ভারতের সেরা অলরাউন্ডারদের নামের তালিকা প্রস্তুত করতে হলে উপরের দিকেই জায়গা দিতে হবে রবীন্দ্র জাদেজা’কে (Ravindra Jadeja)। বাম হাতি ক্রিকেটার এক দশকেরও বেশী সময় ধরে টিম ইন্ডিয়াকে নিরন্তর ‘সার্ভিস’ দিয়ে চলেছেন। ২০০৯ সালে টি-২০ ও ওডিআই ক্রিকেটে পথচলা শুরু হয় তাঁর। ২০১২ সালে অভিষেক হয় টেস্ট ক্রিকেটে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। দেশের হয়ে ৭২ টেস্টে ৩০৩৬ রান ও ২৯৪ উইকেট নিয়েছেন তিনি। ১৯৭টি একদিনের ম্যাচে নিয়েছেন ২২০টি উইকেট, করেছেন ২৭৫৬ রান। কুড়ি-বিশের ফর্ম্যাটে ৭৪ ম্যাচে ৫১৫ রান ও ৫৪ উইকেট রয়েছে তাঁর। পরিসংখ্যানই প্রমাণ করছে যে ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই অনবদ্য জাদেজা (Ravindra Jadeja)। আন্তর্জাতিক আঙিনায় প্রতিভার স্বাক্ষর রাখার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও বাজিমাত করেছেন তিনি। রঞ্জি ট্রফিতে করেছেন ৩টি ত্রিশতরান।
Read More: IPL 2025: বিদেশি নয় বরং এই ভারতীয় খেলোয়াড়ের উপর মেগা নিলামে হতে চলেছে কোটি টাকার বৃষ্টি !!
দুর্দান্ত ত্রিশতক রবীন্দ্র জাদেজার-
২০১২ সালে রঞ্জি ট্রফির আসরে সাড়া ফেলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি খেলতে নেমে রেলওয়েজের বিরুদ্ধে করেছিলেন ঝলমলে ত্রিশতরান। রাজকোটের মাঠে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো সৌরাষ্ট্র। শুরুটা ভালো হয় নি তাদের। চিরাগ পাঠক, ভূষণ চৌহান, সাগর যোগিয়ানি দ্রুত ফেরেন সাজঘরে। চারে ব্যাট করতে নেমে ইনিংসের হাল ধরেন রবীন্দ্র জাদেজা। সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar), মুরলী কার্তিকের মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বোলিং লাইন আপ থাকা সত্ত্বেও জাদেজার বিরুদ্ধে নাস্তানাবুদ হতে হয় রেলওয়েজকে। নিখুঁত ব্যাটিং করে শতক, দ্বিশতক পেরিয়ে ত্রিশতকের মাইলস্টোন’ও ছুঁয়ে ফেলেন রবীন্দ্র জাদেজা। হার্দিক রাঠৌরের বলে আউট হওয়ার আগে ২৯টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫০১ বলে ৩৩১ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন তিনি। ওড়িশা ও গুজরাতের পর রেলওয়েজের বিপক্ষে নিজের তৃতীয় ত্রিশতরানটি করেন জাদেজা (Ravindra Jadeja)।
নিষ্ফলা ম্যাচে ৩ পয়েন্ট সৌরাষ্ট্রের-
রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ধুন্ধুমার ৩৩১ রানের পাশাপাশি কমলেশ মাকওয়ানার ১০০ ইনিংস সৌরাষ্ট্রকে পৌঁছে দেয় ৫৭৬ রানে। হাতে এক উইকেট থাকা সত্ত্বেও ডিক্লেয়ার করে দেয় তারা। জবাবে ব্যাট করতে নেমে রেলওয়েজ গুটিয়ে গিয়েছিলো ৩৩৫ রানে। অর্ধশতক করেন শ্রীবন্ত শুক্লা, ভইরামুণ্ডী চেলুভারাজ ও পরাগ মোহন মাডাকাইকার। লোয়ার অর্ডারে ৬২ বলে ৬২ রানের ইনিংস খেলেন মুরলী কার্তিক’ও (Murali Karthik)। কিন্তু ৩৩৫ রানের বেশী এগোতে পারে নি রেলওয়েজ। প্রথম ইনিংসে ২৪১ রানে পিছিয়ে থেকে ফলো অন করতে নেমেছিলো রেলওয়েজ। কিন্তু বিনা উইকেটে তারা যখন ২৭, তখনই যবনিকা পড়ে ম্যাচের। ড্র-এর সিদ্ধান্ত মেনে নেন দুই অধিনায়ক। প্রথম ইনিংসে এগিয়ে থাকার দরুণ ৩ পয়েন্ট অবশ্য পায় সৌরাষ্ট্র।
শ্রীলঙ্কা সফরে সুযোগ পান নি জাদেজা-
টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর কেরিয়ারের একটি অধ্যায়ে ইতি টেনেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সরে দাঁড়িয়েছেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে। কোহলি-রোহিতের মত তিনিও জানিয়ে দিয়েছেন যে টি-২০ আর খেলবেন না তিনি। নিজের বিদায়বার্তায় পরিষ্কার করে দিয়েছিলেন যে টেস্ট ও ওডিআই খেলবেন অদূর ভবিষ্যতে। তা সত্ত্বেও অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে রাখা হয় নি জাদেজা’কে। ররং স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও ওয়াশিংটন সুন্দর। সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো মুখ্য নির্বাচক অজিত আগরকারকে (Ajit Agarkar)। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাদ দেওয়া হয় নি জাদেজাকে। বরং বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।