একটা সময় শচীন তেন্ডুলকরের যোগ্য উত্তরসূরি মনে করা হয়েছিলো পৃথ্বী শ’কে (Prithvi Shaw)। মুম্বইয়ের ক্রিকেটমহলে তরুণ তুর্কিকে নিয়ে তৈরি হয়েছিলো উৎসাহ। অধিনায়ক হিসেবে ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জেতার পর তাঁর থেকে প্রত্যাশা বেড়েছিলো অনেকখানি। ঐ বছরই ভারতের সিনিয়র দলে অভিষেক হয় তাঁর। শুরুটা করেছিলেন আশা জাগিয়ে। প্রথম টেস্টেই করেই শতরান। কিন্তু সুসময় দীর্ঘস্থায়ী হয় নি পৃথ্বীর (Prithvi Shaw) জন্য। চোট-আঘাত ও কিছু ভুল সিদ্ধান্তের কারণে ক্রমেই পিছিয়ে পড়েন তিনি। দেশের হয়ে খেলেছেন ৫টি টেস্ট, ৬টি একদিনের ম্যাচ ও ১টি টি-২০। রান সংখ্যা যথাক্রমে ৩৩৯, ১৮৯ ও ০। ২০২১-এর পর আর মাঠে নামা হয় নি ভারতের হয়ে। কঠিন সময়কে পিছনে ফেলে আপাতত ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাঁর। বিদেশের মাঠে নিজেকে পরখ করে নিতে চাইছেন পৃথ্বী।
Read More: “বাপ কো মত শিখা…” অশ্বিনকে ম্যাঙ্কডিং আউট করা বোলারকে দিলেন শিক্ষা !!
ইংল্যান্ডে ঝড় তুললেন পৃথ্বী শ-
এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ঘরোয়া লিস্ট-এ টুর্নামেন্ট রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপ টুর্নামেন্টে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছেন তিনি। গত মরসুমেও তিনি খেলেছিলেন নর্দাম্পটশায়ারের (Northamptonshire) হয়ে। একটি দ্বিশতকও এসেছিলো তাঁর ব্যাট থেকে। কিন্তু হাঁটুতে চোট লাগায় দেশে ফিরতে হয়েছিলো তাঁকে। এবার নয়া উদ্যমে মাঠে নেমেছেন মুম্বইয়ের তরুণ। ঝলমলে দেখাচ্ছে তাঁকে। আজ নর্দাম্পটনশায়ারের ম্যাচ রয়েছে মিডলসেক্সের (Middlesex) বিরুদ্ধে। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে পৃথ্বী’র দল। রেডলেটের মাঠে ওপেন করতে নেমে ঝড় তোলেন ভারতীয় ব্যাটার। মাত্র ৫৮ বলে করেন ৭৬ রান। স্ট্রাইক রেট ১৩১.০১। ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ইনিংস সাজিয়েছেন তিনি। ১৯তম ওভারে লুক হোলম্যানের বলে আউট হন তিনি।
নড়বড়ে অবস্থা নর্দাম্পটনশায়ারের-
পৃথ্বী শ (Prithvi Shaw) দুর্দান্ত ইনিংস খেললেও তাঁর দলের অবস্থা বিশেষ ভালো নয় আজ। ইনিংসের শুরুতেই পৃথ্বীর সহ-ওপেনার এমিলিয়ো গে (Emilio Gay) আউট হয়েছিলেন ৪ বলে মাত্র ১ রান করে। তিনে নামা রিকার্ডো ভাসকনসেলোসও আউট হন মাত্র ৬ রান করেই। জর্জ বার্টলেট খানিক প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৩৭ বলে ২৭ রানের বেশী এগোতে পারেন নি তিনি। অধিনায়ক ল্যুইস ম্যাকমানাস (Lewis McManus) ফেরন ২ রান করেই। মিডলসেক্সের হয়ে বল হাতে অনবদ্য পারফর্ম্যান্স নোয়াহ কর্ণওয়েলের। ৬ ওভারে ২৯ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ২ উইকেট। জোড়া উইকেট পেয়েছেন হেনরি ব্রুকস’ও। ১টি সাফল্য লুক হোলম্যানের (Luke Hollman)। প্রতিবেদন লেখার সময় অবধি নর্দাম্পটনশায়ারের স্কোর ৩০ ওভারে ১৬০। ক্রিজে রয়েছেন সইজ জাইব ও গাস মিলার।
ইংল্যান্ডে খেলছেন একঝাঁক ভারতীয়-
ভারতীয় ক্রিকেটাররা আইপিএল (IPL) ব্যতীত অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ খেলতে পারেন না। তবে অন্য দেশের ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে এমন কোনো বিধিনিষেধ নেই বিসিসিআই-এর। এর আগে বিভিন্ন সময় সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়দের কাউন্টি ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। তাঁদের পদাঙ্ক অনুসরণ করছেন বর্তমান প্রজন্মের ক্রিকেটাররাও। চলতি রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে কেবল পৃথ্বী শ (Prithvi Shaw) নয়, রয়েছেন একাধিক ভারতীয় তারকা। টেস্ট দলের প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) নাম লিখিয়েছেন লেস্টারশায়ার দলে। একটি ঝোড়ো অর্ধশতক করেছেন তিনিও। ঐতিহাসিক ল্যাঙ্কাশায়ার কাউন্টির সাথে চুক্তি স্বাক্ষর করেছেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ‘রেড রোজ’দের হয়ে শীঘ্রই মাঠে নামবেন তিনি।