দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার পর অবশেষে মিলেছে সাফল্য। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মুখ দেখেছিলো দেশ। এরপর লাগাতার ব্যর্থতার জট কাটিয়ে দল’কে সাফল্য এনে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। গত বছরই তাঁর নেতৃত্বে দুটি আইসিসি ট্রফির ফাইনালে হারতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। সেই অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে বার্বাডোজের কেনসিংটন ওভালে নতুন সূর্যোদয়ের সাক্ষী থাকলো ‘মেন ইন ব্লু।’ ফাইনালে প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ট্রফির জন্য মরিয়া ছিলো তারাও। একটা সময় রীতিমত ব্যাকফুটে চলে গিয়েছিলো ভারত। শেষমেশ স্নায়ুর চাপ সামলে বাজিমাত করে তারা। দ্বিতীয় ট্রফি জেতার পর প্রায় এক সপ্তাহ হারিকেনের জন্য আটকে ছিলো দল। অবশেষে আজ দেশে ফিরেছেন তারকারা। তাঁদের সম্মানে বিসিসিআই আয়োজিত বিশেষ অনুষ্ঠান ভেস্তে যাওয়ার মুখে।
Read More: ভিডিও: ভাঙরার ছন্দে পা মেলালেন সূর্যকুমার যাদব, ঘরে ফেরার আনন্দে উদ্বেল বার্বাডোজের নায়ক !!
জমজমাট অনুষ্ঠানের পরিকল্পনা করেছে বোর্ড-
সকাল বেলা দেশে ফিরেই ৭ লোক কল্যান মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বাসভবনে যান ভারতীয় ক্রিকেটাররা। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে লম্বা সময় আলাপচারিতা সারেন ক্রিকেটাররা। কোচ রাহুল দ্রাবিড়কে দেখা যায় টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জয় সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে। ক্রিকেট তারকারা ট্রফি হাতে ছবিও তোলেন প্রধানমন্ত্রীর সাথে। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন বিরাট কোহলি, ঋষভ পন্থ (Rishabh Pant), জসপ্রীত বুমরাহ’রা। সেলিব্রেশনের দিল্লী পর্ব সেরে ভারতীয় দল উড়ে গিয়েছে মুম্বই। সেখানেই বড়সড় সেলিব্রেশনের আয়োজন রেখেছে বিসিসিআই।
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর হুড খোলা বাসে ট্রফি নিয়ে মুম্বই শহর পরিক্রমা করেছিলো টিম ইন্ডিয়া। ছিলেন মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং-রা। আজও তেমনই পরিকল্পনা নিয়েছেন জয় শাহ, রজার বিনি’রা। ঠিক রয়েছে যে নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে শোভাযাত্রা। রাস্তায় জনজোয়ারে ভেসে রোহিত (Rohit Sharma), কোহলি’রা পৌঁছাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২০১১ সালে যে মাঠে ওডি আই বিশ্বকাপ জিতেছিলো দল, সেখানেই হওয়ার কথা ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের সেলিব্রেশন। ভারত অধিনায়ক রোহিত শর্মা’র কাছে এই অনুষ্ঠান নিঃসন্দেহে স্পেশ্যাল হতে চলেছে। ওয়াংখেড়েতেই বেড়ে উঠেছেন তিনি। আজ বিশ্বজয়ী ক্যাপ্টেন হিসেবে ট্রফি হাতে পা রাখতে চলেছেন চিরচেনা মাঠের সবুজ ঘাসে।
বৃষ্টিতে ভেস্তে যাওয়ার মুখে অনুষ্ঠান-
জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা বিশ্বমঞ্চে ভারতের সাফল্য উদ্যাপনের জন্য এক জমজমাট অনুষ্ঠানের পরিকল্পনা সেরেছেন যুদ্ধকালীন তৎপরতায়। টিম ইন্ডিয়ার শোভাযাত্রা বিকেল ৫টায় শুরু হওয়ার কথা থাকলেও ওয়াংখেড়ের প্রবেশদ্বার যে বিকেল ৪টেই খুলে যাবে, জানানো হয়ে সেই কথাও। বিনামূল্যে দর্শকদের প্রবেশের ব্যবস্থাও করা হয়েছে। ভীড় জমিয়েছেন অনেকেই। কিন্তু এত কিছু সত্ত্বেও শেষমেশ এই অনুষ্ঠান আয়োজন করা যাবে কিনা তা নিয়ে দেখা গিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। নেপথ্যে প্রকৃতি। আজ দুপুর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মুম্বইতে। ওয়াংখেড়ের যে চিত্র ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, তা আশঙ্কা জাগাচ্ছে সমর্থকদের মধ্যে। বৃষ্টি চলতে থাকলে হুড খোলা বাসে শহর পরিক্রমার পরিকল্পনাও বাতিল করতে হতে পারে। তা যাতে না হয়, সেই প্রার্থনাই এখন করছে দেশের ক্রিকেটমহল।
ওয়াংখেড়ের বর্তমান ভিডিও দেখে নিন-
Heavy rain in Wankhede stadium..!!!! pic.twitter.com/imAAqOLKP2
— Johns. (@CricCrazyJohns) July 4, 2024