সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একদিনের এবং টি-২০ দল ঘোষণা করেছে BCCI। টি-২০ ক্রিকেটে অধিনায়ক রোহিত শর্মা খেলবেন না। আগামী একদিনের বিশ্বকাপ মাথায় রেখে বিশ্রামে রয়েছেন বিরাট কোহলির মত তারকারাও। তাঁদের বদলে একাধিক তরুণ মুখকে দেখা যাবে ‘টিম ইন্ডিয়া’র জার্সিতে। সুযোগ পেয়েছেন শিভম মাভি, মুকেশ কুমারের মত নতুন মুখেরা। অধিনায়কত্ব করতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। নতুন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। দল নিয়ে একাধিক পরীক্ষানিরীক্ষা হলেও এখনও জাতীয় দলের দরজা বন্ধই রইলো মুম্বইয়ের তরুণ ব্যাটার পৃথ্বী শ-এর (Prithvi Shaw) কাছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সিনিয়ররা না থাকায় মনে করা হয়েছিলো সুযোগ আসবে পৃথ্বীর সামনে। সেইবারও বিফলে গিয়েছিলো পৃথ্বীর আকাঙ্ক্ষা। ছবিটা বদলায় নি শ্রীলঙ্কা সিরিজেও। সুযোগ না পেয়ে হতাশ ব্যাটার মনের ভাব জাহির করছেন ইন্সটাগ্রামে। অবশ্য সাম্প্রতিককালে তাঁর মাঠের পারফর্ম্যান্স বলছে অন্য কথা। পরিসংখ্যান দেখলে বোঝা যাবে পৃথ্বীকে না নিয়ে কোনও ভুল করেন নি নির্বাকচকেরা।
রঞ্জি ট্রফিতে রান আসে নি পৃথ্বীর ব্যাটে-

জাতীয় দলের দরজা খোলার জন্য সবচেয়ে বড় মঞ্চ রঞ্জি ট্রফি। ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে বহু তারকা হাতীয় দলে জায়গা পাকা করে নিয়েছেন। সেখানেই চলতি মরসুমে ‘ফ্লপ’ পৃথ্বী শ (Prithvi Shaw)। মুম্বইয়ের জার্সিতে এখনও রানের মুখ দেখেন নি তিনি। চার ইনিংস মিলিয়ে আপাতত তাঁর সংগ্রহে রয়েছে মাত্র ৪০ রান। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ করেছিলেন তিনি। ছবিটা বদলায় নি হায়দ্রাবাদের বিরুদ্ধেও। দুই ইনিংস মিলিয়ে করেন ১৯ রান। সৌরাষ্ট্রের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও প্রথম ইনিংসে ৪ করে আউট হয়ে গিয়েছেন তরুণ ব্যাটার। ফর্মের এহেন হালত নিয়ে ভারতীয় দলে জায়গা পাওয়া কেবল দুরাশা ছাড়া কিছুই নয়। ২০২২ এর আইপিএলেও ভালো কাটেনি পৃথ্বীর (Prithvi Shaw) সময়। ১০ ম্যাচে ২৮৩ রান করেছিলেন তিনি। এখনও অব্দি জাতীয় দলের হয়ে একটিমাত্র টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। খাতা খুলতে পারেন নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘গোল্ডেন ডাক’ করে সাজঘরে ফিরতে হয়েছিলো তাঁকে।
সুযোগ না পেয়ে ইন্সটাগ্রাম ভরিয়েছেন পৃথ্বী শ-

শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় দলে জায়গা না পেয়ে কাব্যভাব জেগেছে পৃথ্বী শ’র (Prithvi Shaw) মনে। ইন্সটাগ্রাম প্রোফাইলে তিনি একটি কবিতা পোস্ট করেন। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “আমি যা চাইছি, তা অন্য কেউ না চাইতেই পেয়ে যায়।” এই মুহূর্তে তাঁর চাহিদা যে ভারতীয় দলের জার্সি তা অনুমান করা যায় সহজেই। তবে এইবার প্রথম নয়, এর আগেও দলে জায়গা না পেয়ে ইন্সটাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গিয়েছিলো মুম্বই-এর তরুণ ব্যাটারকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সফরকারী ভারতীয় দলে ঠাঁই না মেলায় পৃথ্বী ইন্সটাগ্রামে পোস্ট করেন সাঁইবাবার একটি ছবি। সাঁইবাবা ভক্ত পৃথ্বী (Prithvi Shaw) নীচে লেখেন, “আশা করি আপনি সবকিছু দেখছেন সাঁইবাবা।”