প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ টিম ইন্ডিয়ার, বিশেষ জার্সি গায়ে হাজির হলেন রোহিত-বিরাট’রা !! 1

গত শনিবার সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। জোহানেসবার্গের মাঠে পাকিস্তানকে হারিয়ে যে ইতিহাস লিখেছিলো দল, তার পুনরাবৃত্তি ঘটিয়েছে কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। জিতে নিয়েছে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। এগারো বছর আইসিসি ট্রফির স্বাদ পায় নি দেশ। বারবার তীরে এসে ডুবেছে তরী। সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে ভারতের এই সাফল্যে বাঁধনহারা উল্লাসে মেতেছে দেশবাসী। অধীর আগ্রহে তাঁরা অপেক্ষা করেছিলেন চাম্পিয়নদের ঘরে ফেরার। হারিকেন বেরিলের কারণে এতদিন দ্বীপরাষ্ট্রেই আটকে ছিলেন তারকারা। আজ অবশেষে যাবতীয় বাধা পেরিয়ে দেশে ফিরলেন রোহিত-ঋষভরা (Rishabh Pant)। বিমানবন্দর, টিম হোটেলে তাঁদের নিয়ে দেখা গেলো আবেগের বিস্ফোরণ। খানিক বিশ্রাম সেরে তাঁরা যান প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে।

Read More: ভিডিও: ভাঙরার ছন্দে পা মেলালেন সূর্যকুমার যাদব, ঘরে ফেরার আনন্দে উদ্বেল বার্বাডোজের নায়ক !!

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ক্রিকেটারদের-

Team India Met Honourable PM Shri Narendra Modi | Image: Twitter
Team India Met Honourable PM Shri Narendra Modi | Image: Twitter

টি-২০ বিশ্বকাপ জয়ের পরেই ভারতীয় ক্রিকেট দলকে(Team India) শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি ফোন করে কথা বলেন বিরাট কোহলি, রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও। আজ ক্রিকেট তারকারা বিশ্বজয়ের স্মারক দিয়ে দেশে ফেরার পর দেখা করতে যান তাঁর সাথে। ৭ লোক কল্যান মার্গের বাসভবনে ক্রিকেটারদের সাথে বেশ খানিকক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী। তাঁর সাথে আলাপচারিতার পর আপ্লুত ক্রিকেটাররাও। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। লিখেছেন, “আমাদের চ্যাম্পিয়নদের সাথে এক দুর্দান্ত সাক্ষাৎ।” তাঁর ট্যুইটার পোস্ট রি-ট্যুইট করেছে বিসিসআই’ও। এই বিশেষ মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো আজ। ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য।”

দেখে নিন সেই ভিডিও-

ক্রিকেটারদের গায়ে নতুন জার্সি-

Team India's New Jersey | Image: Twitter
Team India’s New Jersey | Image: Twitter

অফ হোয়াইট ও কালো ট্র্যাভেলিং গায়ে দিয়ে বিমান থেকে নেমেছিলেন ভারতীয় ক্রিকেট তারকারা। টিম হোটেলে পৌঁছে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) যখন সেলিব্রেশনে মাততে দেখা গিয়েছিলো, তখনও তাঁদের গায়ে ছিলো সেই ট্র্যাভেলিং কিট’ই। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সাথে সাক্ষাৎ করতে যাওয়ার সময় বদলে গেলো তাঁদের পোশাক। যে জার্সি গায়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে টিম ইন্ডিয়া (Team India), সেইটিই গায়ে চাপাতে দেখা যায় রোহিত, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিদের। তবে তাতে ছিলো ছোট্ট এক চমক। অ্যাডিডাসের নতুন এই জার্সিতে ‘ইন্ডিয়া’ শব্দটির ঠিক নীচে দেখা গেলো চ্যাম্পিয়নস শব্দটি লেখা থাকতে। এছাড়াও আজ প্রধানমন্ত্রীর সাথে যে জার্সিতে দেখা করলেন ক্রিকেটাররা, তাতে ইতিমধ্যেই যোগ করে হয়েছে দ্বিতীয় বিশ্বজয়ের চিহ্ন দ্বিতীয় তারাটি।

মুম্বইতে থাকছে বর্ণাঢ্য অনুষ্ঠান-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সেরে গোটা দল উড়ে যাবে মুম্বই। সেখানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন রেখেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI)। নরিম্যান পয়েন্ট থেকে হুড খোলা বাসে শুরু হবে শোভাযাত্রা। ট্রফি হাতে থাকবেন ক্রিকেটাররা। জনজোয়ারের মধ্যে দিয়ে দুই কিলোমিটার পথ অতিক্রম করে তাঁরা পা রাখবেন ওয়াংখেড়েতে। সেখানেও গ্যালারি ভরা সমর্থকের মাঝে ট্রফি উদ্‌যাপন চলবে বিরাট (Virat Kohli), রোহিতদের। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এক ট্যুইট বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে যে ওয়াংখেড়ে আজ সকলের জন্য উন্মুক্ত। ভারতীয় দলের সেলিব্রেশনে যোগ দিতে কোনোরকম মূল্য দিতে হবে না সমর্থকদের। নরিম্যান পয়েন্টের শোভাযাত্রা শুরু হওয়ার কথা বিকেল ৫টায়। তারও ১ ঘন্টা আগে, অর্থাৎ বিকেল ৪টের সময় গেট খুলবে ওয়াংখেড়ের।

দেখুন বিসিসিআই-এর বিজ্ঞপ্তি-

Also Read: CT 2025: প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিন্যাস, আইসিসি’র নির্দেশে পাকিস্তান যেতে বাধ্য হচ্ছে ভারত ??

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *