকলেও তাদের প্লে-অফ সম্ভাবনাকে এখনি উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। যদিও শেষ চারে যেতে গেলে জটিল সমীকরণের ধাঁধা পেরোতে হবে বিরাট কোহলিদের (Virat Kohli)। যদি সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) নিজেদের বাকি দুই ম্যাচের মধ্যে একটিতেও জিতে যায় এবং সাত নম্বরে ১২ ম্যাচে ১২ পয়েন্টে থাকা লক্ষ্ণৌ নিজেদের একটি ম্যাচ হারে তাহলে ১৮ তারিখের বেঙ্গালুরু (RCB) বনাম চেন্নাই (CSK) ম্যাচটি হয়ে দাঁড়াতে পারে ভার্চুয়াল নক-আউট। বর্তমানে চেন্নাইয়ের নেট রান-রেট +০.৫৩৮ ও রয়্যাল চ্যালেঞ্জার্সের +০.৩৮৭। ১৮ তারিখ ঘরের মাঠে শুধু জিতলে হবে না বেঙ্গালুরুকে। নেট রান রেটের এই ঘাটতি মেটাতে হলে জয় পেতে হবে অন্তত ১৮ রানের ব্যবধানে, অথবা রান তাড়া করতে হবে ১৮.১ ওভারের মধ্যে।

দেখে নিন IPL-এর পয়েন্ট তালিকা-

IPL Points Table | Image: Twitter

Also Read: IPL 2024: ছুটছে ‘গুরু’ গম্ভীরের অশ্বমেধের ঘোড়া, দুর্দান্ত রেকর্ড গড়লেন নাইটদের ‘মেন্টর’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *