IPL শুরুর আগেই নতুন ক্যাপ্টেন ঘোষণা করলো মুম্বাই, হার্দিক নয় এই খেলোয়াড় পেলেন দায়িত্ব !! 1

গত মাসের শেষ সপ্তাহে আয়োজন করা হয়েছিল আইপিএল ২০২৫-এর নিলাম। নিলামের মঞ্চে প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের স্কোয়াড গঠন করেছে। জানা গিয়েছে আসন্ন আইপিএল মার্চ- মাস থেকে শুরু হতে চলেছে এবং সেটি চলবে আগামী মে মাস পর্যন্ত। নিলামের মঞ্চে এবার কিস্তিমাত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI), শুধু নিলামের মঞ্চে নয় নিলামের আগেও মুম্বাই ইন্ডিয়ান্স তাদের রিটেন করা খেলোয়াড় হিসেবে ৫ তাবর তাবর খেলোয়াড়কে রিটেন করেছিল মুম্বাই ফ্রাঞ্চাইজি। প্রথমত জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ১৮ কোটি দিয়ে রিটেন করে মুম্বই পল্টন, তাছাড়া হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), রোহিত শর্মা (Rohit Sharma) এবং তিলক ভার্মাকে (Tilak Varma) রিটেন করেছিল ফ্রাঞ্চাইজি। তবে, নিলামের মঞ্চে আরোও কয়েকজন টি-টোয়েন্টি স্পেশালিস্ট খেলোয়াড়দের কিনে চমকে দিয়েছে ফ্রাঞ্চাইজি।

নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো MI পল্টন

Rashid Khan, mi
Rashid Khan | Image: Getty Images

নিলাম শেষে মুম্বাই পল্টনের হেড কোচ মহেলা জয়াবর্ধনে (Mahela Jayawardene) হার্দিক পান্ডিয়ার দলের অধিনায়ক হিসাবে ঘোষণা করেছিলেন। তবে, এবার ফ্রাঞ্চাইজি অফিসিয়াল ভাবে মুম্বইয়ের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। প্রসঙ্গত, আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান (Rashid Khan) যিনি বিশ্বের অনেক বড় টি-টোয়েন্টি লিগে নিজের পরিচিত স্থাপন করেছেন, তিনি মুম্বাই ফ্রাঞ্চাইজির হয়ে অধিনায়কত্ব করবেন। শুনতে অবাক লাগলেও, তার হাতেই উঠেছে মুম্বই দলের দায়িত্ব। আসলে, রশিদ আইপিএলে গুজরাত টাইটান্স দলের হয়ে খেলে থাকেন, তবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে MI ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলতে দেখা যায়। এই টুর্নামেন্টে MI কেপটাউনের প্রতিনিধিত্ব করছেন রশিদ। SA20 লিগের তৃতীয় আসরের জন্য বড় দায়িত্ব দেওয়া হয়েছে রশিদ খানকে।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার কাইরন পোলার্ডের (Kieron Pollard) জায়গায় এসেছেন রশিদ খান (Rashid Khan)। আসলে গত মৌসুমে দলের পারফরম্যান্স বিশেষ কিছু ছিল না। দলে একাধিক টি-টোয়েন্টি স্পেশালিস্ট প্লেয়ার থাকলেও পয়েন্ট টেবিলের শেষ অবস্থানে ছিল দলের। MI ১০ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছিল। প্রসঙ্গত, রশিদ খান এর আগে SA20 লিগের প্রথম আসরে এই দলের অধিনায়ক ছিলেন। তবে তিনিও প্রথম মৌসুমে অধিনায়কত্বে মুগ্ধ কিছু করতে পারেননি তিনি। চোটের কারণে গত আসরে অংশ নিতে পারেননি রশিদ। এবার তার উপর বড় প্রত্যাশা রাখছে ফ্রাঞ্চাইজি। রশিদ দক্ষিণ আফ্রিকা লিগে ১০ ম্যাচে ৯ উইকেট ও ৫২ রান সংযোগ করতে সক্ষম হয়েছেন।

স্টোকস ও বোল্ট লেখালেন MI দলে নাম

Trent Boult and Ben Stokes
Trent Boult and Ben Stokes | Image: Twitter

আসন্ন SA20 এর তৃতীয় মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজি বেন স্টোকস (Ben Stokes) এবং ট্রেন্ট বোল্টের (Trent Boult) মতন তারকাদের দলে শামিল করেছে। আগামী মৌসুম শুরু হবে ৯ জানুয়ারি থেকে। প্রথম ম্যাচটি হবে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ এবং এমআই কেপটাউনের মধ্যে। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

SA20 ২০২৫ এর জন্য MI কেপ টাউনের স্কোয়াড

ক্রিস বেঞ্জামিন, ডিওয়াল্ড ব্রুইস, রায়ান রিকেল্টন (উইকেট কিপার), রাসি ভ্যান ডের ডুসেন, রশিদ খান (ক্যাপ্টেন), কনর এস্টারহুইজেন, কাগিসো রাবাদা, ডেলানো পোটগিটার, রেজা হেনড্রিক্স, কলিন ইনগ্রাম, ট্রিস্তান লুউস, বেন স্টোকস, আজমাতুল্লা উমারজাই, জর্জ লিন্ডে, কোরবিন বোশ, কাগিরেন্ট, ট্রেন্ট বোল্ট, নুয়ান থুশারা, ডেন পিড্ট।

Read Also: MI থেকে কোহিনূর হীরা ছিনিয়ে নিলেন প্রীতি জিন্টা, ট্রফি জিততে এই তারকাকে দিলেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *