রোহিত-কোহলি জমানায় জন্মানোর ফল ভুগছেন এই ক্রিকেটার, রানের পাহাড় গড়েও থাকছেন জাতীয় দলের বাইরে !! 1

টিম ইন্ডিয়ার টপ-অর্ডার গত এক দশক জুড়ে রাজ করছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। ২০১৩ সালে ওপেনিং শুরু করার পর আর পিছন ফিরে তাকাতে হয় নি রোহিতকে (Rohit Sharma)। ব্যাট হাতে একের পর এক চমৎকার ইনিংস খেলেছেন তিনি। একটি বা দুটি নয়, তিনটি ওডিআই দ্বিশতকের মালিক এখন তিনি। এক ইনিংসে সর্বোচ্চ ২৬৪ রানের রেকর্ডও রয়েছে তাঁরই দখলে। এছাড়াও ২৪৪ ম্যাচে ৩০ শতরান-সহ ৯৮৩৭ রান করেছেন তিনি। বর্তমান ভারত অধিনায়ক অনুরাগীদের থেকে আদায় করে নিয়েছেন, ‘হিটম্যান’ তকমা।

ধারাবাহিকতার নিরিখে রোহিতের (Rohit Shamra) থেকেও খানিক এগিয়ে বিরাট। ২৭৫ ওডিআই ম্যাচে তাঁর সংগ্রহ ১২৮৯৮ রান। করেছেন ৪৬টি শতরান এবং ৬৫ অর্ধশতক। ব্যাটিং গড় ৫৮-র কাছাকাছি। ক্রিকেটের বাকি দুই ফর্ম্যাটেও অত্যন্ত ধারাবাহিক দুজনে। টি-২০তে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এক ও দুই নম্বরে রয়েছেন যথাক্রমে কোহলি এবং রোহিত।লম্বা সময় জুড়ে ভারতীয় দলে কোহলি (Virat Kohli) ও রোহিতের (Rohit Sharma) এই একচ্ছত্র আধিপত্য টিম ইন্ডিয়াকে বহু সাফল্য এনে দিয়েছে ঠিকই। রোহিত জিতেছেন টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। একদিনের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নজির গড়েছেন কোহলিও.

তবে একই সাথে বহু প্রতিভাবান ক্রিকেটারকে জাতীয় দলে জায়গা খুঁজে নিতেও হিমশিম খেতে হয়েছে দুই মহারথীর ছায়ায় ঢাকা পড়ে। তাঁদেরই একজন হলেন পৃথ্বী শ(Prithvi Shaw)। জুনিয়র ক্রিকেটে একটা সময় পরবর্তী শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) বলা হচ্ছিলো পৃথ্বী’কে (Prithvi Shaw)। রানের পাহাড় গড়েছিলেন তিনি। ২০১৮ সালে অধিনায়ক হিসেবে জিতেছেন অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপও। এরপর জাতীয় দলে সুযোগ পেলেও লম্বা সময় সুযোগ হয় নি দলের টপ অর্ডারে। বাদ পড়তে হয়েছে তাঁকে। গত দুই বছর নিরন্তর প্রয়াস চালিয়ে গেলেও এখনও টিম ইন্ডিয়াতে ব্রাত্যই রয়ে গিয়েছেন তিনি।

Read More: Asia Cup 2023: এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো নেপাল, রোহিত-অর্জুনসহ এই ক্রিকেটাররা পেলেন জায়গা !!

আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘস্থায়ী হয় নি পৃথ্বী-র-

Prithvi Shaw | Rohit Sharma | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জয়ের বছরেই সিনিয়র ভারতীয় দলে ডাক পান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবির্ভাবেই চমকে দিয়েছিলেন পৃথ্বী (Prithvi Shaw)। করেছিলেন শতরান। ভারতীয় দলের ওপেনিং সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান মনে করা হয়েছিলো তাঁকে। কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে নি বিশেষ। মাত্র দুই বছরের মধ্যেই জায়গা হারান পৃথ্বী। শুরুটা ভালো হলেও সময় যত এগোতে থাকে, ততই মাঠে এবং মাঠের বাইরে নানাবিধ সমস্যায় জর্জরিত হতে দেখা যায় তাঁকে। এর সাথে যুক্ত হয় চোট-আঘাতের ঘটনাও। ২০১৮-র নভেম্বরে সিনিয়র দলের সাথে প্রথম অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচ চলাকালীন ক্যাচ ধরতে গিয়ে গোড়ালিতে চোট পান তিনি। এরপর গোটা সিরিজ থেকেই ছিটকে যান শ (Prithvi Shaw)।

এরপর দলে প্রত্যাবর্তন ঘটালেও ছন্দ ফিরে পান নি। ২০২০-তে নিজের দ্বিতীয় অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডের মাঠে দুই ইনিংসে যথাক্রমে ০ এবং ৪ রানে বোল্ড হওয়ার পর আর জাতীয় দলে সুযোগ পান নি। সীমিত ওভারের দুই ফর্ম্যাটেও ২০২১-এর পর প্রথম একাদশে জায়গা হয় নি তাঁর। এখনও অবধি আন্তর্জাতিক কেরিয়ারে ৫টি টেস্টে ৩৩৯ রান করেছেন তিনি। ৬টি একদিনের ম্যাচে পৃথ্বীর (Prithvi Shaw) সংগ্রহ ১৮৯ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রেমদাসা স্টেডিয়ামে একটিমাত্র টি-২০ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ২০২১ সালের সেই ম্যাচে শূন্য রান করে সাজঘরে ফেরেন তরুণ ওপেনার। এরপর চলতি বছরের গোড়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ স্কোয়াডে থাকলেও ব্যাট হাতে দেখা যায় নি তরুণ ওপেনারকে।

পৃথ্বী শ-এর কেরিয়ার পরিসংখ্যান-

Prithvi Shaw | Rohit Sharma | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে পৃথ্বী (Prithvi Shaw) খেলেছেন মাত্র ১২ ম্যাচ। তাঁর মোট রান সংখ্যা ৫২৮। দেশের জার্সিতে এখনও নিজেকে মেলে ধরতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে ছন্দেই রয়েছেন তিনি। মুম্বইয়ের ২৩ বর্ষীয় ওপেনার প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪ ম্যাচে ৫০.০২ গড়ে ৩৮০২ রান করেছেন। এর মধ্যে রয়েছে ১২টি শতরান এবং ১৬টি অর্ধশতক। ২০২৩ সালের রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে অসমের বিরুদ্ধে ৩৭৯ রানের একটি ইনিংস খেলেন তিনি। রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটির মালিক হন তিনি। সামনে কেবল রয়েছেন ভাউসাহেব নিম্বলকর (B.B Nimbalkar)। লিস্ট-এ ক্রিকেটে পৃথ্বীর দাপট বোঝা যাবে তাঁর পরিসিংখ্যানে চোখ বোলালেন। ৫৭ ম্যাচে ৫৭.৬৬ গড়ে ৩৫৫৬ রান করেছেন তিনি। ১০টি শতক ও ১১ অর্ধশতক রয়েছে তাঁর।

এবারের আইপিএল বিশেষ ভালো যায় নি পৃথ্বীর (Prithvi Shaw)। ৮ ম্যাচে ১৩.২৫ গড়ে করেন মাত্র ১০৬ রান। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) কেরিয়ারে দিল্লী ক্যাপিটালস জার্সি গায়ে তিনি করেছেন ৭১ ম্যাচে ১৬৯৪ রান। স্ট্রাইক রেট ১৪৫.৭৮। সাম্প্রতিক ‘ব্যাড প্যাচ’ কাটিয়ে ছন্দে ফিরতে ইংল্যান্ডের ঘরোয়া ওডিআই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। মরসুমের প্রথম দুই ম্যাচে রান না পেলেও তৃতীয় এবং চতুর্থ ম্যাচে নর্দাম্পটনশায়ারের হয়ে ঝড় তোলেন তিনি। সমারসেটের বিরুদ্ধে করেন ২৪৪ এবং ডারহামের বিরুদ্ধে অপরাজিত থাকেন ১২৫ রান করে। ফর্মকে সঙ্গী করে জাতীয় দলের প্রত্যাবর্তনের পথ চলা শুরু করতে চাইবেন তরুণ তারকা।

Also Read: IRE vs IND: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ না পেয়ে ৩২ বছর বয়সে অবসর নিতে বাধ্য হলেন এই খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *