অর্শদীপ সিং
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে অর্শদীপ সিং যথেষ্ট বড় নাম। আইপিএল ২০২২ এর মেগা নিলামে পাঞ্জাব কিংসের দল অর্শদীপকে ৪ কোটি টাকার মোটা দামে নিজেদের দলে নিয়েছিল। কিন্তু এই ঘরোয়া খেলোয়াড় নিজের প্রদর্শনে দলকে খুশি করতে পারেননি। আইপিএলের চলতি মরশুমে অর্শদীপ এখনও পর্যন্ত পাঞ্জাবের হয়ে মোট ৯টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে তিনি মাত্র ৩টি উইকেট নিতেই সফল হয়েছেন। পাঞ্জাব কিংস অর্শদীপকে নিজের প্রদর্শন ভাল করার বেশকিছু সুযোগ দিয়েছে কিন্তু প্রত্যেকবারই তিনি ব্যর্থ হয়েছেন। অর্শদীপের এই প্রদর্শন দেখে এটা বলা ভুল হবে না যে অর্শদীপকে মেগা নিলামে কিনে পাঞ্জাবের দল বড় ভুল করেছে।