টিম ইন্ডিয়ার হয়ে শেষ টেস্ট খেলে ফেলেছেন এই তারকা, ফের সুযোগ দেবেন না অধিনায়ক রোহিত !! 1

চলছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে ডোমিনিকার উইন্ডসর পার্কে সহজেই জয় ছিনিয়ে নিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। স্বাগতিক দেশকে ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে পরাজিত করেছিলো তারা। এরপর দ্বিতীয় টেস্টে ত্রিনিদাদের ক্যুইন্স পার্ক ওভালেও চালকের আসনে রয়েছে ভারতই। ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮৯ রান। আর ভারতকে তুলতে হবে ৮ উইকেট। যে ফর্মে রয়েছেন সিরাজ (Mohammed Siraj), অশ্বিনরা, তাতে টিম ইন্ডিয়ার (Team India) সহজ জয়ের পক্ষেই বাজি লাগাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতাশাজনক হারের পর ভারতের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর ছিলো মর্যাদা রক্ষার লড়াই। আপাতত ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে ‘মেন ইন ব্লু।’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দল নিয়ে পরীক্ষানিরীক্কার পথে হেঁটেছিলো ভারতীয় দল। বাদ পড়েছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), উমেশ যাদবরা। বিরাট কোহলি, রোহিত শর্মাদের (Rohit Sharma) মত সিনিয়রদের রাখা হলেও নড়বড়ে ছিলো তাঁদের জায়গা। গত দুই বছরে মাত্র ২৯ গড়ে টেস্টে রান করেছেন কোহলি, রোহিতের ক্ষেত্রে সংখ্যাটা ৪৩ এর কাছাকাছি। ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছিলো দুজনের ব্যাটেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে ফর্মে ফেরার মঞ্চ হিসেবে ব্যবহার করলেন দুজনেই।

প্রথম টেস্টে শতরান করেন রোহিত, দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে জোড়া অর্ধশতরান করেন তিনি। প্রথম টেস্টে ৭৬ এবং দ্বিতীয় টেস্টে ১২১ রানের ইনিংস খেললেন কোহলিও (Virat Kohli)। নবাগত যশস্বী জয়সওয়াল এবং ঈশান কিষণও বড় রান করে ভরসা যুগিয়েছেন। তবে টিম ইন্ডিয়ার ব্যাটারদের সাফল্যের মাঝে চিন্তা অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) নিয়ে। উইন্ডিজের বিপক্ষে ব্যর্থ হওয়ায় টেস্ট কেরিয়ারে সম্ভবত ইতি টানতে হচ্ছে তাঁকে।

Read More: WI vs IND: পোর্ট অফ স্পেনের পিচকে নিয়ে চরম মস্করা ওয়াসিম জাফরের, করলেন নিয়ে হাস্যকর খোলসা !!

ধারাবাহিকতা রাখতে পারলেন না রাহানে-

Ajinkya Rahane | Team India | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কোচ হয়ে আসার পর বাদ পড়তে হয়েছিলো অজিঙ্কা রাহানেকে। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), কে এল রাহুলদের (KL Rahul) চোটের ফলে জাতীয় দলের দরজা খুলে গিয়েছিলো তাঁর সামনে। ঘরোয়া ক্রিকেটে তাঁর চমৎকার ফর্ম এবং আইপিএলের পারফর্ম্যান্স অবশ্যই টিম ইন্ডিয়াতে তাঁর প্রত্যাবর্তনের অন্যতম কারণ ছিলো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

ওভালে প্রথম ইনিংসে ভারতের বাকি ব্যাটাররা যখন বিপাকে তখন রাহানের (Ajinkya Rahane) ব্যাট থেকে এসেছিলো ঝকঝকে ৮৩ রানের ইনিংস। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং শার্দুল ঠাকুরকে সাথে নিয়ে গড়ে তুলেছিলেন প্রতিরোধ। এরপর দ্বিতীয় ইনিংসেও করেন ৪৬। বিরাট কোহলিকে সাথে নিয়ে জাগিয়ে রেখেছিলেন ভারতের জয়ের আশা। শেষমেশ ভারত টেস্টে বিশ্বসেরা হতে না পারলেও ওভালের জোড়া ইনিংস রাহানের (Ajinkya Rahane) টেস্ট কেরিয়ারকে লাইফলাইন যুগিয়েছিলো।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর উইন্ডিজ সফরের দলে রাখা হয়েছিলো রাহানেকে (Ajinkya Rahane)। একই সাথে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিলো সহ-অধিনায়কের পদও। টিম ইন্ডিয়া (Team India) রাহানের প্রতি আস্থা দেখালেও ক্যারিবিয়ান সফরে তার দাম দিতে পুরোপুরি ব্যর্থ তিনি। ডোমিনিকায় প্রথম টেস্টে করেছিলেন ৩ রান। আর ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টে তাঁর ব্যাট থেকে এলো মাত্র ৮ রান। শ্যানন গ্যাব্রিয়েলের (Shanon Gabriel) গতির মোকাবিলাই করতে পারলেন না তিনি। ব্যাটের কোণায় লেগে উইকেটে লাগে বল। অফস্টাম্প ছিটকে যাওয়ায় সাজঘরে ফিরতে হয় তাঁকে। ধারে-ভারে অনেক পিছিয়ে থাকা উইন্ডিজের বিরুদ্ধে এভাবে অসহায় আত্মসমর্পণ করায় রাহানেকে (Ajinkya Rahane) নিয়ে ফের শুরু হয়েছে কাটাছেঁড়া। আগামীতে তাঁকে ফের ছেঁটে ফেলারই সম্ভাবনা।

বাদ পড়তে চলেছেন অজিঙ্কা-

Ajinkya Rahane | Team India | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

ভারতের জার্সিতে এখনও অবধি ৮৫টি টেস্ট ম্যাচ খেলেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ৩৮.৪৬ ব্যাটিং গড়ে তাঁর সংগ্রহ ৫০৭৭ রান। করেছেন ১২টি শতরান। লর্ডস হোক বা মেলবোর্ন-বিদেশের মাঠে বড় ইনিংস খেলে বেশ কয়েকবার টিম ইন্ডিয়ার (Team India) ত্রাতা হয়ে উঠতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সেই পারফর্ম্যান্সের সাথে বর্তমানে তাঁর ফর্মের বিশেষ মিল নেই। ওভালের ম্যাচের পর তাঁকে সহ-অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার কারণ কি? প্রশ্ন তুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মত প্রাক্তনী। উইন্ডিজ সফরে ব্যর্থ হওয়ার পর তাঁর নির্বাচন নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। ত্রিনিদাদের পর বেশ কয়েকমাস কোনো টেস্ট ম্যাচ নেই ভারতের। এই দীর্ঘ বিরতির পর সম্ভবত আর মাঠে ফেরা হবে না রাহানের। ৩৫ বছর বয়সেই ইতি টানতে হবে আন্তর্জাতিক কেরিয়ারে।

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) সাধারণত ভারতীয় দলের হয়ে টেস্টে পাঁচ নম্বরে খেলে থাকেন। ৪৪.৪৪ গড়ে ১০ টেস্টে ৬৬৬ রানও রয়েছে তাঁর। বালজিং ডিস্কের সমস্যায় তিনি ছিটকে যাওয়ার ফলে জায়গা হয়েছিলো রাহানের। কিন্তু বর্তমানে মাঠে ফিরতে চলেছেন শ্রেয়স। বিসিসিআই যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। শ্রেয়সের পাশাপাশি মাঠে ফেরার দোরগোড়ায় কে এল রাহুল’ও (Kl Rahul)। তাঁর সম্পূর্ণ ফিট হয়ে গেলে ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তাঁদেরকেই দেখতে পাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে বাদ পড়তেই হবে অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)।

Also Read: IPL খেলার রাস্তা আরও সহজ মহম্মদ আমিরের জন্য, আগামী মরসুমেই ভারতে দেখা যেতে পারে বাঁ-হাতি পেসারকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *