আবারও টিম ইন্ডিয়ার কোচ হতে আগ্রহী রবি শাস্ত্রী, প্রত্যাখ্যান করলেন IPL-এর হাতছানি !! 1

নতুন কোচের সন্ধানে টিম ইন্ডিয়া (Team India)। ২০২১-এর শেষ দিকে রবি শাস্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) দায়িত্ব দিয়েছিলো বিসিসিআই। সেই সময় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন দ্রাবিড়। একইসাথে সামলাচ্ছিলেন অনুর্দ্ধ-১৯ দলের কোচিং-ও। সিনিয়র দলের প্রশিক্ষক হতে প্রথমে রাজী হন নি তিনি। তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে শেষমেশ সম্মতি দেন। তাঁর কোচিং জমানার শুরুটা আশাপ্রদ হয় নি বিশেষ। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার সম্মুখীন হয় টিম ইন্ডিয়া (Team India)। ২০২৩ সালে এশিয়া কাপ জেতে দল। তবে হারতে হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ ফাইনালে।

গত ১৯ নভেম্বরের ওডিআই বিশ্বকাপের ফাইনালের পরেই চুক্তির মেয়াদ ফুরিয়েছিলো রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। নতুন কোচ কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিলো তখনই। তবে ২০২৪-এর জুন মাসের টি-২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিলো দ্রাবিড়ের। টুর্নামেন্ট মিটলেই যে নতুন করে কোচের সন্ধান শুরু করা হবে তা দিনকয়েক আগে স্পষ্ট করে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। তাঁর বয়ানমতই গত পরশু রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনপত্র জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। নতুন করে আবেদন করবেন দ্রাবিড়? নাকি কোচের পদে অন্য কেউ? এই জল্পনার মাঝেই বিরাটদের প্রাক্তন হেডস্যর রবি শাস্ত্রী (Ravi Shastri) জানালেন তাঁর ভবিষ্যত পরিকল্পনার কথা।

Read More: IPL 2024: ঘরের মাঠে লড়লেন রিয়ান পরাগ, পাঞ্জাবের বিপক্ষে রাজস্থান থেমে গেলো ১৪৪ রানে !!

শাস্ত্রীর মুখে টিম ইন্ডিয়ার কথা-

Ravi Shastri | Team India | Image: Getty Images
Ravi Shastri | Image: Getty Images

২০১৪ সালে টিম ডায়রেক্টর হিসেবে ভারতীয় দলের সাজঘরে প্রবেশ করেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। ২০১৬ অবধি দায়িত্বে ছিলেন তিনি। এরপর সঞ্জয় বাঙ্গারের হাতে অন্তর্বর্তীকালীন দায়িত্ব তুলে দেওয়া হয়। পরে পূর্ণ সময়ের কোচের ভূমিকায় অভিষেক হয় অনিল কুম্বলের (Anil Kumble)। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির সাথে কোচ কুম্বলের দ্বন্দ্বে সেই সময় কেঁপে উঠেছিলো টিম ইন্ডিয়ার অন্দরমহল। সরানো হয় কুম্বলেকে। ফের একবার কোচ হয়ে ফেরেন কোহলি’র পছন্দের শাস্ত্রীই। এরপর ২০২১ অবধি তিনিই দায়িত্ব সামলেছেন ভারতীয় দলের। এই সময়কালের মধ্যে ভারত বিশ্বকাপ বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ না জিতলেও অস্ট্রেলিয়াকে দুইবার তাদের দেশে টেস্ট সিরিজে হারাতে সক্ষম হয়েছিলো।

প্রায় তিন বছরের বিরতির পর ফের কি টিম ইন্ডিয়ার (Team India) কোচের পদে ফিরবেন রবি শাস্ত্রী? ভারতীয় ক্রিকেট বোর্ড কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতেই শুরু হয়েছে চর্চা। ক্রিকেটার রবিচন্দ্রণ অশ্বিনের ইউটইউব চ্যানেলে তিনি জানান, “আইপিএলে কোচিং করাতে আমি আগ্রহী নই। ভারতীয় দলের কোচ হিসেবে ৭ বছর কাটানোর পর তো আরও নয়। তুমি কখনোই বলতে পারো না নতুন কি সুযোগ তোমার জন্য অপেক্ষা করে রয়েছে, আর তাতে কতটা তুমি জড়িয়ে পড়বে।” নতুন সুযোগ বলতে ঠিক কি বুঝিয়েছেন শাস্ত্রী (Ravi Shastri) তা এখনও পরিষ্কার নয়। তবে জাতীয় কোচের পদে চাইলেও সম্ভবত ফিরতে পারবেন না তিনি। আবেদনকারীর বয়সসীমা ৬০ বছর ঠিক করেছে বোর্ড। শাস্ত্রীর বয়স এখন ৬১। আবেদনই করতে পারবেন না তিনি।

Also Read: IPL 2024: প্লে-অফের স্বপ্ন এখনও বেঁচে দিল্লীর, এই পথে শেষ চারে পা রাখতে পারে ঋষভ অ্যান্ড কোং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *