অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে ঘরের মাঠে বিশ্বকাপ (ICC World Cup 2023) জয়ের স্বপ্ন চুরমার হয়েছে ভারতীয় দলের। বারো বছর পর বিশ্বজয়ের সুযোগ হাতছাড়া হওয়ার পর কোচের পদে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভবিষ্যৎ কি তা নিয়েও দেখা দিয়েছিলো ধোঁয়াশা। দ্রাবিড়ের সাথে বিশ্বকাপ অবধিই চুক্তি ছিলো বিসিসিআই-এর। ১৯ নভেম্বরের ফাইনালের পর সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ‘দ্য ওয়াল।’ বিগত কয়েক মাসে ভারতীয় দলের পারফর্ম্যান্সে সন্তুষ্ট বিসিসিআই চুক্তি পুনর্নবীকরণের প্রস্তাব রাখলেও সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিলো আগ্রহী নন দ্রাবিড় (Rahul Dravid) । আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়ে তিনি বরং ফিরতে চেয়েছিলেন আইপিএলের আঙিনায়। দুটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সাথে কথা চলছে দ্রাবিড়ের। সামনে এসেছিলো মিডিয়া রিপোর্ট।
রাহুল দ্রাবিড় আগ্রহী না হওয়ায় কোচের ভূমিকায় কাকে দেখা যেতে পারে তা নিয়ে জল্পনা ছড়িয়েছিলো ক্রিকেটমহলে। দৌড়ে ছিলেন বর্তমান এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। ছিলেন আশিষ নেহরা’ও। প্রাক্তন ফাস্ট বোলারকে নাকি প্রস্তাব’ও দিয়েছিলো বোর্ড। কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সের দায়িত্ব ছেড়ে আসতে তিনি রাজী হন নি। শেষমেশ আরও একবার দ্রাবিড়ের কাছেই প্রস্তাব রাখে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। আর না করেন নি প্রাক্তন ভারত অধিনায়ক। সম্মতি জানান চুক্তি পুর্ননবীকরণে। আজ দুপুরে আনুষ্ঠানিক ভাবে বোর্ডের তরফে জানানো হয় যে হেড কোচ দ্রাবিড় (Rahul Dravid) সহ সকল কোচিং স্টাফ’কেই বহাল রাখা হচ্ছে। কোচের হটসিটে দ্রাবিড় রয়ে যাওয়ায় খুশি ক্রিকেটজনতা। আপাতত তিনিই কোচ হিসেবে যোগ্যতম, জানিয়েছে ক্রিকেটমহল। প্রতিক্রিয়া দিতে গিয়ে একই সুরে কথা বলতে শোনা গিয়েছে সচিব জয় শাহ’কে।
Read More: যাবতীয় জল্পনার অবসান, টিম ইন্ডিয়ার কোচের দায়িত্বে বহাল রাহুল দ্রাবিড় !!
দ্রাবিড়ের ট্র্যাক রেকর্ড ভরসা যোগাচ্ছে সমর্থকদের-

২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পর রবি শাস্ত্রী (Ravi Shastri) কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর নিয়োগ করা হয় রাহুল দ্রাবিড়’কে (Rahul Dravid) । অনুর্দ্ধ-১৯ দলের কোচ ও এনসিএ প্রধান হিসেবে বেশ কয়েক বছর দায়িত্ব সামলানোর পর সিনিয়র ভারতীয় দলের কোচিং-এ আসেন তিনি। টিম ইন্ডিয়াতে দ্রাবিড় অধ্যায়ের শুরুটা খুব একটা আশা জাগিয়ে হয় নি। ২০২২ এশিয়া কাপে পরাজয়, ২০২২-এর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের ব্যবধানে লজ্জার হার সমর্থকদের বিরূপ করে তুলেছিলো। ২০২৩-এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর অনেকেই চেয়েছিলেন সরিয়ে দেওয়া হোক রাহুল দ্রাবিড়’কে।
ছবিটা বদলায় সেপ্টেম্বর মাসের এশিয়া কাপ (Asia Cup 2023) থেকে। পাকিস্তান, শ্রীলঙ্কার মত দলের বিরুদ্ধে ভারতের দাপুটে পারফর্ম্যান্স নজর কেড়ে নেয় সকলের। শেষ চারের লড়াইতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে রীতিমত গুঁড়িয়ে দেয় ভারত। ফাইনালে হারায় শ্রীলঙ্কাকে। ১০ উইকেটে এশিয়া কাপ জয় কোচ হিসেবে দ্রাবিড়কে (Rahul Dravid) শক্ত জমির উপর দাঁড় করায়। এরপর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপেও অনবদ্য পারফর্ম করেছেন দ্রাবিড়ের ছাত্রেরা। ট্রফি জিততে না পারলেও টানা দশ ম্যাচ অপরাজিত থেকে নজর কেড়ে নিয়েছে ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় বাদ দিলে প্রায় নিখুঁত ক্রিকেট খেলেছে টিম ইন্ডিয়া। সেই কারণেই দ্রাবিড়ের (Rahul Dravid) উপর আস্থা বেড়েছে সমর্থকদের। যে পথে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি, সেই পথেই অপেক্ষা করে রয়েছে সাফল্য, মত তাঁদের। বোর্ডের চুক্তি নবীকরণকে তাই স্বাগত জানিয়েছে ক্রিকেটমহল।
কোচের হটসিটে প্রয়োজন রাহুল দ্রাবিড়’কে-

এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) পরে বেশীদিন বিশ্রামে সুযোগ নেই ভারতীয় দলের। সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। সেখানে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই প্রোটিয়াদের মুখোমুখি হবেন রোহিত-বিরাট’রা। নতুন কারও পক্ষে এত অল্প সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকার মত প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে সঠিক স্ট্র্যাটেজি সাজানো বেশ কঠিন হতে পারত। যার ফলে আপাতত দ্রাবিড়ই (Rahul Dravid) কোচ হিসেবে সঠিক পছন্দ বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সিরিজ ছাড়াও বেশ কিছু আইসিসি প্রতিযোগিতায় আগামী কয়েক মাসের মধ্যে মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে (Team India)। দল’কে যেভাবে নিজের হাতে গড়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), তাতে কোচ হিসেবে তিনিই টিম ইন্ডিয়ার থেকে সেরা পারফর্ম্যান্স আদায় করে আনতে পারবেন বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।
২০২২-এর টি-২০ বিশ্বকাপ হাতছাড়া হয়েছে ভারতের। ঘরের মাঠে ওডিআই ফর্ম্যাটেও বিশ্বজয়ের স্বপ্ন ভেঙেছে। আপাতত ২০২৪-এর কুড়ি-বিশের বিশ্বকাপকে (T20 World Cup 2024) পাখির চোখ করে এগোতে চাইবেন দ্রাবিড় (Rahul Dravid) । গত দুই বছরে টি-২০ দল নিয়ে বেশ কিছু পরীক্ষানিরীক্ষা তিনি করেছেন। তার সফল প্রয়োগের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। টি-২০ বিশ্বকাপের পর নজরে থাকবে ২০২৫–এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল ও ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় কোনো সাফল্য নেই ভারতের। দ্রাবিড়ের (Rahul Dravid) দেখানো পথ ধরে আসন্ন কয়েকটি টুর্নামেন্টে সাফল্যের আশায় বুক বাঁধছে ‘মেন ইন ব্লু।’