PBKS 2023 IPL

IPL 2024: দেখতে দেখতে ষোলো মরসুম সম্পূর্ণ করে ফেললো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে শুরু হয়েছিলো এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে তা পা দেবে সতেরোতে। গত ষোলো বছরে সাতটি আলাদা দল ট্রফি জিতেছে। এর মধ্যে একের বেশী ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে মুম্বই, চেন্নাই এবং কলকাতার। রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাত টাইটান্স জিতেছে একটি করে খেতাব। আইপিএলের গোড়া থেকে টুর্নামেন্টে অংশ নিলেও এখনও খেতাব স্পর্শ করতে পারে নি যে গুটিকয় দল, তাদের মধ্যে রয়েছে পাঞ্জাব কিংস (PBKS)। ২০০৮ সালে তারা আত্মপ্রকাশ করে কিংস ইলেভেন পাঞ্জাব নামে। পরে নাম বদলে পাঞ্জাব কিংস হলেও তা সাফল্য এনে দিতে পারে নি তাদের। শূন্যই থেকে গিয়েছে ট্রফি ক্যাবিনেট।

২০১৪ সালে শেষবার প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিলো পাঞ্জাব (PBKS)। এরপর কেটে গিয়েছে প্রায় দশ বছর। প্রতিবারই তীরে এসে তরী ডুবেছে তাদের। গত মরসুমেও দেখা গিয়েছে একই চিত্র। ক্রমাগত ব্যর্থতার কাহিনীতে এবার বদল আনতে মরিয়া তারা। সংবাদমাধ্যম সূত্রে খবর আগামী ১৯ ডিসেম্বরে দুবাইয়ের মাটিতে বসতে চলেছে আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের মিনি নিলাম। সেখান থেকে নতুন ক্রিকেটারদের দলে সামিল করে স্কোয়াড ঢেলে সাজানোর ভাবনা থাকতে পারে পাঞ্জাব (PBKS) দলের। গত মরসুমে তাদের হয়ে খেললেও সফল হন নি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাঁদের ছেঁটে ফেলতে পারে পাঞ্জাব। বদলে আগামী মরসুমের জন্য তাদের নজর থাকতে পারে একজন উচ্চমানের স্পিনারের দিকে।

Read More: IPL 2024: হর্দিকের প্রস্থানের পর এই খেলোয়াড়ের হাতে উঠতে চলেছে গুজরাটের অধিনায়কত্ব, ট্রফি জেতা সময়ের অপেক্ষা !!

প্রথম IPL খেতাবকেই ‘পাখির চোখ’ করছে পাঞ্জাব-

PBKS | IPL 2024 | Image: Getty Images
PBKS | Image: Getty Images

গত বছরের মিনি নিলামে হইচই ফেলে দিয়েছিলো পাঞ্জাব কিংস (PBKS)। প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়ার দল টুর্নামেন্টের সব রেকর্ড ভেঙে ১৮.৫ কোটি টাকার বিনিময়ে সই করিয়েছিলো ইংল্যান্ডের স্যাম কারান’কে (Sam Curran)। সাফল্যের আশা করেছিলেন সমর্থকেরা। এপ্রিলের গোড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) ষোড়শ মরসুমটা পাঞ্জাব কিংস শুরু করেছিলো জয় দিয়েই। প্রথম ম্যাচে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) তারা হারিয়েছিলো ডাকওয়ার্থ ল্যুইস নিয়মের সাহায্যে। দ্বিতীয় ম্যাচে জয় এসেছিলো রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে।

তৃতীয় ম্যাচে হারতে হয় তাদের সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে। প্রথম পর্বের সাত ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে ছিলো পাঞ্জাব (PBKS)। কিন্তু দ্বিতীয় পর্বেই চাপের মুখে পরে তারা। সাতটির মধ্যে তাদের ভাগ্যে পরাজয় জোটে পাঁচটি ম্যাচে। পিছোতে পিছোতে অষ্টম স্থানে নেমে যায় তারা। লীগ তালিকায় পাঞ্জাবের পিছনে ছিলো একমাত্র সানরাইজার্স (SRH) এবং দিল্লী।১৪ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া পাঞ্জাব কিংস’কে (PBKS) গত মরসুমে ভুগিয়েছে চোট-আঘাত। ব্যাট করতে গিয়ে সতীর্থের মারা শটে হাতে আঘাত পান শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষে (Bhanuka Rajapaksa)। রেকর্ড অর্থে দলে যোগ দিলেও আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি স্যাম কারান’ও। এবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। নিলামে কারান’কে কম অর্থে নেওয়ার চেষ্টা করতে পারে পাঞ্জাব। অথবা তাদের নজরে থাকতে পারে আফগানিস্তানের আজমাতুল্লাক উমরজাই।

টুর্নামেন্টের মাঝপথে চোটের কবলে পড়েন অধিনায়ক শিখর ধাওয়ান’ও (Shikhar Dhawan)। ছিটকে যান কয়েকটি ম্যাচের জন্য। চোট পাওয়ার আগে ধাওয়ানের ব্যাটে দেখা গিয়েছিলো রানের ফুলঝুড়ি। কিন্তু প্রত্যাবর্তনের পর ছন্দ হারান তিনি। দলের অন্যতম ভরসা লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) চোটের কারণে খেলতে পারেন নি টুর্নামেন্টের প্রায় অর্ধেকটাই। ছিটকে গিয়েছিলেন আরেক বিস্ফোরক ব্যাটার জনি বেয়ারেস্টো। তাঁর অভাবও অনুভূত হয়েছে পাঞ্জাব দলে। গত মরসুমে শত ব্যর্থতার মাঝেও ‘কিংস’দের ভরসা দিয়েছে প্রভসিমরণ সিং, জিতেশ শর্মাদের (Jitesh Sharma) মত তরুণদের পারফর্ম্যান্স। আগামী মরসুমে তাঁদের উপরই আরও একবার ভরসা রাখতে পারেন কোচ ট্রেভর বেলিস।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য রিটেনশন তালিকা-

ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টোন, আর্শদীপ সিং, জনি বেয়ারেস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরণ সিং, শাহরুখ খান, সিকান্দার রাজা, নাথান এলিস, অথর্ব তাইডে, হরপ্রীত ব্রার, বিদ্বাৎ কাভেরাপ্পা, রাহুল চাহার।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য রিলিজ তালিকা-

শিখর ধাওয়ান, স্যাম কারান, ম্যাথু শর্ট, ঋষি ধাওয়ান, গুরনূর সিং, বলতেজ সিং, মোহিত রাঠি, রাজ অঙ্গদ বাবা, শিবম সিং, হরপ্রীত ভাটিয়া।

Also Read: IPL 2024: ভারতীয় দলের কোচ হিসেবে নয় বরং আইপিএলে এই দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *