Rahul Dravid: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দল তাদের অভিযান বেশ ভালোভাবে শুরু করেছে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের ক্যাম্পেন শুরু করে রোহিত শর্মার (Rohit Sharma) বাহিনী। একে একে পাকিস্তান ও আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়লাভ করে ভারত পৌঁছে যায় সুপার এইটের মঞ্চে। ভারতকে সুপার এইট এর মঞ্চে প্রতিবেশী দেশ আফগানিস্তান ও বাংলাদেশ ছাড়াও চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে।
সুপার এইটে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া
ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ গুলি শুরু হতে চলেছে আগামী ২০ জুন থেকেই। রোহিত শর্মা দের প্রধান ও একমাত্র লক্ষ্য হল এবারের বিশ্বকাপ শিরোপা জয়। বিশ্বকাপ শেষ হতে না হতেই ভারতীয় দলের সাথ ছাড়বেন কিংবদন্তি রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিশ্বকাপ শুরুর আগেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন আর তিনি ভারতীয় দলের সঙ্গে কোচের ভূমিকা পালন করতে পারবেন না। ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন দাবির। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন কোচের জন্য আবেদন পত্রও প্রকাশ করেছিল।
Read More: “আমার মনে হয় না…” গম্ভীরের কোচের পদে বসা নিয়ে বিস্ফোরক অনিল কুম্বলে !!
পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর জন্য দ্রাবিড় আর ভারতীয় দলের সঙ্গে কাজ করতে চাইছেন না বলে জানিয়ে দেন। তবে বিশ্বকাপের মাঝেই কানাডার ড্রেসিংরুমে দেখা গেল কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের সঙ্গে দীর্ঘ তিন বছর সময় কাটিয়েছেন তিনি, তার কোচিংয়ে এখনও পর্যন্ত আইসিসির খেতাব জয় করতে সক্ষম হয়নি ভারতীয় দল। চলতি বিশ্বকাপে শেষবারের মতন কোচ হিসাবে দ্রাবিড়ের থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির আশায় রয়েছে ভারতবাসী।
২০২৪ বিশ্বকাপে ICC’র শিরোপা জেতার শেষ সুযোগ রয়েছে দ্রাবিড়ের
দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল প্রথম ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল। যেখানে টিম ইন্ডিয়াকে সেমিফাইনালের মঞ্চে ইংল্যান্ডের কাছে পরাস্ত হতে হয়েছিল। এরপর ২০২৩ সালেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে, যেখানেও মেগা ফাইনালে ভারতকে পরাস্ত করেছিল অস্ট্রেলিয়া। দ্রাবিড়ের কোচিংয়ে একমাত্র শিরোপা হিসেবে এশিয়া কাপ জয়লাভ করে টিম ইন্ডিয়া। তবে এশিয়া কাপ শেষ হওয়ার পর ভারতের মাটিতেই অনুষ্ঠিত হওয়া ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে আবার একবার ফাইনালের মঞ্চে পুরানো প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছেই পরাজিত হতে হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন হয়েছিল ভঙ্গ।
কানাডা ড্রেসিং রুমে হাজির হল রাহুল
যদিও ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ টির ছিল দ্রাবিড়ের আমলে হেলা শেষ ম্যাচ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড রাহুল দ্রাবিড় কে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলকে কোচিং করার অনুরোধ জানিয়েছিল জয় শাহের (Jay Shah) কথা ফেলতে পারেননি দ্রাবিড় যে কারণে চলতি বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে তাকেই ডাকা যাচ্ছে। T 20 টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ পর্বে কানাডার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে ভেস্তে যায়।
খেলা শেষ হওয়ার পরে, ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ দ্রাবিড় কানাডিয়ান লকার রুমে গিয়ে হৃদয়গ্রাহী অঙ্গভঙ্গি দেখিয়েছিলেন। কানাডিয়ান প্লেয়ারদের পেপ টক দিয়ে উজ্যাপিত করেন তিনি। তিনি প্লেয়ারদের উদ্যেশ্যে বলেন, “অনেক ধন্যবাদ, আপনারা এই টুর্নামেন্টে যে অসাধারণ অবদান রেখেছেন তা খুবই প্রশংসনীয়। আমি মনে করি, বিশ্বকাপে আপনাদের সকলকে যে সংগ্রাম এবং চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে হয়েছে তা আমরা সবাই স্বীকার করি। এটা সহজ ছিল না।“