Gautam Gambhir: ১৯৮৩ সালে লর্ডসের বাইশ গজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ (ICC World Cup) ট্রফি ঘরে তুলেছিলো টিম ইন্ডিয়া। এরপর দীর্ঘসময় বিশ্বমঞ্চে কোনো সাফল্য ছিলো না তাদের। ২০০৩ সালে ফাইনালে পৌঁছেছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। কিন্তু অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়ার লাগাম টেনে ধরা সম্ভব হয় নি তাদের পক্ষে। জোহানেসবার্গে অসহায় আত্মসমর্পণ করে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো তাদের। অবশেষে অন্ধকার কাটে ২০১১ সালের ২ এপ্রিল। মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ট্রফি ঘরে তোলে ভারত। সেদিন রান তাড়া করতে নেমে একটা সময় ঘোর সঙ্কটে ছিলো ‘মেন ইন ব্লু।’ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রতিরোধে লড়াইতে ফেরে তারা। তবে লাইমলাইট কেড়ে নিয়ে যান অধিনায়ক ধোনি। ধুন্ধুমার ৯১* করেন তিনি। তাঁর ছক্কাতেই স্বপ্নপূরণ হয় ১৪০ কোটির দেশের।
Read More: রাজস্থানে অতীত রাহুল দ্রাবিড় জমানা, নতুন চ্যালেঞ্জ খুঁজে নিলেন বিশ্বকাপজয়ী কোচ !!
ধোনি’র পাশেই দাঁড়ালেন রায়না-

ধোনি নাকি গম্ভীর (Gautam Gambhir)? বিশ্বকাপ ফাইনালের নায়ক কে? আজও চলছে সেই বিতর্ক। অতীতে একটি সাক্ষাৎকারে গৌতম গম্ভীর জানিয়েছিলেন যে ভারতের বিশ্বকাপ জয় কোনো একজন খেলোয়াড়ের ব্যক্তিগত দক্ষতার ফসল নয়। বরং তা দলগত প্রচেষ্টার ফলাফল। ওয়াংখেড়ের ফাইনালে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) মারা সেই ‘আইকনিক’ ছক্কার প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, “এক ছক্কে নে ম্যাচ নহি জিতায়া।” তাঁর নিজের ৯৭ বা বিরাট কোহলি’র কার্যকরী ৩৫ রানের ইনিংসেরও ভূমিকা ছিলো বলেই জানিয়েছিলেন গম্ভীর (Gautam Gambhir)। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য সুরেশ রায়না (Suresh Raina)। তাঁকে গম্ভীরের ঐ বহু প্রচলিত মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করেন সঞ্চালক শুভঙ্কর মিশ্র। গম্ভীরের সাথে সহমত নন প্রাক্তন অলরাউন্ডার। সেদিনের সাফল্যে ধোনি’র ভূমিকা যে অপরিসীম ছিলো তা সাফ জানিয়েছেন তিনি।
গম্ভীরকে (Gautam Gambhir) খানিক খোঁচা দিয়েই রায়না (Suresh Raina) বলেন, “ছক্কাটাই তো ম্যাচ জিতিয়েছিলো। সবাই জানেন সেটা।” তবে বিশ্বকাপ (ICC World Cup) যে দলীয় প্রচেষ্টার ফসল তা পরে মেনে নিয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদেরও। “যে যাই বলুক না কেন, ভারতীয় দল সেবার বিশ্বকাপ জিতেছিলো। ওটা টিম ইন্ডিয়ার জন্য ছিলো। যাঁরা আমাদের জন্য প্রার্থনা করেছিলেন, তাঁদের জন্য ছিলো। আর ছিলো শচীন পাজি’র জন্য। উনি ছয়টি বিশ্বকাপ খেলেও (তার আগে) একটিও জেতেন নি,” বলেছেন রায়না (Suresh Raina)। স্মৃতির সাগরে ডুব দিয়েছেন তারকা অলরাউন্ডার। আলাদা করে উল্লেখ করেছেন যুবরাজ সিং-এর কথা। “গোটা টুর্নামেন্টটাই দারুণ কেটেছিলো। আমার মনে হয় যুবরাজ সিং-এর জন্য জিতেছিলাম। যেভাবে ও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করেছিলো-গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছিলো তা অসামান্য। কুর্নিশ ওকে।”
কোচ গম্ভীরের পরীক্ষা এশিয়া কাপে-

অবসরের পর প্রশিক্ষক হিসেবে নয়া ইনিংস শুরু করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বা কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কয়েক মরসুম কাটানোর পর ২০২৪-এ বসেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ পদে। ‘মেন ইন ব্লু’র হেডস্যার হিসেবে শুরুটা খুব একটা ভালো হয় নি তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছে ওয়ান ডে সিরিজ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খুইয়েছিলেন টেস্ট সিরিজও। কিন্তু অন্ধকার কাটিয়ে ইতিমধ্যেই আলোয় ফিরেছে গম্ভীরের প্রশিক্ষণাধীন দল। তারা গত মার্চে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-২ ড্র রেখে ফিরেছে দেশে। সামনেই রয়েছে এশিয়া কাপ। আগামী ৯ তারিখ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। মগজাস্ত্রের নতুন কোনো ম্যাজিক কোচ গম্ভীর (Gautam Gambhir) দেখাতে পারেন কিনা সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটমহল।
Also Read: এই কারণে ৬ বলে ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ, অজানা তথ্য ফাঁস করলেন ললিত মোদি !!