IPL 2024: আইপিএল (IPL) এবারও মাহি-ময়। গত মরসুমে ট্রফি জেতার পর মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কথা দিয়েছিলেন ব্যাট-গ্লাভস তুলে রাখার আগে সমর্থকদের আবেগের কথা ভেবে আরও একবার মাঠে নামতে চান। কথা দিয়ে কথা রেখেছেন মহাতারকা। হাঁটুর অস্ত্রোপচারের পর সম্পূর্ণ ফিট হয়ে বছর ৪২ বয়সেও ফিরেছেন মাঠে। উইকেটের পিছনে তাঁর নড়াচড়া, ডাইভ দিয়ে ক্যাচ ধরা বা ঝড়ের গতিতে করা স্টাম্পিং এখনও ঈর্ষা জাগাবে তরুণ উইকেটরক্ষকদের মধ্যেও।
ব্যাট হাতেও যে তিনি ফুরিয়ে যান নি তা প্রমাণ করেছেন তিনি। দেশের যে প্রান্তেই খেলতে গিয়েছেন, মুহূর্তে তা হয়ে গিয়েছে ধোনির (MS Dhoni) ঘরের মাঠ। মুম্বই হোক বা বিশাখাপত্তনম-গ্যালারি জুড়ে শোনা গিয়েছে ধোনি ধোনি চিৎকার।
সমর্থকদের আদর-ভালোবাসা সুদ সমেত ফিরিয়েও দিয়েছেন ক্রিকেট মহাতারকা। দিল্লীর বিরুদ্ধে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে করেছেন দুর্ধর্ষ ৩৭। ঝড়ের গতিতে খেলা তাঁর ক্যামিও চমকে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। দিনকয়েক আগে ওয়াংখেড়েতে যেভাবে শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মত তারকাকে পরপর তিন বলে ছক্কা হাঁকালেন তা দেখে মনে হয়েছে কেউ যেন সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছে পিছনের দিকে।
মুম্বইয়ের বিরুদ্ধে ধোনির (MS Dhoni) চেন্নাইয়ের জয়ের পর তাই প্রতিপক্ষ অধিনায়ক হার্দিক অবধি বলেছেন, “ওদের স্টাম্পের পিছনে দাঁড়ানো লোকটা সব দেখতে পায়, সেটাই সাহায্য করে।” এই মরসুমে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে চেন্নাই নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন ধোনি। তিনিও কুর্ণিশ জানিয়েছেন ৪২-এর ‘তরুণ’কে।
Read More: IPL 2024: আগ্রাসী দিল্লীর বিরুদ্ধে মাথানত গুজরাতের, ৬ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন ঋষভ’রা !!
অবসর কবে? ইঙ্গিতপূর্ণ মন্তব্য রায়নার-
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) সেমিফাইনালে হারের পর আর কোনোদিন ভারতের নীল জার্সি গায়ে চাপান নি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০২০তে কোভিড লকডাউন চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তারপর গত কয়েক বছরে খেলেছেন কেবল আইপিএল।
প্রতি বছরই জল্পনা হয়েছে কবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও সরে দাঁড়াবেন মাহি? এই প্রশ্ন এড়াতে পারেন নি চেন্নাই জনতার প্রিয় ‘থালা’ও। সঞ্চালক ড্যানি মরিসনকে তখন স্মিত হেসে জানিয়েছিলেন ‘ডেফিনেটলি নট।’ তবে ২০২৩-এ অবসরের গুঞ্জন তুঙ্গে উঠেছিলো। ফাইনালের পর ধোনির (MS Dhoni) ফিরে আসার অঙ্গীকার স্বস্তি দিয়েছিলো সমর্থকদের।
সামনে বছর রয়েছে মেগা অকশন। ঢেলে সাজাতে হবে দল। ৪৩ বছরে ধোনি (MS Dhoni) কি আর খেলবেন আইপিএল? বর্তমানে ক্রিকেটমহলের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে এই প্রশ্নই। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন সম্ভবত ২৬ মে’র ফাইনালের পরেই বুট-গ্লাভস-প্যাড চিরতরে তুলে রাখার হৃদয়বিদারক সিদ্ধান্ত জানিয়ে দেবেন ধোনি। সম্প্রতি আইপিএল (IPl) সম্প্রচারকারী সংস্থা জিও সিনেমার পক্ষ থেকে এই প্রশ্ন করা হয়েছিলো আর পি সিং ও সুরেশ রায়না’কে (Suresh Raina)।
প্রাক্তন পেসার আর পি আশাবাদী ধোনির খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে। “একটা মরসুম বলেছে যখন, ঠিক দুটো খেল দেবে” জানিয়েছেন তিনি। ধোনির নিকটতম বন্ধু, চেন্নাইয়ের ‘চিন্নাথালার’ মন্তব্য’ও বেশ ইঙ্গিতপূর্ণ। তিনি খানিক চুপ করে থেকে বলেন, “খেলবে।”
শুনে নিন রায়না’র বক্তব্য-
Will MS Dhoni play in IPL 2025?
The answer from Suresh Raina is great news for CSK fans….!!!! pic.twitter.com/wxUdNeAeiT
— Johns. (@CricCrazyJohns) April 17, 2024