জিতেন শর্মা
পাঞ্জাব কিংসের উইকেটকিপার এই ব্যাটসম্যান চলতি আইপিএল ২০২২ এ বিশেষ কিছুই করে দেখাতে পারেননি। আইপিএল ২০২২ এর মেগা নিলামে পাঞ্জাব কিংসের দল তাঁকে তাঁর বেস প্রাইস ২০ লাখ টাকায় কিনেছিল। কিন্তু বর্তমানে জিতেনের প্রদর্শন দেখে এমনটা মনে হচ্ছে যে পাঞ্জাবের দল এই আনক্যাপড ভারতীয় খেলোয়াড়কে কিনে বড় ভুল করেছে। ভারতীয় ঘরোয়া ক্রিকেটার জিতেন শর্মা এখনও পর্যন্ত চলতি মরশুমে ৭টি ম্যাচ খেলেছেন। আর এই ৭টি ম্যাচের মধ্যে ২৪.৮০-র সাধারণ গড়ে মাত্র ১২৪ রানই করতে পেরেছেন। চলতি আইপিএল ২০২২ এ জিতেন শর্মার ব্যাট থেকে একটিও বড় ইনিং বা একটি সেঞ্চুরি বা হাফসেঞ্চুরিও দেখতে পাওয়া যায়নি।